![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা সন প্রবর্তনের সময় ১লা বৈশাখ ৯৬৩ বাংলা,১১ এপ্রিল ১৫৫৬ খ্রিস্টাব্দ ছিল।উভয়টিই সৌরবর্ষ হওয়ার ফলে খ্রিষ্টীয় সনের সাথে বাংলা সনের স্থির ব্যবধান দাড়ায় ৫৯৩। কাজেই খ্রিস্টীয় সন থেকে ৫৯৩ বাদ দিয়ে বাংলা সন পাওয়া যাবে। তবে বাংলা সন প্রবর্তনের সময় ১লা বৈশাখ ১১এপ্রিলে গণনা পরিবর্তিত হয়েছে। ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রস্তাবিত বাংলা একাডেমির বাংলা সন সংস্কার পদ্ধতি মোতাবেক বর্তমানে ১১এপ্রিলের পরিবর্তে ১৪এপ্রিল ১লা বৈশাখ গণনা করতে হবে। আবার খ্রিস্টীয় সনে যে বছর লিপ ইয়ার হবে বাংলা সনেও সে বছর অধিবর্ষ হবে।
বাংলা সনের সাথে হিজরী সনের প্রতি ৩৩ বছরে ১ বছরের সমান ব্যবধান গড়ে উঠে। ৯৬৩ হিজরী সন থেকে বাংলা সন শুরু হওয়ার সহজ হিসাবে বাংলা সনের সাথে হিজরী সনের পার্থক্য নিরুপনে ৯৬৩ কে আমরা মাঝে মধ্যেই ব্যবহার করব। যেমনঃ ১০২৯ বাংলা সনে হিজরী কত ছিল?
১০২৯-৯৬৩=৬৬
৬৬÷৩৩=২ (অবশিষ্ট সহ)।
অতএব,১০২৯ বাংলা সনে হিজরী সন,১০২৯ + ২=১০৩১।
অবশ্য এ বিষয়ে অন্যান্য নিয়মও রয়েছে।
১৫৫৬ ঈসায়ীতে শকাব্দ ছিল ১৪৭৮। বাংলা সনের সাথে পার্থক্য দাড়ায় ১৪৭৮-৯৬৩=৫১৫।
অতএব বাংলা সনের সাথে ৫১৫ যোগ করলে শকাব্দ হবে অথবা শকাব্দ থেকে ৫১৫ বিয়োগ করলে বাংলা সন বের হবে।।
(১৪ এপ্রিল ২০০৯,১লা বৈশাখ ১৪১৬ তারিখ মঙ্গলবার 'দৈনিক রূপসী বাংলা' পত্রিকায় প্রকাশিত)।
১৯ শে মে, ২০১৫ সকাল ১১:৩৫
যাযাবরের চিন্তাভাবনা বলেছেন: ধন্যবাদ। app টি থাকলে বাংলা সন তারিখ সহজেই বের করে নেওয়া যাবে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ ক্যালেন্ডারেই বাংলা সন-তারিখ দেওয়া থাকে। কিন্তু খেয়াল না করার কারণে অনেকেই মনে রাখতে পারেন না। তাই যখন এবং যাদের এন্ড্রয়েড ব্যবহার করার সুযোগ থাকে না তাদের মনে রাখার ক্ষেত্রে সামান্য সহযোগীতা করতে হয়তো করতে পারে এই পদ্ধতি।
২| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:১৫
অনিকেত বলেছেন: লেখক বলেছেন "বাংলা সনের সাথে ইংরেজী সনের প্রতি ৩৩ বছরে ১ বছরের সমান ব্যবধান গড়ে উঠে"
কিভাবে হয়, জানতে চাই ?
১৯ শে মে, ২০১৫ সকাল ১১:২৪
যাযাবরের চিন্তাভাবনা বলেছেন: হিজরী সন চন্দ্রমাস ভিত্তিক হওয়ায় বছরে ১০-১১ দিন করে কমে যায়।
আর তাই প্রতি ৩৩ বছরে ১ বছরের সমান ব্যবধান গড়ে উঠে। ধন্যবাদ।
৩| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১:০১
ধূসর মাছরাঙা বলেছেন: আচ্ছা, পশ্চিম বঙ্গে যে বাংলা পঞ্জীকা ব্যবহার করে তার ফর্মূলা কী জানেন? আমি অনেক খুঁজেছি, পাইনি। পেলে অ্যাপ টা তে ঢুকাতে পারতাম।
৪| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১:১২
অনিকেত বলেছেন: অিনেকত বলেছেন: লেখক বলেছেন "বাংলা সনের সাথে ইংরেজী সনের প্রতি ৩৩ বছরে ১ বছরের সমান ব্যবধান গড়ে উঠে"
কিভাবে হয়, জানতে চাই ?
ইংরেজী = হিজরী ?
১৯ শে মে, ২০১৫ দুপুর ১:১৭
যাযাবরের চিন্তাভাবনা বলেছেন: আন্তরিকভাবে দুঃখিত। হিজরী লিখতে গিয়ে ভূল ক্রমে ইংরেজি লিখে ফেলেছি। এইমাত্র খেয়াল করলাম। এডিট করে দিচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ সকাল ৭:৪৫
ধূসর মাছরাঙা বলেছেন: অ্যান্ড্রয়েডের জন্য এই বাংলা ক্যালেন্ডার - "বর্ষপঞ্জী" থাকলে আর চিন্তা কী?