নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবরের চিন্তাভাবনা

বেকার মানুষ

যাযাবরের চিন্তাভাবনা › বিস্তারিত পোস্টঃ

\'একুশ\' মানে মাথা নত না করা

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৩


আমাদের জাতির বীর সেনানীরা ১৯৫২ সালের এই দিনে তাদের শ্রেষ্ঠ সম্পদ নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন আমাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতির মর্যাদা রক্ষা করার জন্য।
কিন্তু আজও আমাদের সরকার এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিগন যখন গণমাধ্যমে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন,তখন তিন লাইন বাংলায় বললে তার তিনগুণ বলেন ইং্রেজীতে।
আমাদের দেশের আদালতের রায় দেওয়া হয় ইং্রেজীতে, যা এদেশের বেশিরভাগ মানুষই বুঝতে পারে না।
আমাদের দেশের শহুরে এবং গ্রাম্য অধিবাসীরা উভয়েই বাংলা বলার চাইতে ইং্রেজী কিংবা ইদানিং হিন্দিতে বলতে বেশি গৌরববোধ করেন।
আজ এদেশের আধুনিক (!) শিক্ষিত -অশিক্ষিত প্রায় সবার নিকট বাংলা চ্যানেলের চাইতে হিন্দিগুলোই বেশি ভালো লাগে।

তবে কি আমরা পাকিস্তানীদের চাপিয়ে দেওয়া উর্দুকে যে বাংলার জন্য জীবন দিয়ে প্রতিহত করেছি সেই বাংলার উপর আজ ইং্রেজীকে প্রাধান্য আর হিন্দিকে সাদরে আমাদের ড্র‍্যিং রুমে নিয়ে এসে স্থান দিচ্ছি না?
আন্তর্জাতিক যোগাযোগ আর আধুনিক তথ্য প্রযুক্তি থেকে উপকৃত হতে হলে আমাদের ইং্রেজী শিখতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখা উচিত ইং্রেজীর জন্য বাংলাকে যেনো অবহেলা করা না হয়।
কারণ, আমরা যে দেশে বাস করছি সে দেশের সাধারণ মানুষের ভাষা তো বাংলা।
হিন্দির মাধ্যমে অপসংস্কৃতি আজ খুব সহজে আমাদের দেশের নিজস্ব সংস্কৃতির স্থান দখল করে নিচ্ছে। অপসংস্কৃতির প্রভাবে মূল্যবোধের মারাত্মক অবক্ষয় হচ্ছে।
(০২/০৪/২০০৯ খ্রি:, ১৯ চৈত্র ১৪১৫ তারিখে 'দৈনিক রূপসী বাংলা' পত্রিকায় প্রকাশিত আমার একটি লেখা থেকে সংক্ষেপিত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.