![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon
আজ ১৬ই ডিসেম্বর।
বিজয় দিবস। মাত্র কিছুক্ষণ আগেই, রাত ১২টা বাজার সাথে সাথেই বিজয় দিবস উপলক্ষে আবুল তার ফেসবুক প্রোফাইল পিকটা চেঞ্জ করেছে।
কারন একটাই, গিনেস রেকর্ড করতে হবে। আজকের দিনটাতেও যদি প্রো-পিক চেঞ্জ না করে তবে আবুলের আর থাকতে হবে না। তাই প্রো-পিক চেঞ্জ করতে পেরেই আবুল অনেক খুশি।
দেশের জন্য অনেক কিছুই করে ফেলেছে ও।
-------------------------------------------------------------------------------------------
আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছে আবুল। ৯:০০টায় বিছানার মায়া ছেড়ে দিয়েছে। প্রতিদিনের মতো ১১:০০ টায় উঠেনি। হাজার হোক, বিজয় দিবস বলে কথা।
এখন বের হচ্ছে ওর গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে স্মৃতিসৌধে যাবে ফুল দিতে।
খুবই স্মার্ট ছেলে আবুল। গাড়ির স্পিড কখনো ১২০ কিঃমিঃ/ঘণ্টা এর কমবে, তা সে কল্পনাও করতে পারে না।
আবুলের গাড়িটি এখন যেন রাস্তায় উড়ছে। পথে ছোট একটা এক্সিডেন্ট হয়েছে যদিও। একটা ৭-৮ বছরের বাচ্চার গায়ে গাড়িটা তুলে দিয়েছিলো। বোধয় মারাও গেছে ছেলেটা। পরে আবুল অবশ্য গাড়ি থেকে মাথা বের করে Sorry বলে দিয়েছে। ওর আসলে গাড়ি থামিয়ে ছেলেটাকে হসপিটালে নেয়ার মতো সময় নাই। স্মৃতিসৌধে দেয়ার জন্য ১২০০ টাকা খরচ করে কেনা গ্যালেটোরিয়াস এর সটীকটা বাসি হয়ে যাবে যে...!!!
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। দুঃখিত, স্মৃতিসৌধে ফুল দেয়ার নয়; ওর গার্লফ্রেন্ডকে গাড়িতে চড়ানোর। আবুলের কানে হেডফোন দেখে মেয়েটাও গান শুনতে চাইলো।
হানি সিঙয়ের "ডেসি কালা কার" শুনছে আবুল। এখন মেয়েটা শুনবে গান।
-এটা কি গান ছাড়সো তুমি?
-ক্যান, হানি সিঙয়ের গান। ডেসি কালা কার। মজার গান।
-অ্যাবি (আবুলকে ওর গার্লফ্রেন্ড অ্যাবি ডাকে), আজকে বিজয় দিবস। তোমার মাথায় থাকা উচিৎ। তুমি কি পাগল? আজকের দিনে কেউ এতো কিউট গান শুনে?
তোমার কি বাংলাদেশি কোন গান নাই?
-ওকে, ডাউনলোড করছি। এতদিন অযথা মেমোরিটা ভরিয়ে রাখিনি।
["চাইনা মেয়ে তুমি..."]
এইতো একটা দেশাত্ববোধক গান পেলাম। এটার লিরিক্সটা ভালো, তবে রিমিক্স একটু কম।
-সমস্যা নাই অ্যাবি, তুমিই দিয়ে দাও রিমিক্সটা। ওকে জান...।
"চাইনা মেয়ে তুমি অন্য কারো হও...ইয়ও ইয়ও...
পাবেনা কেউ তোমাকে তুমি কারো নও...ইয়ও ইয়ও..."।
------------------------------------------------------------------------------------------
ফুল দিয়ে বাসায় এসেছে আবুল। একটা লম্বা ঘুম দিবে।
ও হ্যাঁ, আসার সময় ও মুভির কয়েকটা সিডিও এনেছে। ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান আর হিন্দি। ঘুম থেকে উঠে ও এইসব মুভি দেখবে। এরপর যাবে একটা ছেলেকে সায়েস্তা করতে।
কতবড় সাহস ছেলেটার...!!! বাংলা মুভি দেখতে বলেছে আবুল বা অ্যাবিকে...!!!
তা-ও আবার "চোরাবালি", "গেরিলা", "টেলিভিশন", "পিঁপড়াবিদ্যা" এর মতো ফালতু মুভিগুলা?
ওকে কুপিয়ে মারবে অ্যাবি ও তার "বন্ধুরা"...।
সর্যি। "বন্ধুরা" নয়, "ফ্রেন্ডরা"। ওদের জন্য দোয়া করবেন যেন এ দেশের ফালতু পুলিশগুলো ওদের সহযোগিতা না করে বসে না থাকে।
জয়তু আবুল...।
দুঃখিত, অ্যাবি...।
©somewhere in net ltd.