![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমাহীন প্রেমের সীমা কতটুকু? সীমা তো একটা থাকতে হবে। প্রেম কি এখনো? made for you, you r the only one in my life . আমার অন্তত তা মনে হয় না। কারো এমন মনে হওয়া কি খুব যুক্তিসজ্ঞত? প্রেম হতে পারে হৃদয় ঘটিত ব্যাপার, তাই বলে কি হৃদয় দিয়ে সব ভাবতে হবে? সব সিদ্ধান্ত কি হৃদয় দিয়ে বিচার করতে হবে? আমরা সব চিন্তা, সব সিদ্ধান্ত নেই আমাদের ব্রেইন ব্যবহার করে। আর প্রেমের বেলায় হৃদয়!! কতটা যুক্তিসজ্ঞত আমি জানি না। হয়ত কিছু ক্ষেত্রে যুক্তিসজ্ঞত। আবার নাও হতে পারে।
প্রেম জীবনের একটা অনুষজ্ঞ মাত্র!! প্রেমের জন্য জীবন নয়। বরং জীবনের জন্য প্রেম।ভালো কাউকে বাসতেই পারি। তাই বলে এক প্রেমের স্রোতে গা ভাসিয়ে দিতে হবে কেন?? প্রতিটা জীবন ই মূল্যবান। প্রেমিক প্রেমিকা ছাড়া ও আমাদের মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছেন, যারা আমাদের অন্তপ্রাণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সবার কাছে ঋণী । হয়ত বা আমাদের উপস্থিতি কারো জন্য প্রেরণা দায়ক।
প্রেম কে উপেক্ষা করছি না। প্রেম হয়ত জীবনে আবার আসতে পারে, কিন্তু জীবন গেলে ফিরে আসবে না। অনেকেই ভাবতে পারেন প্রেম একবার ই আসে। ভালো কথা, এতই যদি ভালোবাসেন তবে জীবন থেকে পালিয়ে যাওয়া কেন? নিজের পরীক্ষা টা নিজেই করুন। আপনার ভালোবাসার পরীক্ষা। ভালোবাসার মানুষ টি যেন দূরে গেলে ও ভালো থাকতে পারে সেই প্রার্থনা করুন। পাশে থাকুক বা দূরে থাকুক ভালোবাসার মানুষের ভালো চাওয়া হলো সত্যিকারের ভালোবাসা। জীবন বিসর্জন দেয়া টা সমাধান নয়।
©somewhere in net ltd.