![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon
আমি ভাবছি গোপনে
তোমারই কথা মনে মনে।
আমি হাসছি তোমায় দেখে
আমার কান্না লুকিয়ে রেখে,
যেন তোমার হাসিটা বাঁচে
আমার অন্তরের মাঝে।
তুমি জোছনা ভালোবাসো,
এবার জোছনা ধরি এসো।
হবো সন্ধ্যেবেলার পাখি,
স্বপ্নে বাঁধবো চারটি আঁখি।
চালের মিষ্টিকুমড়ো দুটো
আমার ঘর করেছে ফুটো,
আজো সেই ফুটোগুলো আছে।
শুধু তুমিই নেই কাছে।
এখন একলা হাঁটি পথে,
এখন একলাই বসি খেতে,
পারি একা বাজারে যেতে,
শিখেছি একা রাত পোহাতে।
©somewhere in net ltd.