নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবরের চিন্তাভাবনা

বেকার মানুষ

যাযাবরের চিন্তাভাবনা › বিস্তারিত পোস্টঃ

আমাদের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবস্থা

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৫

(শিক্ষা নিয়ে লেখা শেষ কিস্তি)

আমাদের পূর্বসূরি বিবেকবান সাহিত্যিক,শিল্পী-সাধকদের গ্রন্থ এখন বাজারে বিরল।আকাশ সংস্কৃতির যাঁতাকলে পিষ্ট হয়ে হারিয়ে যাচ্ছে আমাদের একান্ত নিজের সংস্কৃতি।গ্রাম বাংলায় যুগে যুগে যেসব শিল্প সম্ভার ও কালজয়ী সংস্কৃতি গড়ে উঠেছে তা এই মুহূর্তে সংরক্ষণ,প্রচার ও প্রসার প্রয়োজন। আর এ জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকেও উপযোগী করে গড়ে তুলতে হবে,যাতে শিক্ষিতদের মাঝে আমাদের নিজস্ব সংস্কৃতি অবহেলিত না হয়।

আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা মোটা দাগে দুই ভাগে বিভক্ত। এর একদিকে রয়েছে মাদ্রাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা। আর অন্যদিকে রয়েছে স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় ভিত্তিক দুনিয়াবি শিক্ষা।

একটিতে কেবল নীতি নৈতিকতার উপর জোর দেওয়া হয়,দুনিয়াবি বিষয়গুলো যেমনঃ পদার্থবিদ্যা, গনিত,কিংবা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের উপর জোর দেওয়া হয়না বললেই চলে।

আর অন্যটিতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান নিয়ে অনেক গুরুত্ব আরোপ করলেও নীতি-নৈতিকতার নাম গন্ধও নাই।

ফলে একদিকে কিছু উচ্চ নৈতিকতাবোধসম্পন্ন মানুষ বের হচ্ছে যারা ধর্মীয় আচার অনুষ্ঠানে ছাড়া রাষ্টীয় পর্যায়ে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না।
অন্যদিকে কিছু বৈষয়িক জ্ঞান সম্পন্ন মানুষ তৈরী হচ্ছে যাদের মধ্যে কোন নীতি নৈতিকতা নাই।
আর এর ফল হিসেবে আজ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ্য থেকে দীর্ঘ্যতর হচ্ছে লাশের সারি। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সর্বত্র ছাত্রীরা হচ্ছে লাঞ্চিত। আবার এই সেক্যুলার শিক্ষায় শিক্ষিতরাই যখন সরকার এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পাচ্ছে তখন তারা জড়িয়ে পড়ছে সীমাহীন দুর্নীতিতে।
তাই,আর নয় বিভক্তির শিক্ষা ব্যবস্থা।সকল ছাত্র-ছাত্রীদের জন্য একইসাথে ব্যবস্থা করা হোক নৈতিক শিক্ষা এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা। কেবল তখনই আমরা নিস্তার পেতে পারি ইভ টীজিং,নারি নির্যাতন,এবং দুর্নীতির মত মহামারি রোগ থেকে।

(সমাপ্ত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.