নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ও শান্তির অন্বেষায় ...

জোবাইর

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

জোবাইর › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা - ৬ মে

০৬ ই মে, ২০২৪ দুপুর ২:৫১

৬ মে ২০১৩


০৬ মে, ২০১৫

ইতিহাস গড়লেন হাসিনা-মোদী
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হলো। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইতিহাসের রূপকার। ভারতের রাজ্যসভায় বিলটি পাসের ক্ষেত্রেও ইতিহাস তৈরি হলো। সর্বসম্মতিক্রমে গতকাল বিলটি পাস হয়। রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিলটি আজ পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উত্থাপন করার কথা রয়েছে। রাজ্যসভায় স্থল সীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বহু প্রতীক্ষিত বিলটি রাজ্যসভায় পাস হওয়ায় দুই দেশের ছিটমহল বিনিময়ের পথ প্রশস্ত হলো। বাংলাদেশের সঙ্গে ভূমি বিনিময়ে ভারতের সংবিধান সংশোধনের এই বিলে ১৮০ সদস্য পক্ষে ভোট দেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি। বিজেপির সংখ্যাগরিষ্ঠ লোকসভায় বিলটি পাস হলে দুর্ভোগের অবসান ঘটবে বলে আশায় আছেন দুই দেশের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা। বাংলাদেশি ছিটমহলগুলোতে জনসংখ্যা রয়েছে প্রায় ১৪ এবং ভারতীয় ছিটমহলগুলোতে জনসংখ্যা রয়েছে প্রায় ৩৭ হাজার।

৬ মে ২০০৮

ঘুষ লেনদেন : তারেক ও বাবরসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা থেকে আসামির নাম প্রত্যাহারের জন্য ২১ কোটি টাকা ঘুষের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-সহকারি পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রূপক কুমার সাহা গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম (এমএম) গোলাম রব্বানীর আদালতে এই চার্জশিট দাখিল করেন। মামলার তিন আসামি বাবর, তারেক ও আবু সুফিয়ানকে শ্যোন এরেস্ট দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেছেন।

দুদকের উপ-সহকারি পরিচালক মো. আবুল কাশেম বাদি হয়ে গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় ৬ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন: লুৎফুজ্জামান বাবর, আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানভীর, সাদাত সোবহান, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও তারেক রহমানের এপিএস মিয়া নুরউদ্দিন অপু। মামলার তদন্তে তারেক রহমান এবং প্রাইম ব্যাংকের পরিচালক কাজী সলিমুল হক কামালের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। ফলে চার্জশিটে তাদের নামও আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সানভীরের নাম বাদ দেয়ার বিনিময়ে ১০০ কোটি টাকা দাবি করেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তার সরকারি বাসভবনে এ নিয়ে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেকসহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন। মূল পরিকল্পনায় তারেক রহমান উপস্থিত থাকার কারণে তাকে আসামি করা হয়েছে এবং ঘুষের ২০ কোটি টাকা কাজী সলিমুল হকের হেফাজতে ছিল বলে তাকেও আসামি করা হয়েছে।

৬ মে ২০০৬

মেয়াদের শেষ প্রান্তে গভীর সংকটে সরকার
মেয়াদের শেষ প্রান্তে এসে সরকারের সমস্যা ও সংকট বাড়ছে। পরিস্থিতি দ্রুত জটিল ও কঠিন হতে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে সমস্যার সংখ্যা। বিরোধী দলের সংস্কার আন্দোলন সরকারকে কাবু করতে না পারলেও বিদ্যুৎ, পানি, দ্রব্যমূল্য ও জ্বালানি তেল নিয়ে সরকার এখন কঠিন সংকটের মুখোমুখি। কানসাটের আন্দোলনের পর শনির আখড়ায় জনবিস্ফোরণ হয়েছে। পর্যবেক্ষক মহল আশংকা করছেন সারাদেশে এ ধরনের আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি সরকারের নীতিনির্ধারকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। ২০০১ সালের অক্টোবরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চারদলীয় জোট ক্ষমতায় আসে। সংবিধানের বিধান অনুযায়ী সংসদের মেয়াদকালই সরকারের মেয়াদ। এ হিসাব অনুযায়ী আগামী ২৮ অক্টোবর অষ্টম সংসদ বিলুপ্ত হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ১৫ দিন জোট সরকার ক্ষমতায় থাকবে। এ হিসাবে জোট সরকার আর ছয় মাস ক্ষমতায় আছে।

৬ মে ২০০২

মেঘনার তলদেশ থেকে ডুবে যাওয়া লঞ্চ এম ভি সালাউদ্দিনকে তোলা হয়েছে। লঞ্চের ভেতরে ২২৮ লাশ। ভাটির দিকে ভেসে গেছে বহু মৃতদেহ।

উদ্ধৃতি:

"পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে দেশ লেবানন-শ্রীলংকার মতো গৃহযুদ্ধের দিকে যেতে পারে।"
-বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া : ৬ মে ১৯৯৮

"‘বিএনপি জাতীয়তাবাদী দল নয়, আওয়ামী লীগই দেশের আসল জাতীয়তাবাদী দল।"
-প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় : ০৬ মে, ২০১৫

সূত্র:
১। উইকিপিডিয়া
২। বিবিসি
৩। দৈনিক ইত্তেফাক
৪। দৈনিক প্রথম আলো
৫। দৈনিক সমকাল

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.