নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৯ মে, ২০০৫
চারুকলায় বর্বরোচিত হামলা
অবরুদ্ধ ভিসি ও প্রক্টরকে কমান্ডো স্টাইলে উদ্ধার ।। সাংবাদিকসহ শতাধিক ছাত্র-ছাত্রী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভিসি ও প্রক্টরকে অবরুদ্ধ করাকে কেন্দ্র করে ছাত্রদল ক্যাডাররা অবরোধকারী ছাত্র-ছাত্রীদের উপর কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে ভিসি ও প্রক্টরকে উদ্ধার করে। ঘন্টাব্যাপী বহিরাগতদের সহযোগিতায় ছাত্রদলের এই নারকীয় হামলায় সাংবাদিকসহ শতাধিক ছাত্র-ছাত্রী আহত ও লাঞ্ছিত হয়েছে। ঘটনার সময় উপস্থিত কয়েকজন শিক্ষক ছাত্র-ছাত্রীদের যে কায়দায় লাঞ্ছনা করা হয় সে দৃশ্য দেখে কেউ কেউ বলে উঠেন, এটাই কি দেশের সর্বোচ্চ বিদ্যাপিট? এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিতে ঘৃণা হয় এবং নিজেকে অপরাধী মনে হচ্ছে। তাদের সামনে প্রিয় ছাত্ররা যে কায়দায় ছাত্রীদের লাঞ্ছনা করে তা স্মারণকালের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে কয়েকজন শিক্ষক অভিমত ব্যক্ত করেন। এই হামলার ঘটনা সমগ্র বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বাম রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে।
২৯ মে, ২০০৫
২৯ মে, ২০০৬
শায়খ বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি দুই বিচারক হত্যা মামলার রায়
ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় দেশব্যাপী আতংক সৃষ্টিকারী ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসির আদেশ হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হল শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ (ফারুক) ও আসাদুল ইসলাম (পলাতক)। এছাড়া সুলতান নামে এক ব্যক্তিকে খালাস দেয়া হয়েছে। গতকাল সোমবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আজিজ আহমেদ জনাকীর্ণ আদালতে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগ আসামিরাই প্রমাণ করেছে। প্রকাশ্য আদালতে তারা বলেছে, এর সঙ্গে তারা যুক্ত ছিল। রায়ে বলা হয়, এই হত্যাকাণ্ড ছিল একটি ধারাবাহিক ষড়যন্ত্র এবং সমগ্র পরিকল্পনার অংশ। আর এর প্রথম টার্গেট হলেন দু’জন বিচারক। তাদের মূল উদ্দেশ্যই ছিল রাষ্ট্রযন্ত্র এবং বিচার বিভাগকে ভীতির মধ্যে রাখা।
২৯ মে, ২০০৭
আরো ৪ সাবেক মন্ত্রীসহ ৮ জন গ্রেফতার
যৌথবাহিনীর সদস্যরা রাজধানী ঢাকাসহ দেশব্যাপী একযোগে সোমবার রাতভর শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির বাসায় তল্লাশী চালায়। ৪র্থ দফা এই তল্লাশীতে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত আরো সাবেক দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, এক মেয়র, এক ব্যবসায়ী, বর্তমান প্রধান বন সংরক্ষক কর্মকর্তা ও এক সিবিএ নেতাসহ মোট ৮ জনকে গ্রেফতার করে। এছাড়া অর্ধ শতাধিক রাজনীতিবিদ, ব্যবসায়ী ও অন্যান্য পেশার লোকজনের বাসায় তল্লাশী হয়েছে। এর আগে যৌথবাহিনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, বিএনপির নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক এমপি পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমকে গ্রেফতার করে। এই নিয়ে যৌথবাহিনী দেশব্যাপী ১৫ ঘণ্টার মধ্যে ৬ মন্ত্রীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।
ত্রিপুরায় মির্জা আজম ও নানক আটক
আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির ধরা পড়লো ভারতের ত্রিপুরার কলমচৌরা থানা এলাকার কলসিমুড়ায়। সোমবার রাতে বিএসএফ সূত্রে খবর পেয়ে এদের আটক করা হয়। মঙ্গলবার সকালে এদের জেরা করেন ত্রিপুরার আইজি ইন্টিলিজেন্স রাকেশ কুমার। কলমচৌরা থানা সূত্রে খবর, গত এক মাস ধরে পশ্চিম ত্রিপুরার কলমচৌরা থানা এলাকার কলসিমুড়ায় হানিফ মিঞার বাড়িতে লুকিয়ে ছিলেন মির্জা আজম ও জাহাঙ্গীর কবির। প্রতিদিন সকালে একটি ছেলেকে সীমান্ত পার করে কুমিল্লার রাজাপাড়ায় পাঠাতেন বাংলাদেশের ইংরাজি দৈনিক পত্রিকা আনতে। ঘটনাটি নজরে পড়ে বিএসএফ জওয়ানদের। তারা ছেলেটিকে সোমবার সকালে আটক করেন। জেরা করতে সে বলে হানিফ মিঞার বাড়িতে দু’জন রয়েছে। তারাই কাগজ আনতে পাঠায়। হানিফ মিঞাকে জেরা করে পাওয়া যায় মির্জা আজম ও জাহাঙ্গীর কবিরকে। সোমবার রাতেই তাদের আটক করে কড়া নিরাপত্তায় আগরতলায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে জেরার পর তাদের আগরতলার বিএসএফ সদর ক্যাম্পের বাংলোয় নজরবন্দি করে রাখা হয়েছে। সূত্রের খবর, ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আটক দুই আওয়ামী লীগ নেতা। এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে দিল্লীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এদের দু’জনকে ভারতে আশ্রয় দেয়া হবে কি-না বা তাতে ভারত-বাংলাদেশ সম্পর্কে কি প্রভাব পড়বে তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।
২৯ মে ২০০১
১০ সহযোগীসহ সাকা চৌধুরী আটক
চট্টগ্রাম শহরে নিজ বাসভবনের সামনে ছাত্রদল নেতা নিহত হওয়ায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিএনপি থেকে বহিষ্কৃত সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পুলিশ একই সঙ্গে তল্লাশি চালিয়ে সাকা চৌধুরীর বাসভবন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। সাংসদের চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বাসার সামনে ছাত্রদল নেতা শহিদুল আলম নিটল গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সূত্র ধরে পুলিশ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় তল্লাশি চালিয়ে তাকেসহ ১১ জনকে আটক করতে সক্ষম হয়। গুরুতর আহত ছাত্রদল কোতোয়ালি থানার সহসভাপতি নিটল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। বিকেল ৫টায় সাকা চৌধুরীকে আটক করে কোতোয়ালি থানায় রাখা হলেও রাত পৌনে ১টায় তাকে হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত হয়। গভীর রাতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, 'জনাব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল গতকাল সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
নিকুঞ্জ বিহারী হত্যা মামলার রায়
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিকুঞ্জ বিহারী নাথ হত্যার দায়ে চার পেশাদার ছিনতাইকারীকে ফাঁসি ও অপর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিকৃষ্ণ বিদারী নিহত হওয়ার ১৬ মাস ১৮ দিনের মাথায় মহানগর দায়রা জজ এ এফ এম আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। আদালত তার রায়ে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেন। আসামিদের মধ্যে মোঃ গাউস মিয়া ওরফে রানা, দীন ইসলাম, শাহিনুর ও রমজান সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে আদালত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দিয়েছেন।
২৯ মে ১৯৮২
জোড়া খুনের দায়ে গালকাটা কামালের ফাঁসির আদেশ
সামরিক আইন আদালত চলতি বততসর জানুয়ারি মাসে অভয়দাস লেনে পূর্ব পরিকল্পিত ও ঠান্ডা মাথায় জোড়া খুনের দায়ে আবুল হাসনাত কামাল ওরফে গালকাটা কামালে দোষী সাব্যস্ত করিয়া ফাঁসী কাষ্ঠে ঝুলাইয়া মৃত্যুদণ্ডের আদেশ দিয়াছেন।
২৯ মে ১৯৭৪
২৯ মে ১৯৭২
বিমান হইতে খাদ্য নিক্ষেপ শুরু করিবে
বাংলাদেশের যে সকল দূরবর্তী এলাকায় খাদ্য সমস্যা দেখা দিয়াছে সেই সকল এলাকায় ঢাকার জাতিসংঘ ত্রাণসংস্থা বিমানযোগে খাদ্যশস্য নিক্ষেপ শুরু করিবে বলিয়া জানা গিয়াছে । দেশের বিভিন্ন এলাকার জটিল খাদ্য পরিস্থিতির প্রেক্ষিতে গভীর উদ্ভেগ প্রকাশ করিয়া আনরও প্রধান মিঃ উমব্রিখট জরুরী ভিত্তিতে বিভিন্ন এলাকায় খাদ্যশস্য পৌঁছানোর জন্য সুইস সরকার ও আই সি আর সি'র নিকট বর্তমানে বাংলাদেশে অস্থানরত ডিসি-৬ বিমানটি ব্যবহারের অনুমতি প্রার্থনা করিলে তাহা মঞ্জুর করা হয়।
২৯ মে ১৯৭১
জনগণকে পাকিস্তান বিরোধীদের দমন করতে হবে
পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটির আহ্বায়ক এবং প্রাদেশিক কাউলিস মুসলিম লীগ প্রধান খাজা খয়েরুদ্দীন বলেছেন যে, পাকিস্তানকে ধ্বংস করার জন্য তৎপর ব্যক্তি, গোষ্টি, শক্তি ও বাহিরাগত শত্রুকে দমন করা আমাদের কর্তবা। এ ব্যাপারে সেনাবাহিনীর চেয়ে আমাদের দায়িত্ব কোন অংশেই কম নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমরা শাস্তি চাই। আমরা চাই আমাদের স্বপ্নের দেশ পাকিস্তান বাধাহীন ভাবেই মাগত উন্নতির পথে এগিয়ে যাবে। আমরা চাই পাকিস্তানে কায়েম হবে ইসলামী সমাজ ব্যবস্থা। তিনি বলেন, এখন থেকে আর কোন দিন যেন দেশে পাকিস্তান ও ইসলাম বিরোধী কোন দল মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সূত্র: দৈনিক সংগ্রাম, ৩০ মে ১৯৭১
উদ্ধৃতি:
"‘জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে এইচ এম এরশাদ সরাসরি জড়িত ছিলেন। এ নিয়ে অনেক তথ্য প্রমাণাদি পেয়েছিলাম। জিয়ার হত্যাকাণ্ডকে পুঁজি করে আরও ১১ মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। এদের মধ্যে অনেকেই জিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে আদৌ জড়িত ছিলেন না।"
-লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম : ২৯ মে ২০০৭
সূত্র:
১। উইকিপিডিয়া
২। বিবিসি
৩। দৈনিক ইত্তেফাক
৪। দৈনিক প্রথম আলো
৫। দৈনিক সমকাল
৮। https://songramernotebook.com/
২৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৯
জোবাইর বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০২৪ দুপুর ১২:১৫
এমজেডএফ বলেছেন: এতদিন তো জানতাম শুধু ছাত্রলীগই মারে! এখন তো দেখছি ক্ষমতায় থাকলে ছাত্রদলের মাইর আরো মারাত্মক।
২৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৭
জোবাইর বলেছেন: রাষ্ট্রক্ষমতা বদলের সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুড়ভিত্তিক ছাত্র সংঘঠনগুলোরও পেশী প্রদর্শনের পালাবদল হয়।
৩| ২৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৪১
কামাল১৮ বলেছেন: ক্ষমতাসীন দল থেকে ছাত্র সংগঠনকে আলাদা করতে হবে।আজকের পোষ্টে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা উঠে এসেছে।
২৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:২০
জোবাইর বলেছেন: ক্ষমতা ও রাজনৈতিক লড়াইয়ে ঠিকে থাকার জন্য রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের প্রয়োজন! তাই সরকারি বা বিরোধী দল কেউ ছাত্র সংগঠনকে আলাদা করতে চাই না।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৩
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: পুরো লেখাটি পড়লাম। আপনার জন্য শুভ কামনা রইল।