নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩১ মে, ২০০৭
বনের টাকা প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গড়াতো
প্রধান বন সংরক্ষক ওসমান গণির দুর্নীতি, অনিয়ম ও কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা একের পর এক বেরিয়ে আসছে। বন সম্পদ ধ্বংস এবং ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বদলি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেয়া কোটি কোটি টাকার ভাগ মন্ত্রণালয় এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছানো হতো। তার দুর্নীতির চেইন অব কমান্ড ছিল খুবই শক্তিশালী। তার চাচাতো শ্যালক আবদুল খালেক ও তার স্ত্রীর একাউন্টে কোটি কোটি টাকাও রয়েছে ওসমান গণির। তাদের নামে একাধিক বাড়িও রয়েছে। বন প্রহরী খালেক ও তার স্ত্রী সুলতানা পারভীন ওসমান গণির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। বন প্রহরী খালেক একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী হলেও ক্ষমতার দাপট প্রধান বন সংরক্ষকের চাইতে কম ছিল না। গতকাল বৃহস্পতিবার বন বিভাগের কয়েক কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেছেন। খালেক তার স্ত্রীসহ কয়েক বস্তা টাকা নিয়ে আত্মগোপনে রয়েছে। মাত্র পৌনে দুই বছরে ওসমান গণি প্রধান বন সংরক্ষকের পদে বসে অর্থ সম্পদের বিশাল ভান্ডার গড়ে তোলায় টাস্কফোর্স ও যৌথ বাহিনীর সদস্যরা রীতিমত বিস্মিত।
খুনের দায়মুক্তি দিতে বাবরের ২০ কোটি টাকার ঘুষ বাণিজ্য
যৌথ বাহিনীর হাতে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হলো গতকাল। জেআইসিতে তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছেন বলে সূত্র জানায়। হাওয়া ভবনকে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে অবৈধ টাকার পাহাড় গড়ার উৎসসমূহ অকপটে জানিয়েছেন তিনি। তিনি বিনা টেন্ডারে পুলিশের অস্ত্র ক্রয়, গাড়ি ক্রয়ের নামে লুটপাট, পুলিশের পোষ্টিং বাণিজ্য, উপঢৌকন গ্রহণ, বিদেশে ব্যাংক একাউন্ট, হত্যা মামলার আসামিদের কাছ থেকে বড় লেনদেনের বিনিময়ে পরিত্রাণ এবং ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা গ্রহণের কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের মুখে বাবর কবুল করেছেন যে, তিনি বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ডে জড়িত বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমের পুত্র শাফায়াত সোবহানের দায়মুক্তির জন্য ২০ কোটি টাকা নেন।
রিমান্ডে অজানা কথা বলেছেন সেলিম
রিমান্ডে থাকা আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম অকপটে স্বীকার করেছেন যে, স্বাস্থ্য মন্ত্রী থাকা অবস্থায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আংশিক কাজ থেকে তিনি ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যানের কাছ থেকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার নিয়েছিলেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের কাছ থেকে প্রতি মাসে নিতেন ৩ লাখ টাকা।
৩১ মে, ২০০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রদলের তাণ্ডব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ বাম ছাত্র সংগঠনের কর্মসূচী চলাকালে বোমা বিস্ফোরিত হওয়ার পর ছাত্রদল ক্যাডাররা কমান্ডো স্টাইলে ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা আত্মরক্ষার জন্য মধুর ক্যান্টিন, কলাভবন, কমার্স ফ্যাকাল্টি ও আইবিএ ভবনে গিয়ে আশ্রয় নেয়। ক্ষণিকের মধ্যে পুরা ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। সাধারণ ছাত্র-ছাত্রীরা দিগি¦দিক হারিয়ে ছোটাছুটি শুরু করে দেয়। ছাত্রদল ক্যাডাররা কলাভবন, মধুর ক্যান্টিন, কমার্স ফ্যাকাল্টি ও আইবিএ ভবনে প্রবেশ করে ছাত্রলীগসহ বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের লাঠিপেটা, কিলঘুষি, ইট দিয়ে আঘাতসহ মারধর করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়। পরে ছাত্রদল ক্যাডাররা হলে হলে তল্লাশী চালিয়ে ছাত্রলীগ ও বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের মারধর করে বের করে দেয়।। তাদের কক্ষ ভাংচুর ও লুটপাট করে বলে নেতা-কর্মীরা জানান। বেলা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ক্যাম্পাসে এ তাণ্ডবলীলা চলে।
৩১ মে, ২০০৬
পাল্টা মামলায় বৈশাখী টিভির পরিচালক বুলু গ্রেফতার, একদিনের রিমান্ডে
বৈশাখী টিভি মিডিয়ার পরিচালক শিল্পপতি এমএনএইচ বুলু মঙ্গলবার আদালতে মন্ত্রী মির্জা আব্বাসসহ বৈশাখী মিডিয়ার দু'জনের বিরুদ্ধে প্রাণনাশের অভিযোগ এনে মামলা করে ফেঁসে গেছেন। আদালতে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে উল্টো বাদী বুলুর বিরুদ্ধে নারী নির্যাতন ও টাকা আত্মসাতের অভিযোগ এনে পর পর দু'টি পাল্টা মামলা দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে বুলুকে। মামলা দায়েরের প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই গুলশানের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
৩১ মে, ২০১৭
ভাসছে চট্টগ্রাম শহর
জোয়ার ও টানা বর্ষণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজটেরও। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে ঢুকেছে পানি। এমনকি হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ ভবনেও পানি ঢুকে পড়েছে।
৩১ মে ২০১৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারজন কর্মকর্তা আলাদাভাবে অনুসন্ধান করেও এসপি মিজানের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাননি। তাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানকে অব্যাহতি দিয়েছে দুদক।
৩১ মে ২০১১
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা হলে কঠোর আন্দোলন: বিরোধী দল বিএনপি;
উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার সুযোগ নেই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা;
গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার হবে: যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন
৩১ মে ১৯৭২
দখলকৃত বাড়িঘর না ছাড়লে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা।
৩১ মে ১৯৭১
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আপোস হবে না
বাংলাদেশের কোনও স্থান থেকে মৌলনা ভাসানি বলেছেন, পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশের “রাজনৈতিক মীমাংসার আশা সম্পূর্ণ অবাস্তব-কিছুতেই হতে পারে না।” তিনি বলেন, “আগে বহুবার এই চেষ্টা হয়েছে, প্রতিবারই সে-চেষ্টা ব্যর্থ হয়েছে। এবারও ব্যর্থ হবে।” তিনি বলেন, সাড়ে সাত কোটি বাঙালি কিছুতেই রাজনৈতিক মীমাংসা মেনে নেবে না। 'মৃত্যু না হয় স্বাধীন বাংলা'- এই হল তাদের শেষ
কথা।
উদ্ধৃতি:
"বাংলাদেশে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর নয়।"
-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা : ৩১ মে ২০১৭
"বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি।"
-প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ৩১ মে ২০১৪
সূত্র:
১। উইকিপিডিয়া
২। বিবিসি
৩। দৈনিক ইত্তেফাক
৪। দৈনিক প্রথম আলো
৫। দৈনিক সমকাল
৮। https://songramernotebook.com/
০১ লা জুন, ২০২৪ দুপুর ১২:২০
জোবাইর বলেছেন: বেশিরভাগ মানুষ ইতিহাসের ভুলে যায় - এ লেখা তাদের স্মৃতিকে নাড়া দেওয়া। তরুন-তরুণীরা এ দেশের রাজনৈতিক ইতিহাস শিখে নেতাদের মুখ থেকে যেখানে সত্যকে মিথ্যার রং দিয়ে নিজেদের অনুকূলে মূল্যায়ন করা হয়। তাই পত্রিকার পাতা থেকে উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরলাম। নতুন প্রজন্ম নিজের বুদ্ধি-বিবেচনা দিয়ে তা মূল্যায়ন করবে।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: এই লেখাগুলো ঐতিহাসিক দলিল হয়ে থাকবে ভাইয়া।