| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাঁধন
মাঝে মাঝে লিখতে ভাল লাগে তাই টুক টাক লিখার চেষ্টা করি।
খুব বেশি কিছু চাই না তোমার কাছে
আমার দিকে তাকিয়ে না হয়
একটু মিষ্টি হাসি দিও,
বাকা চোখের দুষ্ট চাহনি দিয়ে না হয়
একটু ভালবাসার সুখ দিও,
চোখে রাগের আভা ফুটিয়ে না হয়
একটু একটু শাসন করে দিও,
লজ্জায় লালটি হয়ে না হয়
একটু আধটু আদর দিও,
আর এতেই চলে যাবে আমার আজীবন।
যদি পার না হয়
আমার সাথে একটু ঘুরতে বেরিও
আমার হাতটা আলতো করে চেপে ধরে,
তোমার প্রিয় চটপটির
এক চামুচ না হয় আমায় দিও
তোমার হাতে করে আমার মুখে,
আমার চায়ের কাপে চুমুক দিয়ে
তোমার ঠোটের মিষ্টি ভালবাসা
একটু না হয় ঢেলে দিও।
আর এতেই চলে যাবে আমার আজীব।
খুব বেশি কিছু চাইনা তোমার কাছে
শুধু না হয় ভালবাসতে দিও।
©somewhere in net ltd.