নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

পুলিশের নির্যাতন আর কত???

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮


ঘটনাটি আমার যশোরে ঘটেছে। তাই কষ্টও একটু বেশি লাগলো।
যশোরের ছেলে আবু সাঈদ। পুলিশ ধরে নিয়ে ২ লাখ টাকা ঘুষ দাবী করে। ঘুষ দিতে অস্বীকার করায় দুই টেবিলের মধ্যে গাছের মোটা ডাল দুই পা ও দুই হাতের ভিতর দিয়ে বেঁধে নির্যাতন করে। যদিও পরে তার আত্বীয়স্বজনেরা ৫০,০০০/= টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।

পুলিশি নির্যাতনের সামান্য কয়টা ছবি বা ভিডিও ফাঁস হয় আর সেগুলো দেখে আমরা শিউরে উঠি। আর ধামা চাঁপা পড়ে আছে অসংখ্য ঘটনা। চোখে দেখা নির্যাতনের কোন বিচার হয় না আর না দেখা নির্যাতনের কথা কি বলেবে??? নিশ্চয় শাহ আলী থানার চা দোকানদার বাবুল মাতুব্বরের কথা ভুলে যায় নি। পুলিশের চাঁদা না দেওয়ায় পুলিশের দেওয়া কেরোসিনে আগুনে পুড়ে মারা যায় বাবুল মাতুব্বর। আজও তার কোন বিচার হয়েছে এমন কথা শোনা যায় নি।

পুলিশের গ্রেফতার ও ঘুষের বানিজ্যের রমরমা ব্যবসা চলছে। পুলিশ জনগনের বন্ধু হওয়ার কথা আর আজ জনগন তাদের থেকে দুরে দুরে থাকে। দিন দিন তাদের হিংস্ররুপ আরও কঠিন থেকে কঠিন রুপ নিচ্ছে। এদের থামানোরও কেউ নেই। একচটিয়া রাজত্ব তাদের। মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

বুক ওয়ার্ম বলেছেন:
লোক টা পিটান খেয়ে এখন ভয় পেয়ে বলছে পুলিশ নাকি মারেনি

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

খোলা মনের কথা বলেছেন: সামনের দিন যেন ভাল থাকে তার জন্য এটা বলতেছে। বুদ্ধিমান লোক..... শুধু শুধু মার খেয়ে লাভ কি???

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: এই না হলে পুলিশ!!

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

খোলা মনের কথা বলেছেন: জনগনের ধারণা এটাই। পুলিশ কথার ভাবসম্প্রসারণ এখন এটাই বুঝে। ধন্যবাদ কামাল ভাই

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এসব বলে সত্যিই কী কোন লাভ হয়?

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

খোলা মনের কথা বলেছেন: মোটেও না। শুধু শুধু ফাঁকা আওয়াজ দেওয়া আর কি। সামনের দিন গুলো নিয়ে চিন্তা করি।

ধন্যবাদ হেনা ভাই

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাষ্ট্র যখন যাদের হাতে তখন তারা যা ইচ্ছে করতে পারে! কারণ, তাদের জবাবদিহিতা করতে হয়না।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

খোলা মনের কথা বলেছেন: সরকারের অস্তিত্ব রক্ষার জন্য পুলিশের সবোর্চ্চ পাওয়ার দেওয়া হয়েছে। পুলিশ তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সাহসী সন্তান বলেছেন: ব্যাপারটা বুঝলাম না! সরকার কি পুলিশকে আসলে সামরিক পাওয়ার দিয়ে রাখছে নাকি? ইদানিং পত্রিকার পাতা উল্টাইলে প্রতিদিন কোন না কোন ভাবে পুলিশ কর্তৃক সাধারণ মানুষকে নির্যাতনের খবর চোখে পড়ে!

কেবল মাত্র এইধরনের খামচা খানিক পুলিশের জন্য গোটা ডিপার্টমেন্টটাই আজ প্রশ্নের সম্মূখিন! পুলিশ যেন আজ একটা ত্রাশের নাম! সরকার পুলিশকে সাধারণ মানুষের দিকে লেলিয়ে দিয়ে বসে বসে হোলি খেলা দেখছে কিনা সেটাও বুঝতাছি না!

আফসোস, এর থেকে যে কবে পরিত্রান পাবো, আর কবে যে আমাদের মুক্তি ঘটবে তা একমাত্র আল্লহ্ই জানেন! :(

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

খোলা মনের কথা বলেছেন: আমাদের কর্ণধারেরা না সুধরালে দিন দিন আরও ভয়ংকার রুপ নিবে পুলিশ। সামনে ভয়ংকার অন্ধকার। আলোর দেখা পাওয়ার তেমন সম্ভবনা দেখা যায় না।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



গাদাফির পুলিশেরা এই রকম ছিলো, ওরা অবশ্য ঘুষ নিতো না, ওদের টাকার অভাব ছিলো না।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

খোলা মনের কথা বলেছেন: গাদ্দাফির পুলিশের থেকে এরা বেশি ভয়ংকার হয়ে ওঠেছে। এরা ঘুষও নেই মানুষের উপর অমানবিক অত্যাচারও করে...

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

শূণ্য পুরাণ বলেছেন: পুলিশী রাষ্ট্র!

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

খোলা মনের কথা বলেছেন: মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। কথাটি মনে হয় যায় পুলিশের সাথে

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন অবস্থার পরিবর্তন দরকার।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

খোলা মনের কথা বলেছেন: এদের পরিবর্তনের জন্য আগে আমাদের রাজনৈতিক কর্ণধরদের পরিবর্তন হতে হবে। আর সেটা এখন না করলে আগামীতে এর জন্য চরম মূল্য দেওয়া লাগবে....

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

ফ্রিটক বলেছেন: কিছু বলার ভাষা নেই। পুলিস বর্তমানে এতটাই নিচে নেমেছে যে ভাষায় প্রকাশ করা যায় না। এরা ঘুষের টাকা উশুল করার প্রতিযোগিতায় ব্যস্ত।মাছের রাজা ইলিস,ঘুষের রাজা পুলিস
আমি নিজেও এদের ঘুষ প্রতারনার স্বীকার।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

খোলা মনের কথা বলেছেন: আপনার মত অসংখ্য সাধারন মানুষ এদের ভুক্তভোগী। দু একটা বের হয় বাকি সব অজানা থেকে যায়। এ দু একটা দেখে আমরা হায় হুতাশ করি আর যে গুলো চোখের আড়ালে হয় সেগুলো চিরদিনের জন্য ধামাচাপা পড়ে যায়। ভুক্তভোগীদের আফসোস ছাড়া কিছুই থাকে না....

১০| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

অতৃপ্তচোখ বলেছেন: সত্যিই বড় লজ্জার পুরো দেশের জন্য। কারণ এই দেশের প্রতিটি অফিসের কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত পর্যায়ক্রমে নিজেদের পেশাটাকে দায়িত্ব না ভেবে ব্যবসা মনে করে! কি বলবো এই ন্যক্কারজনক ঘটনার জন্য!
দুর্নীতিবাজ আর দায়িত্বহীনতাদের জন্য বুক ভরা ঘৃণা ...

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

খোলা মনের কথা বলেছেন: সরকারী পর্যয়ে বর্তমানে যেগুলো নিয়োগ দেওয়া হয় সেগুলো অধিকাংশ রাজনৈতিক ক্যাডারী করে যায়, লেখা পড়া শিখে না। তারা কোন দিন নীতি নৈতিকতার ধারের কাছ ঘেষেঁনি। এদের কাছ থেকে আপনি আমি কি আশা করতে পারি???

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪

অতৃপ্তচোখ বলেছেন: ঠিকই বলেছেন ভাই। নীতি নৈতিকভাবে গড়ে ওঠার জন্য আমাদের সমাজ ব্যবস্থার দায়িত্বও গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিকতা, সচেতনতা দরকার।

আপনার প্রতিউত্তর আমার কাছে যথেষ্ট ভাল লাগল। অতিগুরুত্বপূর্ণ কথা বলেছেন।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

খোলা মনের কথা বলেছেন: নীতি নৈতিকতা, সত্য, ভাল কাজ ধীরে ধীরে ইতিকথা, রুপকথার ঠাকুর মার ঝুলির মত গল্প হয়ে যাচ্ছে।

ধন্যবাদ আবার আসার জন্য

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন। এর বেশী বলা যাবেনা কারণ জান বাঁচান ফরজ!

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

খোলা মনের কথা বলেছেন: সম্পূর্ন একমত আপনার সাথে। আর যাই হোক না কেন, জীবনের মায়া আছে।

অন্তত ফরজ কাজটি করি এখন... শুভেচ্ছা রইল

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

কবির নাঈম দোদুল বলেছেন: ছবিটা দেখার পর খুবই খারাপ লেগেছে। এদের মনে কি দয়ামায়া নেই। ন্যূনতম মনুষত্য থাকলেও এসব করতো না। তাই সে কথা বাস দিলাম, কিন্তু, এদের কোন জবাবদিহিতাও নেই?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

খোলা মনের কথা বলেছেন: পুলিশের নির্যতন আরও নির্মম। সাধারন মানুষ ভুক্তভোগী। ভাবলে খারাপ লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.