![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। লেখালেখি আমার কাজ না। তবুও মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়, তাই লিখি। https://www.facebook.com/Juphon
তারারা আজ চুপসে গেছে;
জ্বলছে কয়েক বেছে বেছে।
কোথায় যেন গরমিল দেখে
চাঁদ ও কোথায় হারিয়ে গেছে।
"আজকে কি তোর আমাবস্যা?"
জ্যোৎস্না বলে আকাশটারে।
আকাশ বলেঃ
"না না, আজ তো কোন আমাবস্যা নয়...!!!"
জ্যোৎস্না বলেঃ "তবে?
তবুও কেনো চাঁদটা দূরে?"
এবার আকাশ বলে তারেঃ
"এর উত্তর, শুধু চাঁদই দিতে পারে"।।।
০৮-০৪-২০১৫ ইং...
©somewhere in net ltd.