নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ও শান্তির অন্বেষায় ...

জোবাইর

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

জোবাইর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ: ফিরে দেখা ১৯৭১ - ২০১৮

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫


অনেক বছর পর সামু ব্লগে ফিরে আসলাম এবং আবার সক্রিয় হলাম। নতুন ও পুরোনো সব ব্লগার ও ভিজিটরদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিভিন্ন কারণে এখানে লেখালেখি ছেড়ে দিলেও অনিয়মিতভাবে চোখ রাখতাম।
যা-ই হোক, আপাতত একটি নতুন সিরিজ "বাংলাদেশ: ফিরে দেখা" দিয়ে শুরু করছি, সময় পেলে অন্যান্য বিষয়ের ওপরেও লেখার চেষ্টা করবো। ইতিহাস বিকৃতি ও মিথ্যাচারের কারণে বিশেষ করে নতুন প্রজন্ম বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে বিভ্রান্ত। তাছাড়া আমাদের দেশের বেশিরভাগ মানুষ রাজনীতিবিদদের ভালো-মন্দ কার্যকলাপ খুব তাড়াতাড়ি ভুলে যায়! তাই অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের (১৯৭১ - ২০১৮) গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ঘটনাসমূহ বর্ষপঞ্জিতে (ফিরে দেখা ১ জানুয়ারি ... ... ... ফিরে দেখা ৩১ ডিসেম্বর) সংকলিত করেছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের বর্ষপঞ্জি আগামীকাল (১ আগস্ট, ২০১৮) থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ব্লগে প্রকাশ করবো। আশা করি, সিরিজটি গবেষক, লেখক, সাংবাদিক, অনুসন্ধিৎসু পাঠক এবং দেশের রাজনীতি-সচেতন জনগণের কাজে লাগবে।

এই পোস্টে সূচী হিসাবে "বাংলাদেশ: ফিরে দেখা" সিরিজের প্রকাশিত সব পোস্টের লিঙ্ক দেওয়া হবে যাতে উৎসাহী পাঠক পরবর্তীতে এক ক্লিকে যে কোনো দিনের পোস্ট খুঁজে পায়।

প্রকাশিত পোস্টের তালিকা:
বাংলাদেশ: ফিরে দেখা ১ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ৩ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ৪ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ৫ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ৬ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ৭ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ৮ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ৯ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১০ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১১ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১২ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১৩ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১৪ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১৫ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১৬ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১৭ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১৮ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ১৯ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২০ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২১ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২২ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২৩ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২৪ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২৫ আগস্ট
বাংলাদেশ: ফিরে দেখা ২৬ আগস্ট


---------------------------
অতীতে আমার লেখা কিছু পোস্ট পরবর্তীতে অন্য ব্লগে প্রকাশিত হওয়ার কারণে সামু থেকে সরিয়ে নিয়েছি, কিছু ড্রাফট করে ফেলেছি। এখনো যা অবশিষ্ট আছে তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি:
১। বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি
২। বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান
৩। ইন্টারনেট আসক্তি : কারণ, লক্ষণ, প্রতিকার এবং টেস্ট
৪। এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
৫। তেজস্ক্রিয়তা : সংজ্ঞা, পরিমাপ, উৎস, প্রতিক্রিয়া, প্রতিকার ও চিকিৎসা

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক সিরিজ!

আশা করি দলান্ধ সমর্থকের দৃষ্টোকোন থেকে নয়, প্রকৃত নিরপেক্ষতায় যেখানে নিজের ভুলের জণ্য নিজেকেও
ধিক্কার দেয়ার সাহসিকতা থাকে, তেমনি নির্মোহতায় সত্য তুলে ধরবেন।

শুভকামনা থাকল
+

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

জোবাইর বলেছেন: অনেকদিন পর দেখা হলো! আশা করি ভালো আছেন। পোস্টে প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৬৫ দিনে বছর, প্রতিদিন যা ঘটেছে তার উল্লেখযোগ্য ঘটনাগুলো দেওয়া হবে। এখানে কোনো কোটা করে ঘটনা লেখা হবে না। কোনো একদিনের ঘটনা যদি কোনো বিশেষ দলের বিরুদ্ধে যায় তার জন্য আমি দায়ী না, দায়ী যারা ঘটনা ঘটিয়েছে তারা। প্রতিদিনের ঘটনা নিয়ে আমরা প্রতি পোস্টে আলোচনা-সমালোচনা করতে পারি। পুরো সিরিজ নিয়ে মন্তব্য করতে হলে পুরো এক বছর দেখার পর করাই বাঞ্ছনীয়।

২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



ঘরের ছেলের ঘরে ফেরা, অভিনন্দন

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

জোবাইর বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। আপনার লেখাগুলো পড়ে দেখলাম বাংলাদেশের রাজনীতি-সমাজনীতি নিয়ে আপনি ভাবেন। একই মন-মানসিকতা থেকেই আমার এই সিরিজ। আশা করি আপনাকে সবসময় পাশে পাবো। শরীরের যত্ন নেবেন!

৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্টের সাথে থাকার চেষ্টা করবো, লিখে যান........ওয়েলকামব্যাক

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২২

জোবাইর বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ, পুরোনো আপনারা এখনোও আছেন বলেই আবার ফিরে আসার সাহস পেয়েছি। ভালো থাকুন, দেখা হবে, কথা হবে ব্লগে।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


শুভেচ্ছা স্বাগতম
জোবাইরের আগমন

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০

জোবাইর বলেছেন: নূরু ভাই আপনাকেও শুভেচ্ছা। আপনার নিয়মিত সিরিজ 'ইতিহাসে আজকের এই দিনের ব্যক্তিত্ব' সম্পর্কে পড়ে অনেক অজানা বা কমজানা ব্যক্তিত্ব সম্পর্কে জেনেছি। আমার সিরিজের কনসেপ্টও প্রায় আপনারটার মতই, তবে বিষয়বস্তু ভিন্ন। আশা করি এগুলো সমান্তরালভাবে একটি আরেকটির পরিপূরক হিসাবে পাঠকের কাজে আসবে। ভালো থাকুন।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০০

রাকু হাসান বলেছেন: আবারও ফিরে আসায় আপনাকে অভিনন্দন ।



আপনার বিশ্লেষণধর্মী লেখা পড়ার জন্য অপেক্ষা করছি । জানতে পারবো অনেক কিছু আপনার মাধ্যমে । আপনার সিরিজ টা নজর কাড়লো আমার । শুভকামনা থাকবে

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

জোবাইর বলেছেন: ফুলেল অভিনন্দনের জবাবে ফুলেল শুভেচ্ছা।
চেষ্টা করবো নিয়মিত লেখার। যদিও সময়সাপেক্ষ ও পরিশ্রমের কাজ!
ধন্যবাদ।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪

এমজেডএফ বলেছেন: ব্লগে কবিতা আর গল্প পড়তে পড়তে ক্লান্ত! যাক আশা করি আপনার ব্যতিক্রমধর্মী এই সিরিজটি একগেঁয়েমী ব্লগে কিছুটা নতুনত্ব আনবে। ব্লগে পুনরাগমনে অভিনন্দন ও শুভ কামনা রইল।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

জোবাইর বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: আপনি এসেছেন। খুব খুশি হলাম।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

জোবাইর বলেছেন: আপনাকেও সাথে পেয়ে খুশি হলাম :)

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৬

চঞ্চল হরিণী বলেছেন: প্রিয়তে নিয়েছি। সবগুলো পোস্ট ধীরে ধীরে পড়বো। ইতিমধ্যে কয়েকটি পড়েছি। অনেক ধন্যবাদ আপনাকে এমন অভিনব তথ্যবহুল একটি সিরিজ শুরু করার জন্য। কৃতজ্ঞ হয়ে থাকলাম।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

জোবাইর বলেছেন: আপনার উৎসাহিত মন্তব্যে পুলকিত হলাম। ধন্যবাদ।
নিরন্তর ভালো থাকুন।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জোবাইর ভাই!

আপনার পোস্ট তো পাচ্ছি না....:(

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রিয়তে রাখলুম।
সময় করে সব পড়বো....:)




সিরিজটা চলুক। সাথে আছি।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

জোবাইর বলেছেন:

'ফিরে দেখা' সিরিজ আপাততঃ বন্ধ!
==============
২৭ দিন নিয়মিত প্রকাশিত এই সিরিজের গড়ে ইউনিক ভিজিটর পরিসংখ্যান:

প্রতি পোস্টে গড়ে মোট ইউনিক ভিজিটর ৪০ জন !
- - - - - -
সিরিয়াস ও নিয়মিত ইউনিক ভিজিটর ৪ জন, যারা পোস্টগুলো নিয়মিত ও সম্পূর্ণ পড়ে।
- - - - - -
৫ - ৮ মিনিটের ভিজিটর ১২ জন, যারা এক নজরে হয়তো ছবি ও হেড লাইনগুলো দেখে।
- - - - - -
১ - ৫ মিনিটের ভিজিটর ১৩ জন, যারা এক নজরে হয়তো ছবিগুলো দেখে!
- - - - - -
০ - ১ মিনিটের ভিজিটর ১৫ জন, উদ্দেশ্যবিহীন এলোমেলো ভাবনার ভিজিটর!

পাঠক স্বল্পতার কারণে সিরিজটি আপাততঃ বন্ধ করে দেওয়া হলো :( । পরবর্তীতে অন্য বিষয় নিয়ে যথারীতি পোস্ট দেওয়া হবে। সেইসাথে এই সিরিজের নিয়মিত ও অনিয়মিত সকল ভিজিটরদের প্রতি রইলো শুভেচ্ছা ও শুভকামনা।

বি: দ্র: এই সিরিজের একটি সংক্ষিপ্ত ভার্সন সাধারণ জ্ঞান ব্লগে নিয়মিত প্রকাশিত হচ্ছে। উৎসাহী পাঠকের জন্য লিংকটি এখানে দেওয়া হলো:
ইতিহাসে এই দিনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.