| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মিসকল
আমি একটি মিসকল, যেখানে আমি আমার নিজঃস্ব স্বত্তাকে পুরোপুরি নিজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি, তবে সবার দৃষ্টিকোণ এক নয়। মানুষের চিন্তা/ধারনা পরিবেশ, সময়, স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন রকম হতেই পারে! সবাইকে আমন্ত্রন, বিশেষত যারা আমাকে পছন্দ করেন না তাদেরকে।
কোন পর-মানুষের দেয়া বিষের থেকেও
বেশি বিষাক্ত আপন-মানুষের দেয়া ছোট একটা
দাগ। পর মানুষের দেয়া বিষতো সাথে সাথে মৃত্যুর
দিকে ঠেলে দিবে, কিন্তু আপন মানুষের দেয়া
কষ্ট স্লো-পয়জনের মতো, তিলে তিলে
মারবে। প্রথমে মনের মধ্যে ছোট্ট একটা
আঘাত দিবে যে আঘাতের স্থানে আস্তে
আস্তে পচন ধরবে। সে পচনের গভীরতার
সাথে আস্তে আস্তে মৃত্যু ঘটবে আত্মার,
সত্বার আর সম্পর্কটার...
*****************************
তুমি ভাসালে আমায়,
তাই ভাসলাম আমি।
তুমি বলেছিলে যা,
সবই শুনলাম আমি।
তুমি তাকিয়ে ছিলে,
তাই চোখ বুঝলাম আমি।
সেই সব নীল অন্ধকারে,
আজও হাটছি আমি।
তোমায় ভেবে ভেবে আজও,
কাঁদছি আমি, কাঁদছি আমি...
****************************
তোমার হাঁসির মায়া ভুলি নাই,
মনে আছে এখনো,
তোমার চোখের ভাষা ভুলি নাই,
বুঝি কিন্তু এখনো।
তোমার চোখের গভীরতায়,
ডুবে আছি আমি,
এখনো,
এখনো তোমায় ভেবে,
আসে পানি চোখের কোনে,
তোমার দেয়া নীল কষ্ট গুলো,
ব্যাথা দেয় আমায় এখনো।
****************************
আমি কিন্তু এখনো বেঁচে আছি,
বেঁচে আছি নিকোটিনের স্বাদে।
আমি কিন্তু এখনো জেগে আছি,
সেই রাতের বৃষ্টির ফোটায়।
আমি কিন্তু এখনো হাঁসি,
ওই না বলা সত্যের মতো।
আমি কিন্তু এখনো চলি,
সেই পথে, যেখানে একা ছিলাম।
আমি কিন্তু এখনো নিরব,
যেমনটা ছিলাম আগের মতো।
আমি কিন্তু এখনো আলোয়,
ঠিক যেমনটা হয় রাতের আকাশ।
আমি কিন্তু এখনো সেই আমি,
বদলে গেছো? নাকি আছো,
সেই আগের মতোই তুমি?
©somewhere in net ltd.