নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন নিয়ে সাথে,হাটি জীবনের পথে

আমি একজন কল্পবিলাসী মানুষ । জীবনের বন্ধুর পথে হেটে চলেছি লক্ষ্যে পৌঁছাবো বলে । এ পথচলায় আমার স্বপ্নগুলোই আমার প্রেরণা । পথের সঙ্গী হিসেবে আছে আমার গিটার । স্বপ্নগুলোকে গিটারের ছয়টি তারে বাঁধার চেষ্টার জীবন কেটে যাচ্ছে............

স্বপ্নচারী পথিক

জীবনের রূঢ় বাস্তবতায়, স্বপ্নহীন পথিক অসহায়, তাই স্বপ্ন দেখে যাই, সত্যি হওয়ায় আশায়..........

স্বপ্নচারী পথিক › বিস্তারিত পোস্টঃ

শহীদদের উদ্দেশ্যে বেলুন-চিঠি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে বেলুন ওড়ানো হল । সেই বেলুনে বাঁধা চিঠির নমুনাঃ হে শহীদগণ, তোমরা বাংলাদেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করে তোমাদের নিবুদ্ধিতার পরিচয় দিয়েছ । তোমরা যুদ্ধ করে, গোলাগুলি করে, বোমাবাজি করে দেশের শান্তি নষ্ট করেছ । পাকিস্তানী সৈন্যরা আমাদের অতিথি ছিল । তোমরা তাদের হত্যা করে নৃশংসতার পরিচয় দিয়েছ । তোমাদের উচিত্‍ ছিল পাকিস্তান আর্মিদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা এবং তাদের রান্না করা মুগ ডালের খিচুরি খাওয়া । হানাদারদের ক্যাম্পে আগুন জালিয়ে না তোমাদের উচিত্‍ ছিল মোমবাতি জালানো। তাদের রণতরী বোমা মেরে উড়িয়ে তোমরা ধ্বংসাত্নক মনোভাবের পরিচয় দিয়েছ । তোমাদের উচিত্‍ ছিল হরেক রংয়ের বেলুন ওড়ানো । তোমরা নিতান্ত বোকা । কারন তোমরা মিডিয়া কাভারেজ নেওয়া বাদ দিয়ে গোপনে লড়াই করেছ । তোমাদের রাজনৈতিক জ্ঞান নেই । তোমরা পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল না করে আইন নিজ হাতে তুল নিয়েছ । তোমাদের সংগ্রামের পদ্ধতি ছিল ভুল । শান্তিপূর্ন আন্দোলন তোমরা করতে পারনি ।তোমরা কখনোই সুশীল ছিলে না । তাই সুশীল সমাজের একজন প্রতিনিধি হিসেবে তোমাদের আন্দোলনের পদ্ধতির প্রতি নিন্দা জানিয়ে কাল সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত বাড়ির সোফায় ফোমের বদলে শিমুল তুলার বালিশ ব্যবহার করার কর্মসূচি ঘোষনা করলাম । জয় বাংলা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

টুটুল২০০৮ বলেছেন: বিরক্তীকর এবং আপত্তিকর ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

স্বপ্নচারী পথিক বলেছেন: টুটুল২০০৮, আপনার বিরক্তি এবং আপত্তিরে সিটিএন

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

ঘুড্ডির-পাইলট বলেছেন:
চিডির ইসকিন শট আছে ? নাকি মনের ব্যাথা থিকা লেখলেন ? B:-)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

একজনা বলেছেন: :P :P :P

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

স্বপ্নচারী পথিক বলেছেন: এইডা পুরা মনের ব্যাথা থেকে । শাহবাগে ন্যাতা আর ছেলিবেটিদের কারবার দেখতে দেখতে মনটা ডাষ্টবিন হয়ে গেছে । এই জন্য সেইখান থিকা শুধু ময়লাই বাইর হইতাছে

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

ঘুড্ডির-পাইলট বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.