![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদ্র করো না হে প্রভু আমারহৃদয়ের পরিসর,যেন সম ঠাঁই পায়শত্রু-মিত্র-পর।
এক বিপজ্জনক অপ্রিয় সত্য,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
গত বছর যখন ইউরোপের বাজারে ইন্ডিয়ার আম বিষক্রিয়ার জন্য নিষিদ্ধ করা হলো তখন বাংলাদেশে এক অদৃশ্য শক্তির বলে হলুদ সাংবাদিকতার রোশানলে পড়ে কৃষকের ৪০ হাজার টন আম ধংস করা হলো ফরমালিন আছে বলে পরে দেখা গেল ফরমালিন সনাক্তকরন যন্ত্রই ত্রুটিপুর্ন, এই সুযোগে নিষিদ্ধ ভারতীয় আম বাংলার মানুষের জিবন বরবাদ করার জন্য দেশের বাজার সয়লাভ করলো,,অথছ আমার কৃষক বললো আমরা ফরমালিন দিইনা, কিন্তু তাদের কথাকে বাদ দেয়া হলো ভিনদেশের তল্পিবাহকরা,,,এবার আবার শুরু হলো ষড়জন্ত্র কুরবানির পশু নিয়ে, যখন ভারতের মৌলবাদি সরকার বাংলাদেশে গরু রপ্তানী বন্ধ করে দিলো এক অজগুবি কারন দেখিয়ে, তখন বাংলার কৃষক এবারের কুরবানীর জন্য পশু উৎপাদন শুরু করলো দেশের মানুষের চাহিদা মেটানোর জন্য কিন্তু আবার সেই মীরজাফরের দলের ষড়যন্ত্র আবার হলুদ সাংবাদিক ও ভিনদেশের তল্পিবাহক দের অপপ্রচার অমাদের গরুতে নাকি বিষাক্ত মেডিসিন দিয়ে গরু মোটা তাজা করে অথচ পরিক্ষা নিরিক্ষা ছাড়াই তারা কিভাবে এমনটা বলছে কার সার্থে? এরাই রং নাম্বার,,,,,,দেশের কুষকের স্বপ্ন ভঙ্গের ষড়যন্ত্র, এরা কারা? ঐদিকে ভারতের গরুতে বিশ ঢুকিয়ে দিয়ে তা চালান করা হচ্ছে আমার দেশে, এখন কোথায় ভারতীয় মৌলবাদির দল যে ধর্মিয় ব্যপার দেখিয়ে গরু চালান বদ্ধ করা হলো? দেশের মানুষের ভয় পাওয়ার কিছু নেই বাংলার সহজ সরল কৃষক মানুষের ক্ষতি করে বিষাক্ত উপাদান দিয়ে ব্যবসা করেনা, বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার কৃষক দুর্নিতি করেনা, করে শিক্ষিত নামের অশিক্ষিতরা,,,,,,,,আসুন মিরজাফরের দলকে রুখে দিই, তাদের মুল উৎপাটন করি বাংলার জমিন থেকে
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
আজিজার বলেছেন: কে দেখবে আর কে সমাধান করবে?????
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
nirjoyণ বলেছেন: খুব প্রয়োজন একটা চাকরি,,,, যাতে করে আমার
পরিবারের সবার মুখে দুবেলা ভাত তুলে দিতে
পারি, এবং পড়ালেখা চালিয়ে যেতে পারি,,,, আমি খুব
খুব গরিব ঘরের ছেলে,,, মা অসুস্ত, কিন্তু টাকার
জন্য ডাক্তার তো দুরের কথা দোকান থেকে
ঔষদ ও কিনে খাববেতে পারছি না,,, টাকার জন্য,,,
আমার ছোট ভাইটা এইবার jsc xm দিবে কিন্তু টাকার
জন্য এখনও ফরম পিলাফ হয়নি,,, আমি কি করবো,,,
এইজে এখন খাবার নেই তাই না খেয়ে শুয়ে
আছি,,,,,,,,,,,,,,,,, ফেইস বুক চালাই কাকার মোবাইল
দিয়ে,,,, উনি যা পারেন সাহায্যে করেন কিন্তু উনি
তেমন বড়ো লোক না,,,, তাই চাকরি দরকার,,,
তাহলে আমার পড়ালেখা বনধ হয়ে যাবে আর না
খেয়ে মরবো,,,,
ssc, hsc,,, and now BBS পড়তেছি,,,, sub:::
accounting,,,, ,
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
ভিটামিন সি বলেছেন: nirjoyণ আপনাকে বলছি, আপনি আপনার এলাকায় ছাত্র পড়ান না কেন? গ্রামে কিংবা মফস্বলে একজন ভালো প্রাইভেট টিচারের মূল্য এখন অনেক বেশী। আপনি যদি ৫ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত সময় করে ১০জন ছেলে মেয়েকে পড়ান তাহলে আপনার পরিবারের এই আর্থিক অসচ্ছলতা দুর হবে। আপনি সিএনজি চালান ভাড়ায় নিয়ে। ভালো আয় হবে। মানুষের বিশ্বাসকে মুল্য দিবেন, তাহলেই মানুষের ভালোবাসা বা সাহায্য পাবেন।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
বাংলার জামিনদার বলেছেন: একমত, এখন ওদের জজবা উঠেনা। বালের গরু লইয়া যাক তাদের দেশে।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
রাজাকার হিন্দুদের বিচার চাই বলেছেন: ভাই ঠিক বলেছেন।