নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“সাহায্য হতে পারে পথে ঘাঁটে, অচেনা কোন স্থানে, অপরিচিত কাউকে অথবা পরিবারের আদরের ছোট্ট অভিমানী বোনকে”

আমি একজন রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বতঃস্ফূর্ত একজন কর্মী । আামি বর্তমানে থাকি চট্টগ্রামে । পড়ি চট্টগ্রাম কলেজে ।

› বিস্তারিত পোস্টঃ

ভাবিয়া করিও কাজ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

ট্যাকাটুকা ওয়ালা দুই লোক একবার এক সাথে এক জায়গায় যাইতেছিলো।

মাঝপথে ১ম জন ২য় জনকে অপমান করার জন্য প্রস্তাব দিলো ১০ কোটি টাকা দিলে সে রাস্তার ধারে পইরা থাকা পঁচা গোবর খাবে কিনা।
২য় জন অনেক হিসাব কইরা ভাবলো ১০ কোটি টাকা পাওয়ার জন্য এইটুক করতে ক্ষতি কি।
সে গোবর খাইলো।

কিছুক্ষণ পর দুইজনেরই মন খারাপ।
একজন তুচ্ছ কারনে ১০ কোটি টাকা দিলো, আরেকজন প্রচুর টাকা পয়সা থাকার পরেও ১০ কোটি টাকার লোভে এই জিনিস খাইলো। তাই ২য় জন ১ম জনকে প্রস্তাব দিলো ভাই তুমিও যদি একটু গোবর খাও, আমিও তোমারে ১০ কোটি টাকা দেব।

১ম জন টাকার আশায় একই জিনিস খাইলো।

খানিকক্ষণ পর দুইজনেরই মন খারাপ।
তাদের কারোরই আয়-ব্যয় কিছু হইলো না, মাঝখান দিয়ে দুইজনই পঁচা গোবর খাইলো।

মনের দুঃখে তারা বিচার চাইতে গেল।
বিচারে রায় হইলো, যেহেতু তারা দুইজনই ১০ কোটি টাকা করে খরচ করছে, তাই দুইজনকেই এই খরচের ওপর ১৫% VAT দিতে হবে।
আবার, যেহেতু দুইজনই ১০ কোটি টাকা করে আয় করছে, তাই দুইজনকেই এই আয়ের ওপর ৩০% ইনকাম ট্যাক্স দিতে হবে।

মোরাল : টাকা থাকলেই সেইটার show off করা উচিত না।



Source: My Facebook Page. http://www.facebook.com/zzahidhasann

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১

মাআইপা বলেছেন: ভাল লেগেছে
ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০

বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: আপনার কোন নাম নেই কেন ???

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

বলেছেন: নামটা আমিও খুঁজে পাচ্ছি না.....। ভৌতিক ব্যাপার-স্যপার.....!!!

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

ওমেরা বলেছেন: নাম ছাড়া মানুষ ব্লগার !!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

বলেছেন: যান্ত্রিক দুর্যোগের শিকার....

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: এটা কি কৌতুক?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

বলেছেন: ভাবতে পারেন...

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভালো লেগেছে...

আপনার নাম জানিতে চাই ।। ;)

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ


আমার নাম "জাহিদ হাসান"

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগে, আপনার নিকটা কি?

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

বলেছেন: ব্লগে তো নিক দিয়েছিলাম "জাহিদ হাসান"। তবে তা বছরখানেক থেকে খুজে পাচ্ছি না

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে জাহিদ ভায়া..... লিখতে থাকুন।।

২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০২

বলেছেন: ধন্যবাদ

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী ব্যাপার, জাহিদ হাসান!!!

নাম না থাকলে সমস্যা নাই।।
নতুন লেখা কই???

২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০১

বলেছেন: সবার লেখা পড়তেই আমার ভালো লাগে, তাই লেখা হয় না আর কি।

হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.