নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com । আমন্ত্রণ রইল। সারাটাদিন অনেক কারণে বাধ্য হয়ে আর্টিফিশিয়াল সুশীল ভড়ং ধরে রাখতে হয়। ব্লগে আসি তাই হাঁফ ছাড়তে। এভাবেই তাই ব্লগটা এখন নেশা। দরকার হলে উচিৎ কথা বলে আজীবনের জন্য ব্যন হয়ে যাবো, কিন্তু কখনও সুশীল ভাব নিতে চাই না। বাস্তবে যেই দোষে মানুষকে বলি, "সবারই নৈতিক ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত।" ব্লগে এসে সেই ব্যক্তিকে সেই দোষেই বলতে চাই, "আইজকা তোরে খাইছি। তুই কত বড় হ্যাডম আইজকা দেখুম!" এমনটা ভাবার কারণ নাই যে, মনিটরের ভিতরেই শুধু গলাবাজী করি। সবখানেই আমি প্রতিবাদী চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমরা আসলে স্বপ্নে না সমাজে বাস করি, তাই সবখানে আর পেরে উঠি না। আমার শাস্তি যে অনেকের কষ্ট। কিন্তু যখনই সুযোগ পাই ফুঁসে উঠি, ফুঁসে উঠতে চাই। একদিন ঠিক দাঁড়িয়ে যাবো সবার মাথার উপর, তখন আর কেউ আটকাতে পারবে না। (আমার অনুমতি ছাড়া আমার কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ)
কম দামে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই। আপনাদের পরামর্শ দরকার।
দামী গাড়ি নিয়ে অনেক কিছু জানি। গাড়ির রেইস নিয়েও আমার অনেক আগ্রহ। কিন্তু বাংলাদেশের রাস্তায় যখন চালানোর কথা ভাবি, একমাত্র ট্রাক ছাড়া আমি আর কিছুতেই ভরসা করি না। এরপরও গাড়ি একটা নিতে হবে। বহু চেষ্টার পর বাসায় অবশেষে গাড়ির ব্যাপারে রাজি হয়েছে। কিন্তু বাজেট খুবই কম। মাত্র ১০ লাখ। নতুন গাড়িতে যেহেতু সিএনজি কনভার্শনের পারমিশন পাওয়া যাচ্ছে না, তাই সেকেন্ড হ্যান্ড গাড়িই ভরসা।
১) গাড়ি কেনার সময় ঠিক আছে নাকি ভাল কী করে বুঝব? ড্রাইভারগুলা কতটুকু ভাল বুঝে? পাইলট আর এরোনটিকাল ইঞ্জিনিয়ার এক হল নাকি? তাহলে উপায়? গাড়ি কেনার সময় কী কী দেখব?
২) সেকেন্ড গাড়ি কিনতে যেয়ে কেউ বিড়ম্বনার শিকার হয়েছেন কী? আগাম সতর্ক করলে কৃতজ্ঞ থাকব।
আমি কার হাট আর পরিচিত লোকদের মাঝে খুঁজে কয়েকটা গাড়ির মডেল পেয়েছি। সাথে সম্ভাব্য দামও দিয়ে দিচ্ছি। আপনাদের পরামর্শ খুবই দরকার।
আমার বাসার সামনে বেশ পানি জমে (আগে জমত না। এই এলাকা যথেষ্ট উঁচু। কিন্তু ড্রেইনেজ সিস্টেম ভেঙ্গে পড়ায় পানি জমে থাকে)। রাস্তা ঘাটও ভাঙা (বানানো হয়েছে ১ বছর হবে)। সুতরাং পলকা গাড়ি নিলে হবে না।
এমন গাড়ি সবচেয়ে পছন্দ যেটা গ্যাস/তেল সবচেয়ে কম খায়।
Toyota AC Limited
Model 94, Registration 99, cc- 1500, S13
Probox
Model 03, Registration 07, cc- 1500 Price= 885,000
Starlet
Model 96, Registration 02, cc 1300, Price = 686,000
Pro Gl
Model 2004, Registration 2008, cc 1500, Price= 990,000
XE Saloon Corolla
Model 96, Registration 2002, cc 1500, Price = 825,000
Carina II
Model 96, Registration 01, cc 1500, Price = 895,000
T. Corsa
Model 98, Registration 2002, cc 1331, Price 710,000
ULX
T-Succeed
Model 2003, Registration 2006, cc 1500, Price 930,000
৩) এগুলার মাঝে কোনটা ভাল হবে? কোনটার পার্টস এভেইলেবল? টয়োটা নিয়ে আমার কোন অবসেশন নাই। কিন্তু এর মডেল গুলাই বেশি নেয়া হয়েছে কারণ আমি শুনেছি টয়োটার পার্টস সবখানে খুব এভেইলেবল।
৪) আপনার পরিচিত কারও ভাল গাড়ি বিক্রি করার জন্য থাকলে জানাতে পারেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫১
আকাশ_পাগলা বলেছেন: ৭ লাখে ব্র্যান্ড নিউ গাড়ি দেখছি আমি।
চেরি। চাইনিজ, কিন্তু ভাল কথাই শুনছি।
ব্যাপার হল, নতুন গাড়ি নাকি ৫০০০ কিমি না চালালে সিএনজি তে কনভার্ট করতে দেয় না !!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৪
ইসটুপিড বলেছেন: লেখা দুইবার এসেছে।
আমি সবসময় প্রেফার করি করোলা। পার্টস সবখানে পাবেন, রিসেল ভ্যালু অন্য যেকোন গাড়ির চেয়ে বেশি পাবেন, আর কমফোর্ট অন্যান্য যেকোনটার চেয়ে বেশি। আর মডেল যত পুরান হবে, গাড়ি তত পোক্ত পাবেন, বাংলাদেশের পথঘাটের জন্য পরীক্ষিত। প্রোবক্স (এর আরেকটা মডেল হচ্ছে সাকসিড) ভুলেও না।
ইন্জিনের সিসি যত কম হবে, তেল কম্পারেটিভলি কম খাবে। এর আরেকটা লাভ আছে, আপনার রোড পারমিটের জন্য বছরওয়ারী ট্যাক্সও কম দিতে হবে। আবার কম সিসির মধ্যে বেশি ভারি চেসিসওয়ালা গাড়ি হলে আবার লাস্টিং করবে কম, ইন্জিনে প্রেশার পড়ে বেশি সেক্ষেত্রে।
ক্যারিনা/কোরসাও মন্দ না। তবে যতদূর জানি এগুলার এবং স্টারলেটের প্রোডাকশন বন্ধ অনেকদিন, পার্টস পেতে সামাণ্য সমস্যা হতে পারে হয়তো।
আর গাড়ি কিনার জন্য কোন পরিচিত ড্রাইভার না নিয়ে পরিচিত এক্সপার্ট কোন আত্মীয় বা বন্ধু বান্ধব নিয়ে যান, ফল হাতে নাতে টের পাবেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২০
আকাশ_পাগলা বলেছেন: এক্সপার্ট পরিচিত নাই রে ভাই।
এইটাই ত সমস্যা ।
এজন্যেই ভাবতেছি যে ড্রাইভার ত দেখবেই, সাথে সাথে আমি কী দেখব !!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটু আগে আরেকজন বলল প্রোবক্স এর বডি নাকি রিকশায় বাড়ি খেলেও ভচকায়া যায় !!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৯
আবিরে রাঙ্গানো বলেছেন: আমি ৫ লাখ টাকা বাজেট নিয়ে গ্যালারীতে বসলাম। আপনারাই আমার ভরসা। পোস্ট প্রিয়তে।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২১
আকাশ_পাগলা বলেছেন: চেরি দেখতে পারেন। শো রুম থেকে ৭ লাখ দেখছি।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৯
১১স্টার বলেছেন: টয়োটা এ্যাভেঞ্জা ১.৩ কিনলাম ১ মাস হলো ভালোই তবে ১.৫ আরো ভালো।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২২
আকাশ_পাগলা বলেছেন: ১.৩ কী? ১.৫ কী?
কত দিয়ে কিনলেন?
কী কী দেখে কিনলেন?
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১০
আরজু পনি বলেছেন: আমার গাড়ি সম্বন্ধে একটু আগ্রহ আছে, যদি ও বুঝি না তেমন কিছুই
আপনি ট্রাকের কথা বলাতে নিশান ক্যারিবয়ের কথা মনে পরে গেল...ঠিকই আমাদের এইসব চমৎকার!!!! রাস্তার জন্য ট্রাকই ঠিক আছে
পুরনো চাল ভাতে বাড়ে ঠিক, তবে পুরনো গাড়ি মজবুত হলেও দুই দিন পর পর যদি গ্যারেজে পাঠাতে হয় (পার্টস যতোই এভেইলেবল হোক না কেন) তখন কিন্তু আর ভালো লাগবে না। ১৫০০সিসির উপরে যাওয়াই ভালো।...
তবে আপনি মনে হচ্ছে খুব অল্প সময়ের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন....কি ২ বছরের জন্য???
সিএনজি-র যে জ্বালা! ....টাইমের মধ্যে গ্যাস ভরা......দুনিয়ার লম্বা সিরিয়াল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা....
সিদ্ধান্ত আপনার............যাই কিনেন জানাইয়েন কিন্তু......
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩১
আকাশ_পাগলা বলেছেন: সিএনজি আমি না, ড্রাইভার ভরবে।
এখন ওদের যেই টাকা দেয়া লাগে !!!! একটু কষ্ট করুক। গাড়ির পিছনেই ত !!
নাহ অল্প সময়ের জন্য প্ল্যান নাই। টিকলে টিকেই থাকুক। সামনে কী অবস্থা পড়ে কে জানে !!
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৫
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
এখনকার টয়োটা করলা গুলার নতুন গুলার দাম কত ????
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩১
আকাশ_পাগলা বলেছেন: এক্স করোলা ২৭ লাখ।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২০
প্রজন্ম৮৬ বলেছেন: হোন্ডা এ্যাকর্ড বা হোন্ডা ভিগর পেয়েছেন? একটু খোজ নিয়ে দেখলে লস হবে না!
এই লিস্টের এক্সই সেলুনটা হাইলি সাজেস্ট করা যায়। সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য হোন্ডার ঐ ২টো অথবা এক্সই সেলুনই আমার কাছে সেরা মনে হয়।
শুভকামনা রইলো!
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৯
আকাশ_পাগলা বলেছেন: ওককে। এক্স ই সেলুনটা মাথায় রাখব।
থ্যাংক্স।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৩
জিসসান বলেছেন: সেকেন্ড হ্যান্ড যেহেতু কিনছেন তাই টয়োটা ছাড়া অন্য কিছুর কথা ভুলেও চিন্তা করবেন না যেমনঃ হোন্ডা বা নিশান।
আর বাজেট যেহেতু দশ লাখ টাকা তাই ভালো গাড়ি পাবেন। তবে গাড়ি কেনার আগে অবশ্যই কোন মিস্ত্রীকে সাথে নিয়ে যাবেন। আর যদি মিস্ত্রী পরিচিত না থাকে তাহলে চেষ্ঠা করুন আপনার অন্য কারো পরিচিত মিস্ত্রী নিয়ে যেতে, কারন ১টা মিস্ত্রী যা বুঝবে আপনি তার ১০ ভাগ ও বুঝবেন না।
আপনি ৪*৮০ থেকে ৬ লাখ টাকায় টয়োটা ১০০ পাবেন। এ গাড়ি রেগুলার ব্যাবহারের জন্য বেশ উপযুক্ত।
এস-ই ভিন্টেজ পাবেন ৬-৭*৫০ লাখ টাকায়। এটিও বেশ ভালো।
ষ্টারলেট আর প্রোবক্স এড়িয়ে যাওয়াটাই ভালো।
আর ৮-১০ লাখ টাকায় পাবেন টয়োটা ফিল্ডার। এটা আপনার বাজেটের জন্য বেষ্ট।
তবে যেটাই করুন আগে ড্রাইভার ঠিক রেখে নেবেন।
বেষ্ট অফ লাক।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫১
আকাশ_পাগলা বলেছেন: ফিল্ডার আর এক্স করোলার মধ্যে কোনটা ভাল হবে?
ফিল্ডার কোথায় পেতে পারি?
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০০
আকাশ_পাগলা বলেছেন: টয়োটা ১১০ জি ক্যামন হবে?
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৭
জিসসান বলেছেন: বলতে ভুলে গেছি কোন ড্রাইভারের কথায় বা তার পছন্দে গাড়ি কিনবেন না।
কারন এতে তার ব্যাপক লাভ। কিছুদিন পর পর এটা নষ্ট ওটা নষ্ট এগুলোর নাম করে গাড়ি মেকানিকের কাছে নিবে এবং খরচের হাফ তার নিজের পকেটে ঢোকাবে।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫২
আকাশ_পাগলা বলেছেন: ভাল একটা কথা বলসেন ভাই।
পুরা থ্যানক্স।
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৪
ফয়সাল তূর্য বলেছেন: ফিল্ডার নেয়ার ট্রাই মারেন, গাড়িটা আমার দারুন লাগে, চালাতে খুব মজা!!
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৩
আকাশ_পাগলা বলেছেন: ওক্কে।
সম্ভবত ড্রাইভারই চালাবে।
চালানোর মজার চেয়ে চলার মজাটা নিয়ে ভাবতেছি !!
উচা নিচা রাস্তায় আটকে না গেলেই হয় !!
থ্যাংক্স কমেন্টের জন্য।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৮
গ্রামের মানুষ বলেছেন: এই খানে ক্লিকান, বহুত ফায়দা হইবো
উপকারে লাগলে জানাইয়েন। আলুচনা কন্টিনিউ রাখেন, হক্কলের উপকার হইবো।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৪
আকাশ_পাগলা বলেছেন: ভাল আইডিয়া দিছেন।
তবে ক্লিকবিডি তে আমার ঢুকতে মঞ্চায় না। ১ কোটি বছর পার হয়ে যায়, সাইট আর আসে না !!!
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৭
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ভাই নিজে গাড়িতে সিএনজি ভড়লে গাড়ি যে কয়দিন চলে গ্যাস আনতে ড্রাইভার পাঠাইলে তার অর্ধেক দিনও যায় না। সমস্যা এটাই। কিন্তু কয়বার আর নিজে যাওয়া যায় বলেন?
১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০০
আকাশ_পাগলা বলেছেন: আচ্ছা, টয়োটা এসই সেলুন আর এক্সই সেলুন এর পার্থক্যটা কী?
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১০
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: Probox gl 1500 cc ভালো না ক্যানো?
১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৭
আকাশ_পাগলা বলেছেন: কারণ এটার বডি খুবই পলকা।
রিকশার বাড়ি খেলেও নাকি ভসকায়া যায়।
হাইওয়েতে চালানোর মত গাড়ি, গলির ভিতর বাড়ি খাইলে শ্যাষ।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১১
আরজু পনি বলেছেন:
ফিল্ডার পাবেন......
শাহজাদপুর-এ বেশ কয়েকটা শো রুম আছে,
সাত মসজিদ রোডে অটো স্টার,
শান্তি নগর-এ কার হাউস-এ....
আমার জানার মধ্যে বললাম...
ভালো থাকবেন...শুভ কামনা রইল
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৬
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: Probox gl 1500 cc ভালো না ক্যানো? Please Explain
1. Parts Available
2. low Fuel Consumption
3. Body is good like x corolla or other
4. abs braking system and low maintainence cost.
5. Rear seat is with comfort package.
other :
x corolla
1. Fuel Injector problem
2. Ac problem (Cooling)
3. Engine noise rises after 1. years
4. problem arises with pickup speed.
probox gl pow: 109hp as same as fielder , x corolla,allion
please tell what is wrong with probox as it has only less comfort rear seat?????
১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৮
আকাশ_পাগলা বলেছেন: দেখতে খারাপ লাগে না।
একটা ভাবও আছে।
আমাকে বাকিরা যা বলল, তা হল
এটার বডি খুবই পলকা।
রিকশার বাড়ি খেলেও নাকি ভসকায়া যায়।
হাইওয়েতে চালানোর মত গাড়ি, গলির ভিতর বাড়ি খাইলে শ্যাষ।
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪৫
ফয়সাল তূর্য বলেছেন:
@দীপঙ্কর_আলোসন্দিপঃ প্রোবক্সের ইঞ্জিন ভালো হলেও এটা মোটেই কোন আরামদায়ক গাড়ি নয়, সিটগুলা ভয়ানক, লোকাল বাসের সিটের মত!! আর বডিও একদমই পলকা!! রিসেইল ভ্যালুও কম।
সাকসিডের ক্ষেত্রেও একই কথা, তবের এর বডি একটু ভাল।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৭
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: কিনতু আমার টা শো রুম থেকে Rear seat modified like (x corolla 2004) . ২০০৬ মডেলের seat ত modified হোয়েই আসে। মানে আমি কেনার সময় দেখছিলাম
১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৩
আকাশ_পাগলা বলেছেন: সিট যে খারাপ ছিল আগে -- সেটাই ত জানতাম না।
আমি শুধু বডির কথা জানতাম।
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৪
ফয়সাল তূর্য বলেছেন: সিট মোডিফাইড করা থাকলে ভাল, আরামে বসা যাবে।
তবে বডি কিন্তু আসলেই খুব পলকা, নিশ্চয়ই জানেন আপনি!!
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৬
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: হমম
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৪
আকাশ_পাগলা বলেছেন: আচ্ছা, এসই সেলুন আর এক্স ই সেলুনের পার্থক্যটা আমাকে বলতে পারবেন কেউ?
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৮
ফয়সাল তূর্য বলেছেন: এক্সই সেলুন এসই সেলুনের আগের মডেল।
ইঞ্জিনে কিছু পার্থক্য আছে।
আর সব এক্স ই সেলুন অরিজিনালি অটোগিয়ার না, কিন্তু সব এসই সেলুন অটোগিয়ার, আমি যতদুর জানি।
এর বেশি কিছু পার্থক্য আছে কিনা জানা নেই আমার।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৯
আকাশ_পাগলা বলেছেন: এস ই সেলুন দেখতে যাচ্ছি।
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৫
মনুমনু বলেছেন: টয়োটা ইডি, আমার পছন্দ,৪-৫ লাখের মধ্যে পাবেন আশা করি। ১৮০০ সিসি। একটু নিচু গাড়ি।
টয়োটা র্যাম -বিউটিফুল কার। দাম সীমার মাঝেই।
নোহা পুরোনো মডেলটি মজবুত।
কেরিনা ,মার্ক২ ,র্যাম এ ভিতরে প্রচুর যায়গা,
আমার প্রেফার- র্যাম, ইডি
একটা ফোন নম্বর দিতে পারি , যদি চান, উনি এ বিষয়ে গত ৮ বছর কাজ করছেন। ০১৭১৫০১৯২২৩। বলবেন ইন্জিনিয়ার রাশেদ ভাই নাম্বার দিয়েছে।
অথবা ,০১৭৪০৯৪১২৯৪। উনারা উভয়ে গাড়ি এবং পার্টস এর কারবারের সাথে দক্ষতার সাথে আছেন,খুশি মনেই আপনাকে পরামর্শ দিবেন আশ করি।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২২
আকাশ_পাগলা বলেছেন: ওক্কে ভাই।
অনেক অনেক অনেক ধন্যবাদ।
উনাদের ব্যাপারে আরেকটু বললে ভাল হত।
মানে, শুধু ফোনে উনাদের পরামর্শ শুনলেই ত হবে না, উনাদের কোথায় পাবো বা উনারা কিসে কাজ করেন জানালে ভাল হত।
উনারা যদি কোন গ্যারেজে কাজ করেন, তাহলে হয়ত সেখানে গেলাম। অথবা মেকানিক বা ড্রাইভার না হয়ে গাড়ি নিয়ে আগ্রহী অন্য কেউ হলে তাকে হুট করে জিজ্ঞাসা যদি করি যে উনি কোন গ্যারেজে আছেন, তাহলে মাইন্ডও করতে পারেন। তাইনা?
২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১০
মৃতস্বর বলেছেন: অফিসের পাশে পার্কিং এর সুযোগ থাকলে নিজের জন্য একটা কেনার কথা চিন্তা করতাম। তবে পোস্টটা প্রিয়তে রাখছি-যদি কখনো কাজে লাগে...
২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২৩
জিসসান বলেছেন: এখানে দেখতে পারেন
এক্স করলা আর ফিল্ডারের মধ্যে বেটার হলো এক্স-করোলা।
কিন্তু এক্স করোলা কিনতে হলে আপনাকে বাজেট বাড়াতে হবে।
আর গাড়ি যেটাই কিনেন চেষ্ঠা করবেন ৯ লাখ এর মধ্য কিনতে। কারন গাড়ি কেনার পরেও কিন্তু ভাই কাজ আছে আরো।
যেমন গাড়ির নাম ট্রান্সফার করতে যাবে ১৫-১৬ হাজার টাকা। আবার আগামী বছর কাগজপত্র ঠিকঠাক করাতে যাবে ১৫-১৬ হাজার টাকা।
এছাড়া টুকিটাকি কাজ গাড়িতে মাঝে মাঝে করানো লাগে, তাই হাতে কিছু টাকা রেখে দেয়াটা ভালো।
বিজয় শরনীর মোড়ে কিছু গাড়ির শো-রুম আছে যারা রি-কন্ডিশন/সেকেন্ডহ্যান্ড গাড়ি বিক্রি করে, একবার ঢূ মেরে আসতে পারেন,।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২২
আকাশ_পাগলা বলেছেন: এস ই সেলুন দেখতে যাচ্ছি।
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৪
ফয়সাল তূর্য বলেছেন: জিসসান ভাই আপনার মেইল আইডিটা চাইছিলাম আপনার পোস্টে!!
২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৭
saifulchowdury বলেছেন: ভাই কাতার চলে আসেন । এখানে গাড়ির দাম অনেক কম। আমি একটা Cathelladic আছে ২০০৭ মডেল। কিনছি মাত্র ৭০০০০ রিয়াল দিয়ে। toyota r যেকোনো ইউসড (২০০৪-২০০৭) কার মাত্র ১৫০০০-৩০০০০ রিয়ালের ভিতর পাবেন।
আর কাতারে অকটেন আর দাম কত জানেন। ০.৬৫ রিয়াল।
****১ কাতারি রিয়াল = ২০.৩৫ বাংলাদেশী টাকা
১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৩
আকাশ_পাগলা বলেছেন: নিয়া যান ভাই।
আমি ত রাজিই।
২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
তিক্তভাষী বলেছেন: saifulchowdury বলেছেন: ভাই কাতার চলে আসেন।
গাড়ি দরকার সবারই। কিন্তু কাতারে কাতারে তো আর কাতার যাওয়া যাবে না, অন্য কাতারি বুদ্ধি থাকলে দেন।
২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৯
আকাশ_পাগলা বলেছেন: এস ই সেলুন , সিরিয়াল ১৫।
দাম চায় ৯ লাখ ২০ হাজার।
দাম কী কম নাকি বেশি ??
২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৪
ফয়সাল তূর্য বলেছেন: অনেক বেশি চাইছে!!
এই গাড়ি ১৭ সিরিয়ালের আমার ফ্রেন্ড কিনছে ৪-৫ মাস আগে ৬ লাখ ৭০ দিয়ে।
যদিও ওর গাড়ির কন্ডিশন একটু খারাপ ছিল, একবার মাইর খাওয়া।
আপনারটার কন্ডিশন কেমন??
১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০২
আকাশ_পাগলা বলেছেন: এটার কন্ডিশন বেশ ভালো। প্রায় নতুন নতুন লাগে। এক মেজর চালায়।এটা ১৫০০ সিসি।
আরেকটা সেলুন দেখছিলাম ১৩৩১ সিসি। ওটা ৭ লাখ বলে।
বুঝতেছিনা।
অকে, তাহলে আরও খুঁজি।
৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৯
johanbd বলেছেন: নোহা এর দাম কতো হতে পারে? পুরানো বা রি-কন্ডিশন? আইদিয়া আছে?
৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩৮
johanbd বলেছেন: কোন গাড়ীটা কিনলেন, জানাবেন
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৩
আকাশ_পাগলা বলেছেন: নিশ্চয়ই।
মিষ্টির ছবি দিয়ে ব্লগের আকাশ বাতাস ভরায়া দিব ভাই। ইচ্ছা আছে এই সপ্তাহতেই সব ফাইনাল করে কিনে ফেলব।
দুয়া করবেন।
৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
জিসসান বলেছেন: অনেক বেশি চেয়েছে দাম!!
আপনি সেল্বাজারে একটু ঘাটাঘাটি করেন তাহলেই দাম সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন।
৯,২০,০০০ দিয়ে তো রাভ ৪ পুরান মডেল টাই কেনা যাবে ওটা কেন কিনবেন
১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০২
আকাশ_পাগলা বলেছেন: রাভ ৪ পুরান মডেলটা কী?
সেলবাজারেই ত ৯ ২০ ০০০ টাকা দিয়ে এটা পেলাম !! আরও খুঁজতেছি। এক্স এ সেলুন পাই, এস ই লিমিটেড পাই, কিন্তু এস ই সেলুন পাচ্ছিনা।
তবে আপনি ঠিকই বলেছেন। বহু বেশি দাম চেয়েছে। তবে এসই সেলুন মাত্র একটা পেলাম, কালকে দেখব। ৮ লাখ চেয়েছে, বলেছে কমানো যাবে।
আপনারা আছেন বলে ভরসা লাগে
৩৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৩
জিসসান বলেছেন: এস ই সেলুন এর ইঞ্জিন বেশ ভালো, বডিও খুব ষ্ট্রং। যে কারনে এটা বেশির ভাগ মানুষ সমস্যায় না পড়লে বিক্রী করতে চায়না। কারন সবাই তো আর সৌখিন না যে ২/১ বছর পর পর গাড়ির মডেল চেঞ্জ করবে।
যেটা ৮ লাখ চেয়েছে সেটা ভালোভাবে চালিয়ে দেখবেন। গাড়ির কাগজপত্র চেক করবেন। কাগজের সাথে ইঞ্জিন নম্বর,চেসিস নম্বর মিল আছে কিনা দেখে নেবেন। যদি পছন্দ হয়ে যায় তাহলে চেষ্ঠা করবেন ৭,২৫ এর মধ্যে রাখতে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:০৭
আকাশ_পাগলা বলেছেন: নাম্বার মিলানোর ব্যাপারটা মনেই আসে নাই।ভাল কথা বলছেন।
লক্ষ লক্ষ থ্যাংক্স।
৩৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩১
ফেরারী... বলেছেন: আমিতো ৫-৬লাখে টয়োটা এই এস টি খুজতেছিলাম গাড়িটা ছোট হইলেও ব্যাপক পছন্দের কিন্তু আর কেনা বুঝি হইলোনা
গ্রামের মানুষ বলেছেন:
পোষ্ট পইরা হতাশ হইলাম। ৫/৬ লাখ টাকা বাজেট করছিলাম মনে মনে! এখন তো মনে হইতাছে গাড়ী আমার কপালে নাই
যাক, পোষ্ট প্রিয়তে রেখে গ্যালারীতে বসিলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:১৩
আকাশ_পাগলা বলেছেন: আমার ক্যান যেন সেডান টাইপ গুলাই খুব ভাল্লাগে।
৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৭
রাজীব বলেছেন: Toyota AC Limited
Model 94, Registration 99, cc- 1500, S13
এস ই লিমিটেড
ভালো হবে।
ইই ১০০ হলে দাম ৫ লাখ
ইই ১১০ হলে ৭ এর কিছু কম
আমার মনে হয় ১০০ কেনাই ভালো কম দামে শক্ত -সামর্থ গাড়ি হবে
অবশ্যই ১৫০০ সিসি কিনবেন, ১৩০০ নয়।
১৫০০ -এর কম হলে ভালো সার্ভিস দিতে পারে না।
আবার ১৫০০ -এর বেশী হলে তেল/গ্যাস বেশী খায়।
হোন্ডা বা নিশানকে ভয় পাবার কিছু নেই
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:১৪
আকাশ_পাগলা বলেছেন: এস ই লিমিটেড এর চেহারা আদিম আদিম লাগল ভাই।
তবে ইঞ্জিনের ব্যাপারটা ঠিকই বলছেন। আমাকে আরও কয়েকজন এই পরামর্শ দিলো।
৩৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪০
রাজীব বলেছেন: আমি নিজে ১টি হোন্ডা একর্ড ও ১টি নিশান সানি ব্যবহার করি।
খুব ভালো সার্ভিস দেয়।
৬-৭ লাখের মাধ্যে ২০০৩-২০০৪ মডেলের নিশান / হোন্ডা পাওয়া যায়।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:১৫
আকাশ_পাগলা বলেছেন: ভাল সার্ভিস দেয় আমিও জানি ভাই।
টয়োটা নিয়ে আমার তেমন কোন আগ্রহ নাই।
কিন্তু আমি যত গ্যারেজ দেখছি যত মেকানিক আমাকে বলল, এদের কাছে শুধু টয়োটার জন্য পার্টস আর এরা টয়োটাই ভাল বুঝে।
তবে, ব্যাক্তিগত ভাবে নিশান আমার খুব ভাল্লাগে।
৩৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৫
রাজীব বলেছেন: Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:১৬
আকাশ_পাগলা বলেছেন: লিংক দেয়ার জন্য থ্যাংক্স। শেষেরটা প্রিয়তে নিলাম।
দারুণ একটা সিরিজ।
অনেক শুভকামনা রইল সিরিজটার জন্য।
৩৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫২
অস্থির পোলাপাইন বলেছেন: এম্নে লাভ নাই তারপরও সবাই উপদেশ দিতাছে আমিও দেই
একটা কাজ কইরা দেখেন একলা বা একজন সাথে নিয়া কয়েকটা রিকন্ডিশন্ড গাড়ীর শো-রুম অথবা রাজধানী স্কুলের সামনে কার হাটে ১ মাস ঘুরেন কারো সাথে কথা বলারও দরকার নাই শুধু ঘুরেন আর সেলারদের কথা মনযোগ দিয়া শুনেন আপনে নিজেই তখন এনালাইজ করতে পারবেন কোনটা নিবেন। এরপর
এলাকার বা ভার্সিটির গাড়ী পাগল দোস্ত বন্ধু নিয়া যাইয়া গাড়ী নিয়া বাসায় আসেন।
সাময়িক প্রয়োজন ২/৩ বছর এর হৈলে প্রেফার করি
EE90 একটা মাল এইটা পার্টস পাবেন মেইন্টেনেন্স কস্ট অনেক কম মিডল ক্লাস ফ্যামিলির জন্য বেস্ট । ভাগ্য ভালো হলে ৩ থেকে ৪.৫ লাখ এ পাবেন। ১০০ এর বেলায়ও একি কথা কিন্তু ফুয়েল বেশি নেয় এটা একটা সমস্যা।
বাংলাদেশে টয়োটা ছাড়া কোনা ব্রান্ডের রিসেল ভ্যালু নাই আর সাধারণ ফ্যামিলি অন্য ব্রান্ড এ পোষাইতেও পারে না সো টয়োটাই নিতে হবে। রোজায় আমার ফুপা হোন্ডা সিভিক ২০০৩ ছারছে ৬ লাখ এ !! যেইখানে এক্স-করোল্লা ০৪ এখন ১৮ লাখ টাকা !! কৈ যামু কন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:১৭
আকাশ_পাগলা বলেছেন: রিসেল ভ্যালু একটা ভাল ফ্যাক্টর।
ভাল কথা মনে করায়া দিছেন।
আমার সবচেয়ে বড় শুভাকাঙ্খী ব্লগীয় বন্ধুরাই। তাই কিছু হইলে আগে ব্লগের কথাই মাথায় আসে।
৩৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:২০
আকাশ_পাগলা বলেছেন: আজকেই দুপুরে একটা এস ই সেলুন দেখে আসবো ইনশাল্লাহ। ক্যান্টনমেন্টে। ৮ লাখ চায়। বলছে দাম কিছু কমানো যেতে পারে।
ব্লগ থেকে শিখলাম কয়েকটা জিনিস।
১) কাগজের নাম্বারের সাথে চেসিস, ইঞ্জিনের নাম্বার মিলাতে হবে।
২) দাম ৭ লাখ ২৫ এ রাখতে হবে।
৩) টয়োটাই মনে হচ্ছে কিনা লাগবে।
৪) কম দামে বেশ অনেকগুলা ভাল মডেল পাওয়া যায়।
৪০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৮
ফয়সাল তূর্য বলেছেন: @রাজীব ভাইঃ স্টারলেট তো ১৩৩১ সিসি হয়, এই গাড়িটা কিনলে কি ভালো সার্ভিস দিতে পারবে না??
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৮
আকাশ_পাগলা বলেছেন: ভাই একজন বললো টয়োটা ট্রিপল এ নাকি এস ই সেলুনের পরের মডেল।
নেট থেকে এই মডেলের কিছু পাচ্ছিনা।
আজকে বিকাল ৬টায় এটা দেখাবে।
এ বিষয়ে কিছু বলতে পারেন?
৪১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০
ফয়সাল তূর্য বলেছেন: টয়োটা ট্রিপল এ কোনটা আবার!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২১
আকাশ_পাগলা বলেছেন: আমিও অবাক হইছিলাম
পরে আবার কল দিয়ে জানলাম টয়োটা ১১০ (১১১) । সেলুন।
বেশ ভাল।
৪২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৪
আকাশ_পাগলা বলেছেন: সেলবাজার থেকে এসই সেলুনের ৮ লাখ টাকার যে গাড়িটা আজকে দেখে আসলাম, সেটা নিয়ে বলি।
গাড়িটার বাইরের লুক খুবই সুন্দর। পীচ কালার। কিন্তু আমাদের পরিচিত মেকানিক ধরে ফেলল যে গাড়িটা আগে একবার এক্সিডেন্ট করেছে ডান দরজায়।
আরে তার ধারণা, বর্যাকালে সেখান থেকে চুইয়ে চুইয়ে পানি পড়বে।
আর তার দাবী ইঞ্জিনে যে নাম্বারটা লেখা সেটা টেম্পারিং করা। মানে হাতে লেখা।
মালিককে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে, মেকানিক ঠিকই বলেছে। তবে আমি যেয়ে দেখি যে আরেক পার্টি গাড়ি দেখছে। উনারা বোধহয় কিছু বুঝতে পারেন নি। উনারা কিনেও ফেলতে পারেন।
আর আরেকটা এসই সেলুন দেখেছি ৯ লাখ। ও ব্যাটা আবার গাড়ি খুলে দেখতে দিবে না। কী আজব ত !!
একটা জি করোলার খোঁজ পেয়েছি। কাল পরশু আনবে হয়ত। জি করোলা কেমন হবে?
৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৩
ফয়সাল তূর্য বলেছেন: জি করোলা কি এই প্রাইসে পাবেন?? পাইলে তো ভালোই।
৪৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৪
রাজীব বলেছেন: স্টারলেট ভালো গাড়ি, তবে সবসময় মনে রাখতে হবে যে ১৫০০ সি সি এর কম হলে এবং গাড়ির বয়স ৭ বছরের বেশী হলে এসি চালু অবস্থায় সেটি ভালো সার্ভিস দিবে না।
শহরের মাঝে চালানোর জন্য স্টারলেট ভালো গাড়ি। লং রোডে কেন যেন ছোট গাড়িগুলো আমার ভালো লাগে না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:০৬
আকাশ_পাগলা বলেছেন: অক্কে। মাথায় রাখব।
জি করোলা নিয়ে কিছু বলেন ভাই।
৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৪
জিসসান বলেছেন: জি করোলা এই প্রাইসে!!! অবশ্যই মেকানিক নিয়ে যাবেন দেখতে।
আর আমি আজকে আপনার জন্যই খোজ নিলাম গাড়ির।
করোনা-প্রিমিও গাড়িটা আপনি দেখতে পারেন। এর ইঞ্জিন মারাত্বক ভালো, দেখতেও বেশ সুন্দর। আর আমি আজকে ৩ জনের সাথে কথা বললাম যাদের এ গাড়ি আছে, তারা জানালো গাড়ির সার্ভিস খুবই ভালো।
আবার টি-আই-কেরিনা গাড়িটাও বেশ ভালো। দেখলে আপনার পছন্দ হতেও পারে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৬
আকাশ_পাগলা বলেছেন: ভাই রে, গাড়ির যে কী অবস্থা !!
দালালদের খোঁজে গাড়ি দেখতে যেয়ে বুঝছি সব মাইর খাওয়া গাড়ি।
ডেইলি ১-২ ঘণ্টা ক্লিক বিডি আর সেলবাজারে কাটাইছি।
৫ টা এসই সেলুন আর ২টা এক্স ই সেলুন দেখছি। সাড়ে সাত লাখ/ আট লাখ করে। সব মাইর খাওয়া।
আর একটা মেকানিক পাইছি ভাই, চরম। শোরুমে গাড়ি দেখতে গেছিলাম। ওদেরকেও ডাইরেক্ট চ্যেলেঞ্জ করে ফেলে।
কোন গাড়ির দরজা আলাদা বসানো, কোনটা চুয়ে পানি পড়বে, কোন চেসিসে নাম্বার টেম্পারিং করে বসানো -- ব্যাটা পুরা চ্যালেঞ্জ করে দেয়।
শুধু নয় লাখ এর যেই এস ই সেলুন জি দেখছি, একজন মেজর চালান, ওটাই ঠিক আছে। উনি আরও টায়ার আর ইন্টারনাল ডেকোরেশন করছে।
মনে হচ্ছে ওটাই নেয়া লাগবে।
প্রিমিও দেখছি। ১ ঘণ্টা আগে। ভালই, কিন্তু এত দাম দিয়ে কিনব ব্যাটার কালার অরিজিনাল না। নতুন করে করছে, তাও ভসকানো। দিনের বেলা তাকিয়েই বুঝা যায় আলাদা কালার -- বুঝেন। তবে ইঞ্জিন নাকি ভালো।
কার হাট লাস্ট বারের মত দেখব আজ। ওখানে না হলে ঐ মেজরের টাই সই। সেল বাজার অনেক ঘাটলাম, এই বাজেটে ১৫০০ সিসি এর মধ্যে খুব বেশি চয়েস নাই।
অনেক ভাল গাড়ি আছে, জি করোলা, মার্ক ২ আরও কতগুলা -- কিন্তু ১৩০০ সিসি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৮
আকাশ_পাগলা বলেছেন: আমার পক্ষ থেকে খোঁজ নেবার জন্য অনেক অনেক থ্যাংক্স ভাই। যা করার আজকেই করব। পুরা ডিটারমাইন্ড।
৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৩
স্পেলবাইন্ডার বলেছেন:
তুমি তো আমার এলাকাতেই থাকো, তাই এলাকার রাস্তার কথা ভালই বুঝতেসি। থানার পাশের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকলে কয়দিন আগেও গাড়ির নিচে নৌকার মত ছলাৎ ছলাৎ শব্দ পাইসি।
যাহোক, সেডান কার কিনলে এই বাজেটে এক্স করোলা বা জি করোলা কেনাই আমার মতে উত্তম। এই মডেলগুলো আগের মডেলগুলোর তুলনায় একটু উঁচু, দীর্ঘদিন বসে থাকলেও অস্বস্তি লাগে না। তাছাড়া নতুন মডেলের গাড়ির পার্টসের দাম বেশি হলেও টেকনোলজিতে উন্নত থাকে। ফলে খুব কম পার্টস বদলাতে হয়। পুরনো এসই বা এক্সই গাড়ি কিন্তু প্রতিমাসে গ্যারেজে নিতে হবে।
টয়োটার করোলা, ক্যারিনা, করোনা, স্প্রিন্টার, মার্ক এই সিরিজের গাড়িগুলো ভাল। কিন্তু কোরসা, টারসেল, স্টারলেট, অ্যাসিস্টা, প্রোবক্স, সাকসিড এমনকি ফিল্ডারও পরিত্যাজ্য। কারণ হালকা গাড়ি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৭
আকাশ_পাগলা বলেছেন: বস, ৪৫ নাম্বার কমেন্টের উত্তরটা দেখেন একটু।
এই কয়দিনে কী করলাম সব বলছি।
৪৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৫
জিসসান বলেছেন: কার হাট!! ওটা চালায় জালাল আর রাজেশ নামের ২ বাটপার!! এরা যে কিভাবে আপনাকে গাড়ি গছিয়ে দিবে ধরতেও পারবেন না।
আপনার কথায় মনে হচ্ছে মেজরের টাই ঠিক আছে। আপনি এট লিষ্ট আধা ঘন্টা চালিয়ে দেখে নিবেন। চালানোর পরেও অনেক সময় ভেজাল ধরা পরে।
মনে রাখবেন যত বেশি সময় চালাবেন ততো ভালো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০২
আকাশ_পাগলা বলেছেন: আট লাখ পর্যন্ত বললাম, ব্যাটা রাজি হয় না।
প্রিমিওটার জন্য এখন দুঃখ লাগতেছে। কার হাটে যত প্রিমিও দেখলাম সবগুলোর দাম ১২ লাখ।
আমি যেসব সেলুন দেখে এসেছি তার অনেকগুলোই দেখি কার হাটে উঠেছে। দামও বেশি লিখেছে।
বিজয় সরণীর কুপারের অপজিটে একটা গাড়ির শো রুমে এক বাটপারের কবলে পড়ছিলাম। এসই সেলুনের বর্ণনায় লিখছে, নতুন টায়ার, নতুন রিম, টেম্পারড টিনটেড গ্লাস, চকচকে নতুন । কল করার বলছে আগে কখনও এক্সিডেন্ট করে নাই।
যেয়ে দেখি রে ভাই, এসব কিছুই না। টায়ারটা বড়জোর পানি দিয়ে ধুইছে। গাড়ির ইঞ্জিন নষ্ট, ট্রান্সমিশনে সমস্যা। দরজাও একটা নষ্ট। আমি যে মেকানিক নিয়ে গেছি ও বলল ইঞ্জিন ভাল না, গিয়ারও ভাল না। এটা এক্সিডেন্ট করছেই, এমনকি একবারের বেশিও হতে পারে।
ও ব্যাটা স্বীকারই করে না। পরে মেকানিক তাকে চ্যালেঞ্জ করার পর সেই ব্যাটা স্বীকার করছে।
সেলবাজারে কত মিথ্যা লিখে রাখে !!!! ওকেও আজ দেখি কার হাটে।
৪৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৬
কালের কলস বলেছেন: গামছা/লুঙ্গি বানানোর টেকনোলজি নিয়ে একটি পোষ্ট দেয়ার কথা ছিল, অপেক্ষা যে আর শেষ হয় না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৪
আকাশ_পাগলা বলেছেন: চার বছর হয়ে গেল এই জিনিস পড়তে পড়তে।
এখন মনে হয় জানার কতই না বাকি।
এটা ব্লগে লেখার ভাষা নাই রে ভাই। ইঞ্জিনিয়ার হিসেবে এখন আমার ৪ বছরের শিক্ষা ব্লগে উঠানোর ভাষা খুঁজে পাব না। তবে দর্জি বা কাপড়ের ব্যাপারি হিসেবে এক দেড় বছর অভিজ্ঞতা থাকলে হয়ত সে ভাবে বলে দিতাম।
৪৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৭
ফয়সাল তূর্য বলেছেন: আকাশ ভাই আপনার ঐ মেকানিকের নাম্বারটা দেবেন প্লিজ?? আর আমাকে ফেবুতে এড করলে খুশি হব!!
Faishal Faruque Turzo
বাই দা ওয়ে,আপনি কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার?? আমি একজন সদ্য পাস করা টেক্সটাইল ইঞ্জিনিয়ার!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৫
আকাশ_পাগলা বলেছেন: বস, আমি পাশ করা না।
তবে একদিন না একদিন ইনশাল্লাহ করুমই।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার হইলে গামছা বানানি শিখতে চান ক্যানু? আমাকেই বা লিখতে বলেন ক্যানু? অপেক্ষাই বা করেন ক্যানু?
জাতি জানতে চায়। এড করতাসি।
৫০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩২
রাজীব বলেছেন: ভাই, গাড়ি কি কিনেছেন?
কিনলে কিন্তু আমাদেরকে মিষ্টি খাওয়ানোর কথা ভুলবেন না।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১৮
আকাশ_পাগলা বলেছেন: মাইর খাওয়া ছাড়া গাড়িই পাচ্ছি না। যেগুলা পাই, সেগুলার অদ্ভূত রকম বেশি দাম চায়।
দেখা যাক।
মিষ্টি দিয়ে ব্লগ ভরায়া দিব ভাই। আগে শুধু কিনতে দেন। মঙ্গল বুধ বারে একটা সম্ভাবনা আছে।
৫১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪৪
জিসসান বলেছেন: কি অবস্থা বস?? গাড়ি নিয়েছেন??
আমি আজকে ১টা টি-আই কেরিনা দরদাম করলাম বাট পোষায় না দামে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১৮
আকাশ_পাগলা বলেছেন: মাইর খাওয়া ছাড়া গাড়িই পাচ্ছি না। যেগুলা পাই, সেগুলার অদ্ভূত রকম বেশি দাম চায়।
দেখা যাক।
মিষ্টি দিয়ে ব্লগ ভরায়া দিব ভাই। আগে শুধু কিনতে দেন। মঙ্গল বুধ বারে একটা সম্ভাবনা আছে।
৫২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯
রাজীব বলেছেন: এখনো না কিনে থাকলে,
কেনার আগে অবশ্যই এসি অন করে গাড়ি ঢাকার রাস্তায় (পারলে জ্যামের মধ্যে) ২ ঘন্টা চালাবেন। যদি দেখেন গাড়ি(ইন্জিন) হিট হয় বা এসি ঠান্ডা হয় না তাহলে সেটি বাদ, অন্য গাড়ি দেখবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৫৯
আকাশ_পাগলা বলেছেন: এইটা ত সবার আগে দেখি ভাই
৫৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৫
জুন বলেছেন: পুরোনো গাড়ি কিনলে আর্মির গাড়িটা মনে হয় ভালো হবে। তারা অত্যন্ত সতর্কতার সাথে চালায় বলে মার খাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর কার হাট বা বাজার থেকে ভুলেও কিনবেন না। বিক্রেতাদের দালাল রাই কাস্টমার সেজে আপনাকে ধোকা দেবে। ওখানকার ৯০% গাড়ি মার খাওয়া । ড্রাইভার রাও কিন্ত দালাল। চোখের ইশারায় কথা বলে।
আমরাও এক নেভী অফিসারের সেকেন্ড হ্যান্ড ডাবল ই ৯০ ২লাখ ৫০ হাজারে কিনে চার বছর চালিয়ে ২ লাখ ২৫ হাজারে বিক্রী করে পাঁচ বছর হলো এ্যলিয়ন এ ওয়ান ফাইভ কিনেছি।
পুরোনোটার বডি খুবই শক্ত ছিল। ওটা দিয়ে আমার ড্রাইভার তার দক্ষতা বাড়ানো ছাড়াও আমার ছেলে অনেক অল্প বয়সে ড্রাইভিং শিখেছে । কোনো কিছুর সাথে বাড়ি খেলেও কিচ্ছু হতোনা। সেক্ষেত্রে আমি নতুন এ্যলিয়ন নিয়ে টেনশনে থাকি, এত হাল্কা বডি।
টয়োটার পার্টস পাবেন। রিসেল ভ্যালু আছে। তবে পুরোনো গাড়ির প্রব দুদিন পরপর গ্যারেজে নেয়া।
যাক আপনার সাফল্য কামনায়।
০৭ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩৩
আকাশ_পাগলা বলেছেন: পরামর্শের আপনাকে অনেক ধন্যবাদ।
আর্মিরটা নেয়া হয়নি। সামনে একটু ভাঙাচোরা আছে। কেমন ফাটাফাটা। আর দামটা খুব বেশি চায় ভাই। এর থেকে ১০-২০ যা কম পাই, তাও কিছুটা সহনীয় হত।
ব্যাটা কমালই না !!
৫৪| ১২ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৩
রাজীব বলেছেন: গাড়ির হেড লাইট, ব্যাক লাইট, ইন্ডিকেটর ইত্যাদি নির্দিস্ট মডেরটিই কিনতে হয়। তবে ইই৯০, ১০০ ইত্যাদি কিছু মডেলের জন্য মডিফাইড বা ক্রিস্টাল লাইট পাওয়া যায়।
সাধারনত ফগ লাইট ফ্যাক্টরি থেকে বসানো থাকে না। অতিরিক্ত হিসেবে পরে লাগানো হয়।
ফগ লাইট সাইজ অনুযায়ী হলেই হলো। তবে বাম্পারের ফাকায় বসবে এমন সাইজের খুব বেশী মডেল থাকে না।
যেসব গাড়িতে ফ্যাক্টরি থেকেই ফগ লাইট বসানো থাকে সেগুলোতে ফগ লাইট-এর মডেল থাকে। অন্য মডেল লাগানো যায় না।
যাই হোক, অভিনন্দন। পারলে নিজে চালাবেন। হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা। আমার পছন্দ, কক্সবাজার থেকে ইনাণী বীচের রোড।
১২ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩০
আকাশ_পাগলা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই
৫৫| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৪
ইন্সিত বলেছেন:
অনেকে অনেক কিছু বলছে। আপনার কোনো আপডেট নাই কেন? ভাই এক্স করোলা নাইলে জি করোলা চেষটা মারেন। বেটার হবে।
কইদিন আগে Premio কিনলাম সেকেনড হেনড। ভালো পাইছি।
১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৪৫
আকাশ_পাগলা বলেছেন: খাইছে!!! আমি ত আপডেট দিয়েই দিলাম।
মানে যারা এখানে হেল্প করলেন উনার শেষ ব্লগে যেয়ে আপডেট দিয়েছি।
আমি করোনা প্রিমিও জি ভার্সন কিনছি !!
আপনি আমি একসাথে
ভাল থাকবেন।
৫৬| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪২
ঋত্বিক বলেছেন: আপনি শুধু cc দিয়েছেন কিনতু, PS@rpm , Torque NM@rpm নিয়ে কিছু লেখেন নি। এগুলো কিনতু দরকার গাড়ির performance বুঝতে। সাধারনত ১২০০ cc বা তার কম, ৩৫-৯০ PS@3-5000 rpm একটি ছোট পরিবারের জন্য যথেষট। petrol গাড়িতে পাওয়ার বেশি পাওয়া যায় আর diesel গাড়িতে Torque বেশি। এছাড়াও ঠিক করতে হবে আপনি manual gearbox চান নাকি automatic grarbox। খুব ভিড়ের রাসতায় automatic চালাতে বেশি সুবিধা হয়। কিনতু তেল বেশি খায়।
০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
আকাশ_পাগলা বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন।
৫৭| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৫২
জর্জিস বলেছেন: পোস্ট পর্যবেক্ষন
০৫ ই মে, ২০১২ রাত ৮:২৯
আকাশ_পাগলা বলেছেন: ওককে।
৫৮| ০৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৩
আমি ছড়াকার বলেছেন:
ভাই বাজেট আর কিছু বাড়াইয়া passo/vitz 1000 cc কিনা ফালান। ছোট পরিবারের জন্য দারুন গাড়ি।
০৬ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৪
আকাশ_পাগলা বলেছেন: এতদিন পরে?
১ হাজার সিসি কিনবো?
এইটা কী বললেন ভাই?
গরীব মানুষ বইলা গাড়িতে এসি থাকবে না? তাইলে রিকশার সাথে পার্থক্য রইলো কী?
৫৯| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১১
ৎায়ইাবুর বলেছেন: SL 350 BlueEFFICIENCY
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৮
গ্রামের মানুষ বলেছেন:
পোষ্ট পইরা হতাশ হইলাম। ৫/৬ লাখ টাকা বাজেট করছিলাম মনে মনে! এখন তো মনে হইতাছে গাড়ী আমার কপালে নাই
যাক, পোষ্ট প্রিয়তে রেখে গ্যালারীতে বসিলাম।