| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মিসকল
আমি একটি মিসকল, যেখানে আমি আমার নিজঃস্ব স্বত্তাকে পুরোপুরি নিজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি, তবে সবার দৃষ্টিকোণ এক নয়। মানুষের চিন্তা/ধারনা পরিবেশ, সময়, স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন রকম হতেই পারে! সবাইকে আমন্ত্রন, বিশেষত যারা আমাকে পছন্দ করেন না তাদেরকে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে... :'( :'(
৯০এর দশকে জন্ম নেয়া প্রায় প্রতিটা মানুষই জীবনের একটা না একটা সময়ে বাচ্চু'দাকে শুনেছে। আমি ক্যাসেট প্লেয়ারে তার গান শুনতাম ঘুম থেকে উঠার পরপরই বলা যায়, তার গানের কথা গুলো তখন বুঝতাম না সেই থেকেই আমার শৈশব শুরু...
২০০৫/২০০৬ সালে তার "সেই তুমি","বেলা শেষে ফিরে এসে","ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেঁদো না" গান গুলোর মানে বুঝেছিলাম... আমার কৈশরের প্রথম প্রেমে পরা গান গুলো ছিলো এগুলো। রাতের বেলা ওয়াকম্যানে বাজতো, "সেই তারা ভরা রাতে" গান গুলোকে নিজের মনে হতো, মনে হতো আমার জন্যই হয়তো লিখেছিলেন দাদা। তার "রুপালি গিটার" শুনে মাঝে মধ্যে নিজেকে নিজের মাঝেই হারিয়ে ফেলতাম। বাচ্চু'দা কতটা আবেগ মমতায় গান গুলো গেয়েছেন, সেটা শুধু ৯০দশকের না, আগামী প্রজন্মও বুঝবে কোন একদিন। মানুষটার একটা লাইভে জয়েন করার সুযোগ হয়েছিল এই অধমের। দেখেছিলাম কিভাবে তিনি একা দাড়িয়ে থেকে গিটারের যাদুতে কাঁদিয়েছিলেন লাখো মানুষকে, কিছু বুঝে উঠার পর দেখি আমার অজান্তেই আমার চোখেও পানি...
সেদিন বুঝেছি উনি কতবড় ম্যাজিশিয়ান। হ্যামিলনের বাঁশিওয়ালা যেমন এসেছিল তেমনি উনি এসেছিলেন এই বাংলাদেশে। আমরা কেউই চাইনি দাদা, আমরা কেউই চাইনি আপনি আপনার রুপালি গিটারটা ফেলে চলে যান। আমরা চেয়েছি সব ভালো আপনি একা বাসবেন না, একটু ভালোবাসতে তো আমরাও চেয়েছিলাম..
চোখের সামনে কেমন যেন সব আবছা হয়ে আসলো, টের পাইনি নিজের অজান্তেই কাঁদছি। ধন্যবাদ বাচ্চু'দা আমার/আমাদের শৈশব-কৈশর-যৌবনটাকে এভাবে রঙ্গীন করে তোলার জন্য। দোয়া করি যেন আল্লাহ্ পাক আপনার সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত দান করুক... আমীন।
#AyubBachchu #AB #RupaliGuiter #Oct18 #OneYearOfLoosingAGem #RIP #RIPAB #GuiterLegend
©somewhere in net ltd.