![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
শিরোনামটি ছিল “মাশরাফির নেতৃত্বে বিসিবি’র একাদশ স্কোয়াড ঘোষনা।” কমেন্ট (নিচে স্ক্রিনশর্ট দেওয়া আছে) পড়ে মনে হলো মাশরাফির প্রতি মানুষের এখন অবস্থান কোথায়। প্রথম থেকে শুরু করে শেষ প্রর্যন্ত শুধু সমালোচনাই পেলাম। অভিমান ও রাগ মিশে আছে কমেন্টগুলোয়। প্রথমত, কিছু মানুষ হয়তো আশা করেছিল এর থেকে বেশি আর তার থেকে বঞ্চিত হওয়ায় অভিমান জমেছে। দ্বিতীয়ত, মাশরাফি যোগ দিয়েছেন আওয়ামীলীগে আর বাংলাদেশের বড় একটা গোষ্ঠি আওয়ামীলীগের উপর খুশি না যার কারনে সেখান থেকে রাগ।
সামনের ক্রিকেট গুলোও মাশরাফির জন্য কঠিন হতে পারে। একটু খারাপ বল করা, ক্যাচ মিস, ভুল সিদ্ধান্ত নেওয়া কেউ মেনে নিবে না। মাছ খায় সব পাখি নাম হয় মাছরাঙ্গার। মাছ খাওয়ার তকমা লেগে গেছে মাশরাফির। কেউ ভুল করলেও মাশরাফির উপর প্রভাব ফেলবে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
খোলা মনের কথা বলেছেন: আওয়ামীরা বেশ মজা পেয়েছে.... ক্রিকেটের সাথে রাজনীতি ঠিক মেনে নিতে পারেনি বাঙ্গালীরা....
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
খাঁজা বাবা বলেছেন: হিরো তেকে জিরো
কিচু বলব না।
পজেটিভ কোন কমেন্ট নাই?
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
খোলা মনের কথা বলেছেন: পজিটিভ কমেন্ট আছে কিন্তু নেগেটিভের কাছে সেটা খুজে পাওয়া কঠিন। দেশে এখন জিরো থেকে সবই হিরো হয়ে যাচ্ছে। হিরো আলম ও উৎকৃষ্ট উদহারণ....
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
পদ্মপুকুর বলেছেন: আমি ব্যক্তিগতভাবে মাশরাফির ভক্ত। আমি চাই ন্যূনতম আগামী বিশ্বকাপ পর্যন্ত মাশরাফি দলকে নেতৃত্ব দিক। ঠিক একইভাবে আমি চাই মাশরাফির নির্বাচন না করুক। জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় নির্বাচনে নেমে পড়াটা আমার মত অনেকেরই ভালোভাবে না নেওয়ার কথা। সে আওয়ামীলীগ বা বিএনপি, যে দলের পক্ষেই হোক না কেনো...
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
খোলা মনের কথা বলেছেন: দেশের মানুষ ক্রিকেট কে খুব বেশি ভালবাসে। এখানে আওয়ামী বিএনপি সবাই আছে। তাই ক্রিকেট থাকা অবস্থায় রাজনীতি ঠিক মেনে নিতে পারছে না মানুষ। এখানে বিএনপি হলেও মানুষ একই রিএক্ট করতো। সামনে কোন ত্রুটি হলে রাজনীতির প্রভাব বলবে সকলে....
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: আলোচনা করা ভালো। সমালোচনা করা ভালো না।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
খোলা মনের কথা বলেছেন: মাশরাফির ক্ষেত্রে সমালোচনা বেশি হচ্ছে। ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাজনীতি করলে হয়তো এতো সমালোচনা হতো না
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি পদ্ম পুকুরের সাথে সহমত। মতের বিরুদ্ধে গেলেই সে খারাপ, এই তত্ব আমি মানি না।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
খোলা মনের কথা বলেছেন: দলকানা কিছু লোক সমালোচনা করবেই, কিন্তু এখন আবেগের সাথে জড়িয়ে সাধারন মানুষও সমালোচনায় মেতেছে। দেশের ভালর জন্য রাজনীতি করলে আমিও স্বাগতম জানাই। হোক সে যে দলেরই....
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
কলাবাগান১ বলেছেন: জামাতি রাজাকার দের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে মাশরাফি.....স্যালুট