নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো এমনই ।

আকাশ_পাগলা

আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com । আমন্ত্রণ রইল। সারাটাদিন অনেক কারণে বাধ্য হয়ে আর্টিফিশিয়াল সুশীল ভড়ং ধরে রাখতে হয়। ব্লগে আসি তাই হাঁফ ছাড়তে। এভাবেই তাই ব্লগটা এখন নেশা। দরকার হলে উচিৎ কথা বলে আজীবনের জন্য ব্যন হয়ে যাবো, কিন্তু কখনও সুশীল ভাব নিতে চাই না। বাস্তবে যেই দোষে মানুষকে বলি, "সবারই নৈতিক ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত।" ব্লগে এসে সেই ব্যক্তিকে সেই দোষেই বলতে চাই, "আইজকা তোরে খাইছি। তুই কত বড় হ্যাডম আইজকা দেখুম!" এমনটা ভাবার কারণ নাই যে, মনিটরের ভিতরেই শুধু গলাবাজী করি। সবখানেই আমি প্রতিবাদী চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমরা আসলে স্বপ্নে না সমাজে বাস করি, তাই সবখানে আর পেরে উঠি না। আমার শাস্তি যে অনেকের কষ্ট। কিন্তু যখনই সুযোগ পাই ফুঁসে উঠি, ফুঁসে উঠতে চাই। একদিন ঠিক দাঁড়িয়ে যাবো সবার মাথার উপর, তখন আর কেউ আটকাতে পারবে না। (আমার অনুমতি ছাড়া আমার কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ)

আকাশ_পাগলা › বিস্তারিত পোস্টঃ

Man of Tai Chi - মুভি রিভিউ

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

Man of Tai Chi দেখলাম। মুভিটার পোস্টার থেকে শুরু করে সব কিছুতে কেমন একটা B Grade ভাব আছে। তাও দেখা হলো শুধু Keanu Reeves আছে বলে।











এ ব্যাটার ভীষণ ভক্ত আমি। এই মুভি দেখার পর সে আমাকে আর কিছু না হোক একটা ম্যাসেজ দিছে - " আকাশ, আমার মত সুন্দর হইলে তুমিও হিরো হইতে পারতা। কারণ দেখো, ১% অভিনয় না করেও মুভি করা যায় "



কিয়ানু রিভস ছাড়া আর কিছুই আপনাকে পুরোপুরি হতাশ করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত কখনই মুভিটা আপনাকে খুব আহামরি কিছু এক্সপেক্ট করতে বাধ্য করবে না। মুভিটা ফাস্ট। এমন কোন আহামরি কাহিনী নাই, কিন্তু ফাস্ট। মারামারি আছে, রিয়েলিস্টিক মারামারি স্টাইল যেখানে প্রচুর ক্যামেরা ওয়ার্ক আছে। এনিমেটেড ইফেক্ট নেই বললেই চলে। এইটা আপনার চোখকে ব্যালেন্স দিবে, কিন্তু একই সাথে এনিমেটেড ইফেক্ট ছাড়া মারামারির মুভিতে স্টাইলের সীমাবদ্ধতাও দেখিয়ে দিবে।



তাই চি হলো মার্শাল আর্টের একটা ডেভিয়েশন। আসল মার্শাল আর্টের সাথে এইটার পার্থক্য কী? সে কথায় পরে আসছি। এই তাই চি এর শেষ শিক্ষার্থি হলো টাইগার চেন যে দেখতে শক্ত পোক্ত গিট্টু মার্কা মেছো বাঘের মত হইলেও হিরোর মত না। সে যাক গে, ঐ দিকে নিউ রিভস রিয়েলিটি শো এর মত প্রোগ্রাম করে যেখানে আন্ডারগ্রাউন্ডে ফাইট ক্লাবের মত পিটাপিটি হয়। ত এই টাইগার চেনকে ওরা সিলেক্ট করে, রাজি করায়, ফলো করে, নজরে রাখে, ম্যানিপুলেটও করে।

ক্রমে ক্রমে বিভিন্ন ধরণের স্টাইলের লোকদের সাথে ফাইট করে করে টাইগার চেন হয়া যায় বস।

ওই দিকে হংকং পুলিশও এইটার পিছে আছে।

ত দেখতে পারেন মুভিটা। ফাস্ট আছে।







* সাইড নায়িকা, মানে টাইগারের হাফ গার্লফ্রেন্ডটা কিউট আছে।



* অহ, ঐ যে তাই চি ক্যানো স্পেশাল? বা ডিফারেন্সট টা কই? -- শেষমেষ আমি অন্তত বুঝি নাই।

* একেক স্টাইলের ফাইটারের সাথে মারপিট করে টাইগার চেন এর বস হয়ে উঠাটা খুব একটা এপিক জার্নি ভাবছেন? - এমনিতে খারাপ লাগবে না যদি আপনার ইমেজিনেশন থাকে। তবে, মুভি থেকে খুব একটা হেল্প পাবেন না।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

চিকন আলি বলেছেন: falTu movie .... dont download it.....

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

আকাশ_পাগলা বলেছেন: আহা, কোন মুভি সম্পর্কে এভাবে আমি বলি না।
অনেকের হয়ত খুব ভাল্লাগছে।

আমার ভালো লাগে নি- বড়জোর এটুকু বলতে পারি।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

মোঃমোজাম হক বলেছেন: ভাল লাগলো রিভ্যু :)

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

আকাশ_পাগলা বলেছেন: থ্যাঙ্কস :) :)

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

কাফের বলেছেন: সময় বাচাইয়া দিলেন
পোষ্টে প্লাস আপনাকে ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

আকাশ_পাগলা বলেছেন: :) :)

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪

হাসান মাহবুব বলেছেন: ভালো মুভি নিয়া পোস্ট দাও। এইগুলা এম্নেও দেহুম না অম্নেও না।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

আকাশ_পাগলা বলেছেন: কিয়ানু রিভসের জন্য দেখতে গেসিলাম। :(

গ্যাটসবি দেখসেন? এইটা কিন্তু হট টপিক।
এইটা নিয়ে রিভিউ দিলাম। দেইখেন।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখুম না এইটা.........

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০

আকাশ_পাগলা বলেছেন: :)

৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১২

শান্তির দেবদূত বলেছেন: রিভিউ মনে হয় না দেখার জন্য দিছ, দেখার জন্যে না। এইসব ডিসুম-ডাসুম ফ্যাৎ-ফুৎ মুভি দেখি না।

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২১

আকাশ_পাগলা বলেছেন: মুভি কোম্পানী কী আমার কিছু হয় বলেন !
আমার ভালো না লাগলে সেটাকে জোর করে মানুষকে দেখায়া আমার লাভটা কী !

আমার ভাল্লাগলেই বরং ভাই বেরাদারকে সাজেস্ট করবো :)

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪১

নেকা বলেছেন: দেখছি, খারাপ না :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.