![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদ্র করো না হে প্রভু আমারহৃদয়ের পরিসর,যেন সম ঠাঁই পায়শত্রু-মিত্র-পর।
লাঞ্চিত নিপিড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়--
জয় মানবতা সাম্যের জয়------------
বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, তোমার মৃত্যুতে পুরো বিশ্ব গভীর মর্মাহত, ব্যথিত, তোমাকে লাল সালাম-- তিনি রেখে গেলেন একটি দেশ, যে দেশে আছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষিত'র হার ৯৯.৮%,গড় আয়ু ৭৯.১, যে দেশে ক্যাস্ট্রোর নামে কোনও রাস্তা নেই, কোনও মূর্তি নেই। তার জিবন থেকে আমাদের রাজনীতি বিদদের শেখার অনেক কিছু আছে।আ---জ---ব,
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
অাজব জাহাঙ্গীর বলেছেন: দারুন বলেছেন ---চাঁদগাজী--- অামার শেখার নেই, তবে আমাদের রাজনীতিবিদদের শেখার আছে। দারুন একটা ভুল ধরিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জ্ঞানীদের দৃস্টিভঙ্গি ভিন্নতর হয়। যেমন আপনি সু্ক্ষ ব্যপারটা ধরে ফেলেছেন, যেটা আমার ভাবনায় আসেনি আপনার ভাবনায় ঠিকই ধরা পড়েছে। আবারো ধন্যবাদ।
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
খায়রুল আহসান বলেছেন: যে দেশে ক্যাস্ট্রোর নামে কোনও রাস্তা নেই, কোনও মূর্তি নেই -- এ দেশে তা অকল্পনীয়।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: শিখবে এই আশায় কীর্তন কর
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
" তার জিবন থেকে আমাদের রাজনীতি বিদদের শেখার অনেক কিছু আছে।আ---জ---ব, "
-শেখার দায়িত্ব রাজনীতিবিদদের, আপনার কিছু শেখার দরকার নেই; দাসত্ব ভাবনার মাঝেই নীরবে কাজ করে।