নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবুজের পেন্সিলের,, অল্প ভাঙ্গা গল্পগুলো

অাজব জাহাঙ্গীর

ক্ষুদ্র করো না হে প্রভু আমারহৃদয়ের পরিসর,যেন সম ঠাঁই পায়শত্রু-মিত্র-পর।

অাজব জাহাঙ্গীর › বিস্তারিত পোস্টঃ

পেছনে চ্যানেল আইয়ের ক্যামেরা

১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:১৮

বাংগালী শিক্ষিত হল, বাড়ী, গাড়ী হল কিন্তু বাংগালীর ভিক্ষাবৃত্তি করবার স্বভাব টা গেলনা । লালামাটিয়ায় সুরের ধারা স্কুল, বাড়ী, গাড়ী, পেছনে চ্যানেল আইয়ের ক্যামেরা এই শহরের মানুষ ডাকে চুচিল সমাজ সরি সুশিল সমাজ কিন্তু চরিত্র ওই যে ফুটপাতের ফকিরের মত । ঢাকা টু লন্ডন বিমানের টিকিটটাও নিশ্চয় কারও দান । এ হল রেজওয়ানা চৌধুরী বন্যা দের মত কুৎসিত বাংগালী দের চরিত্র । এই উপমহাদেশে যখন বৃটিশরা মুসলমানদের বক্তের হলিখেলায় মেতে হাজার হাজার আলেমকে হত্যা করে এই ভুখন্ড খেকে ইসলামের আলো মুছে দিতে চেয়েছিল তখন মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য প্রথম তৎকালীন ভারৎবর্ষের দেওবন্দ মাদ্রাসা শূরূর মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এই কওমি মাদ্রাসার সুতরাং ভুলে গেলে চলবেনা অমাদের আজকের টিকে থাকায় এই মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি । এমতাবস্থায় এই মহিলা কি করে বলে যে আপনারা মাদ্রাসায় দান না করে অন্য কাজে দান করুন । বরং তিনি উপদেশ দিতে পারেন কি ভাবে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগি করা যায়,, কোরআন হাদিসকে রেখে কিভাবে আরো নতুন নতুন শিক্ষাব্যবস্থা সেখানে যুক্ত করা যায়,,,,,,,কারন তিনি দাবি করেন তিনি একজন শিক্ষিত যদিও কতটা শিক্ষিত প্রশ্ন থেকে যায় যখন এইসব বিদ্দেশপুর্ন কথাবর্তা বলে তেড়ান !!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.