নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ও শান্তির অন্বেষায় ...

জোবাইর

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

জোবাইর › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা - ১ মে

০১ লা মে, ২০২৪ বিকাল ৫:০৮


তিন রেল স্টেশনে বোমাবাজি
২০০৭ - ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেলস্টেশনে ১ মে সকালে প্রায় একই সময় বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সৃষ্টি হয় আতংক ও উৎকণ্ঠা। তিনটি বিস্ফোরণের ঘটনায় কেবল চট্টগ্রামে একজন রিকশা চালক আহত হয়। এছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঢাকা কমলাপুর রেলস্টেশন ও সিলেট রেলস্টেশন থেকে এ্যালুমিনিয়ামের (সিলভার কালার) তৈরি দুইটি থালা উদ্ধার করা হয়। ঐ দুটি থালায় খোদাই করে লেখা রয়েছে জাদিদ আল-কায়েদা নামের একটি সংগঠনের নাম। এই সংগঠনটি হামলার দায়িত্ব স্বীকার করেছে। থালায় খোদাই করে লেখা ছিল : “আগামী ১০ মে-এর মধ্যে বিভিন্ন এনজিওতে কর্মরত সবাইকে চাকরি ছেড়ে দিতে হবে। কাদিয়ানিদের অবশ্যই হযরত মুহাম্মদকে (সঃ) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী বলে মেনে নিতে হবে। এটা যারা অমান্য করবে ১০ মে’র পর তাদের মৃত্যু অনিবার্য।

আত্মঘাতী বোমা হামলাকারীর হাতে নিহত শ্রীলঙ্কার নেতা


১৯৯৩ - আজ পয়লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ থেকে ঠিক ৩১ বছর আগে এই দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শ্রমিক দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক শোভাযাত্রার। তাতে যোগ দেওয়ার কথা ছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার। তিনি হাজিরও হয়েছিলেন। তবে জানতেন না, সেখানেই আততায়ীর হাতে প্রাণ হারাবেন তিনি।
১৯৯৩ সালের শ্রমিক দিবসের ওই শোভাযাত্রার আয়োজন করেছিল প্রেমাদাসার রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। বেলা পৌনে ১টার দিকে শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি নিজেই। এমন সময় ভিড়ের মধ্য থেকেই বেরিয়ে এলেন এক বাইসাইকেল আরোহী। শরীরে বাঁধা শক্তিশালী বোমা। প্রেমাদাসার কাছাকাছি এসে সেই বোমায় বিস্ফোরণ ঘটালেন। নিমেষেই সব শেষ।
আত্মঘাতী ওই হামলায় প্রেমাদাসা ছাড়াও তাঁর দেহরক্ষী ও পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারান ১৭ জন। আহত হন ৩৮ জন।

মানিকছড়ি উপজেলায় ১৩ জন নিহত
১৯৮৮ - শান্তিবাহিনী ১৯৮৮ সালের এইদিনে মানিকছড়ি উপজেলার দুটি গ্রামে ১৩ জনকে হত্যা করে। নিহতদের সকলেই অউপজাতীয় যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

১ মে ২০০৫
দুঃশাসনের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার অঙ্গীকার করলেন শেখ হাসিনা
রাজনীতিবিদ-পেশাজীবীদের বৃহত্তর ঐক্যের ঘোষণা
পেশাজীবী সমন্বয় পরিষদের প্রথম জাতীয় কনভেনশনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, গণফোরাম সভাপতি ডঃ কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকার বিরোধী আন্দোলন জোরদার করার লক্ষ্যে পেশাজীবীদের সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
জনগণের প্রতি খালেদা জিয়ার আহবান
একই দিনে মে দিবসের সমাবেশে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শান্তি বিনষ্টের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য জনগণের প্রতি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আহবান।

উদ্ধৃতি

"২১ বছর ক্ষমতার বাইরে থেকে জনগণের কাছে মাফ চেয়ে, নান ষড়যন্ত্র ও ভোটচুরি করে ক্ষমতায় এসেছে। এমনভাবে বিদায় দিতে হবে যেন ৫০ বছরেও আর ক্ষমতায় আসতে না পারে।"
-কালিয়াকৈরের শ্রমিক সমাবেশে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া - ০১/০৫/১৯৯৯

"দুর্নীতির দায়ে জামিনপ্রাপ্ত এরশাদ-খালেদার মুখে সরকারের বিরুদ্ধে অভিযোগ লজ্জাকর।"
-নারায়ণগঞ্জের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ০১/০৫/২০০০

সূত্র: দৈনিক ইত্তেফাক, প্রথম আলো

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

নাহল তরকারি বলেছেন: ২০০৭ সালে তত্ত্বাবাধায়ক সরকার ছিলো।

০১ লা মে, ২০২৪ রাত ৮:২৭

জোবাইর বলেছেন: তত্ত্বাবাধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল। এই অভিযানের মধ্যেই জঙ্গিরা বোমাবাজি করে বার্তা দিতে চেয়েছিল যে 'ওরা এখনও শেষ হয়ে যায়নি।'

২| ০১ লা মে, ২০২৪ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: রাজনীতির দর্পনে মে দিবস রাজনীতি যেমন জটিল তেমন কুটিল।

০২ রা মে, ২০২৪ রাত ২:১০

জোবাইর বলেছেন: "রাজনীতি যেমন জটিল তেমন কুটিল।" - ১০০% সহমত।

৩| ০১ লা মে, ২০২৪ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: আপনি বেশ পুরাতন খবর দিয়ে মাঠ গরম করেছেন ।

০২ রা মে, ২০২৪ রাত ২:১৮

জোবাইর বলেছেন: মাঠ গরম করার উদ্দেশ্যে নয়, অতীতকে একটু স্মরণ করিয়ে দেওয়া। বর্তমান তরুণ প্রজন্ম যাদের বয়স ২০ থেকে ৩০ তাদের দেশের সঠিক ইতিহাস জানাতে হবে। আমরা অতীতের যেসব ঘটনা স্বচক্ষে দেখেছি তা নির্ভয়ে প্রকাশ করা উচিত। অন্যথায় সুযোগ সন্ধানীরা নিজেদের রাজনৈতিক স্বার্থে অতীতের মতো ইতিহাস বিকৃতি করবে।

৪| ০২ রা মে, ২০২৪ সকাল ৭:৫৬

অপু তানভীর বলেছেন: কাদিয়ানদের ব্যাপারে লেখা হুমকির লাইনটা পড়ে সকাল বেলা এই লাইনটা পড়ে কেন জানি খুব হাসি আসল । হুমকি দিয়ে জোর করে গুলি করে কি মানুষের বিশ্বাস মুছে ফেলা বা নতুন স্থাপন করা যায় !

আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখে ভাল লাগছে । আপনি মুক্তিযু্দ্ধের ইতিহাস নিয়ে সিরিজ পোস্ট লিখতে চেয়েছিলেন । সেই পোস্টের কী হল !

০২ রা মে, ২০২৪ বিকাল ৩:২৮

জোবাইর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগে নিয়মিত পোস্ট লেখার মতো সময় হাতে নাই। আমি ব্যক্তিগত উদ্দ্যোগে বাংলাদেশের দীর্ঘ ৫২ বছরের প্রতিদিনের ঘটনা সংগ্রহ করেছি। তাই ভাবলাম সংক্ষেপে এইসব তথ্য দিয়ে একটা সিরিজ শুরু করি। চেষ্টা করবো নিয়মিত পোস্ট দেওয়ার।

মুক্তিযু্দ্ধের ইতিহাস নিয়ে সিরিজটি আবার শুরু করবো। সময়ের অভাবে এগিয়ে যেতে পারি নাই। তাছাড়া সে সিরিজটি লেখার সময় অনেক বই-পুস্তক ও পুরানো পত্র-পত্রিকা পড়তে হচ্ছে। প্রবীণ নাগরিক যারা স্বচক্ষে মুক্তিযুদ্ধ দেখেছেন তাদের সাথেও কথা বলতে হচ্ছে। সিরিজটি হবে কালক্রমানুসারে ও সহজ ভাষায় যাতে সবাই বুঝতে পারে। সমস্যা হচ্ছে মুক্তিযু্দ্ধ ও মুক্তিযু্দ্ধ পরবর্তী কিছু ঘটনা একেকজন একেকভাবে লিখেছেন - সেখান থেকে প্রকৃত সত্য বের করা কঠিন!

শুভেচ্ছা রইলো, ভালো থাকুন।

৫| ০২ রা মে, ২০২৪ সকাল ৯:৫৫

এইযেদুনিয়া বলেছেন: পুরোনো কত কথা মনে পড়ে গেলো খবরগুলো দেখতে দেখতে!

০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৪

জোবাইর বলেছেন: মনে পড়ার জন্যই তো এই পোস্ট!

৬| ০২ রা মে, ২০২৪ সকাল ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: বিএনপির আমলে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বোমাবাজি হতো।
এক শ্রেণীর পাবলিক আবারও সেই বোমাবাজির যুগে ফিরে যেতে চায়।

০২ রা মে, ২০২৪ বিকাল ৩:৩৯

জোবাইর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
কালের স্রোতে মানুষ অনেক কিছু ভুলে যায়। তাই মনে করিয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে বাস্তব সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য এই উদ্যোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.