নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে সহজে ভিডিও ডাউনলোড করুন...

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪


ইউটিউব, ফেসবুকে মাঝে মাঝে খুব মজার মজার ভিডিও আমাদের চোখে পড়ে কিন্তু ডাউনলোড করতে না পারলে খারাপ লাগে। আজ একটি বিষয়ে আলোচনা করবো যার মাধ্যেমে আমরা সহজে ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে সহজে ভিডিও ডাউনলোড করতে পারি।

ধাপ -১: ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে আমাদের প্রথমে গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার ব্যবহার করতে হবে। শুধু Google Chrome এর দুটি Extensions আমরা Add করে নিবো। প্রথমে এই লিংকে যান। ওখান থেকে Chemeleon টি Add করুন। চিত্র দেখুন..


ধাপ-২: Chemeleon টি Add করার পর Savefrom.net Helper টি Chemeleo এর সাথে Add করতে এই লিংকে যান। ওখান থেকে Add to Chalemeon ক্লিক করুন। চিত্র দেখুন....
এখন কাজ শেষ। এখন গুগল ক্রোমটি রির্স্টারট দিন।

এদুটি Add হওয়ার পর নিচের চিত্রের মত একটি আইকন পিসির ডান সাইটে দেখা যাবে।

তবে কিছু কথা আমাদের মনে রাখতে হবে। প্রথমত, Savefrom.net Helper টি Opera Mini ব্রাউজারের জন্য তাই Savefrom.net Helper টি সরাসরি গুগল ক্রমে তেমন কাজ করবে না তাই আমাদের কাজ Chemeleo এর সাথে Add করা। তাহলেই Savefrom.net Helper টি গুগল ক্রমে কাজ করবে। এখন ইউটিউব, ফেসবুক যে কোন ভিডিও তে যান। সেখানে সরাসরি ডাউনলোড ও বিভিন্ন ফরম্যাটের অপশন আসবে সেখান থেকে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

বি:দ্র: এমন পোষ্ট বা টিউন হয়তো আগে দেওয়া হয়েছে তাই কোন ব্লাগর বা টিউনারের সাথে মিলে গেলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
Google Chrome সকল browser থেকে কিভাবে ডাউনলোড করবো জানা থাকলে জানান প্লিজ ।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

খোলা মনের কথা বলেছেন: IDM (Internet Download Manager) ডাউনলোড করে ইনেস্টল করুন। যদিও মজিলা ফায়ারফক্স ব্রাউজারে কাজ না করার সম্ভবনা কম। তার জন্য ক্রাক করতে হবে....

সাথে থাকার জন্য ধন্যবাদ

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
Google Chrome বাদে সকল browser থেকে কিভাবে ডাউনলোড করবো জানা থাকলে জানান প্লিজ ।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

খোলা মনের কথা বলেছেন: IDM (Internet Download Manager) ডাউনলোড করে ইনেস্টল করুন। যদিও মজিলা ফায়ারফক্স ব্রাউজারে কাজ না করার সম্ভবনা কম। তার জন্য ক্রাক করতে হবে....

সাথে থাকার জন্য ধন্যবাদ

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

জওয়াদুল করিম খান বলেছেন: ধন্যবাদ। এটি কাজ করে। এর আগে আমি Ant down-loader ব্যবহার করতাম, তার থেকে ভাল।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

খোলা মনের কথা বলেছেন: সত্যিই ভাল কাজ করে। যদিও আমি অনেক আগে থেকে ব্যবহার করি কিন্তু কেন যেন আজ মনে হলো সবাইকে একটু শেয়ার করি.... ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.