![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon
দেশের কথা দশের কথা,
এসবে নাই মাথাব্যাথা।
আমার পকেট ভরলে পরে,
দেশের কথা মনে পড়ে।
আমি যদি না খাই,
তবে দেশটা খাবে কে ছিড়ে?
আমার মতো রাজনীতিবিধই
দেশের জন্যে পিঁপড়ে।
আগে ভাবতাম দেশের কথা,
চিন্তায় বুকে করতো ব্যাথা।
তাই এখন আর ভাবি না,
তবুও আমি ব-অ-অ-অ-অ-অ-অ-ড় নেতা ।।।
©somewhere in net ltd.