নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

সহ-বাস

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

আমার যে এক মস্তিষ্ক আছে,
আমার প্রেয়সী জানে না সে কথা,
আমার জৈবিকতা জানে শুধু।
জানে সে, কখন খেয়েছি, খেয়েছি কি না!
অসুখ করেছে কি না, শরীর এখন কেমন!
এ সবই তার নখদর্পণে।
সে আমাকে আগলে রাখে খুব!
কিস্তু ওই যে মস্তিষ্ক আমার,
সেখানে কী চলে, আমার মন কী বলে
কোন আলোতে ভাসে, হাসে কোন ফুলে,
তার সে কিছুই জানে না!

আমার সুখে, দুঃখে, বিপদে, অসহায়ত্বে
সে-ই আগলে আছে, আমার শয্যার সঙ্গী সে,
কিন্তু আমার অন্তরের যে ধর্ম, তার সহধর্মিণী হয়েছে কি সে?
আমার হৃদয় কখন কাঁদে,
কোন মহাবিশ্বের বিশালতা নিয়ে আমি আকুল হই,
কোন পরদেশের জাতিতত্ত্ব, কোথায় মানবিক হাহাকার,
কোন দম্পতির ব্যালকনির ছবি আমার মন এঁকে যায়,
কোন আপিসের পেশাদার কেরাণীর দ্বন্দ্ব,
মুটেদের সংলাপ, পতিতার ভর্ৎসনা,
পরকীয়ার শ্বাসরুদ্ধকর অভিযান,
এই যে মানব জীবন,
এর যত শত শত রূপ আমি আমার মগজে আঁকি,
তার কি কিছুই সে টের পায়?

এত কাছে থেকেও, এত অনুভবেও
ভেতরের যে আমিটা, সাধারণ আর দশটা স্বামীর চেয়ে
আলাদা, আর দশটা মানুষের
স্বাভাবিক চিন্তার চেয়ে ব্যতিক্রম কিছু,
এর কিছুই কি সে জানে?
অথচ শাস্ত্রমতে সে আমার সহধর্মিনী!
একই অভিযোগ বিপরীতভাবে আমার গিন্নীরও!

কোথায় শাস্ত্র, কোথায় ধর্ম, আর
এই কেমন বিচ্ছিন্ন আমাদের বসবাস!
নামটার মোড়কে শুধু নাগরিক পরিচয়ে
জৈবিক সহ- বাস!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

শাহ্জাদা আল- হাবীব বলেছেন: অসাধারণ!!

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

চিন্তক মাস্টারদা বলেছেন: বাহ, চমৎকার

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

তপোবণ বলেছেন: চমৎকার লিখেছেন। অন্যরকম।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

রাসেল উদ্দীন বলেছেন: অন্যরকম সুন্দর!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

জীয়ন আমাঞ্জা বলেছেন: পরিমার্জন করতে হয়েছে আবার।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: আচ্ছা, যৌনতা আর অশ্লীলতা ছাড়া কি কবিতা হয় না?

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

জীয়ন আমাঞ্জা বলেছেন: হবে না কেন, অনেক আছে তো :)

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অন্যরকই মনে হলো।

সত্যি একসাথে থাকলেও মন ও মস্তিষ্কে যে গোপন খেলা চলে তা কেউ জানেনা।
আর জানেনা বলেই মানুষ এভাবে ভাবতে পারে।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

জীয়ন আমাঞ্জা বলেছেন: পাশাপাশি থেকেও আমরা ভেতরে ভেতরে কতই না পৃথক থাকছি!
এজন্যই সম্পর্কের ক্ষেত্রে পরস্পরকে উপলব্ধি করাটা খুব জরুরি।

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

আমপাবলিক বলেছেন: কবিতাটি পড়ে মনে হচ্ছে ন্যাংটা না হলে কবিতা হয় না। পারলে কবিতায় যৌনতা বাদ দিয়ে তাকে বেড রুমে সীমাবদ্ধ রাখেন।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

জীয়ন আমাঞ্জা বলেছেন: জ্বী, আচ্ছা।

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

কালীদাস বলেছেন: শিরোনাম পৈড়া নিচের জিনিষ ভাবছিলাম। ভুল ভাংছে /:)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

জীয়ন আমাঞ্জা বলেছেন: যাক, তাও তো পড়েছেন। কয়েকজন তো না পড়েই রায় দিয়ে বসেছেন!!
ধন্যবাদ, ভাই।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: ভাই, অশ্লীলতা বর্জন করে কিছু লিখুন। এতে সাহিত্যিক হিসেবে আপনার মান বাড়বে।

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

জীয়ন আমাঞ্জা বলেছেন: উপদেশের জন্য ধন্যবাদ, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.