নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো এমনই ।

আকাশ_পাগলা

আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com । আমন্ত্রণ রইল। সারাটাদিন অনেক কারণে বাধ্য হয়ে আর্টিফিশিয়াল সুশীল ভড়ং ধরে রাখতে হয়। ব্লগে আসি তাই হাঁফ ছাড়তে। এভাবেই তাই ব্লগটা এখন নেশা। দরকার হলে উচিৎ কথা বলে আজীবনের জন্য ব্যন হয়ে যাবো, কিন্তু কখনও সুশীল ভাব নিতে চাই না। বাস্তবে যেই দোষে মানুষকে বলি, "সবারই নৈতিক ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত।" ব্লগে এসে সেই ব্যক্তিকে সেই দোষেই বলতে চাই, "আইজকা তোরে খাইছি। তুই কত বড় হ্যাডম আইজকা দেখুম!" এমনটা ভাবার কারণ নাই যে, মনিটরের ভিতরেই শুধু গলাবাজী করি। সবখানেই আমি প্রতিবাদী চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমরা আসলে স্বপ্নে না সমাজে বাস করি, তাই সবখানে আর পেরে উঠি না। আমার শাস্তি যে অনেকের কষ্ট। কিন্তু যখনই সুযোগ পাই ফুঁসে উঠি, ফুঁসে উঠতে চাই। একদিন ঠিক দাঁড়িয়ে যাবো সবার মাথার উপর, তখন আর কেউ আটকাতে পারবে না। (আমার অনুমতি ছাড়া আমার কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ)

আকাশ_পাগলা › বিস্তারিত পোস্টঃ

The EAST (2013) - বর্তমান সিজনের সেরা ক্লাসিক মুভি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭







The EAST (2013) দেখলাম। নিঃসন্দেহে বর্তমান সিজনের সেরা ক্লাসিক মুভি।

"সেরা মুভি" - আসলেই। কাহিনী, প্রেজেন্টেশান, গতি, অভিনয়, ডিরেকশান - এসব দিকেই দারুণ।



সাধারণত ঝালমুড়ি টাইপ মুভি ছাড়া ইদানীং আমার ভাল্লাগে না, অফিস থেকে এসে খুব টায়ার্ড থাকি বলে।কিন্তু এই মুভিটা ছেড়ে আর উঠতে পারলাম না। ধীর গতিতে কিন্তু সুতা টান টান করে ধরে রেখে পুরো মুভি শেষ হলো। ইন্ট্রো, মিডল, এন্ডিং সবই মুগ্ধ করেছে।



সাবেক এফবিয়াই এজেন্ট সারাহ; এখন পৃথিবীর সেরা প্রাইভেট স্পাই এজেন্সি হিলার ব্রুডের হয়ে কাজ করছে। এরা যা করে তা হলো, ক্লায়েন্টের হয়ে বিপদের ঝুঁকির মাত্রাটা খুঁজে বের করে। বিশ্বের সবগুলো দেখে এদের আন্ডার কভার এজেন্ট আছে, যারা শুধু দেখে যায়। আর বিপদের মাত্রা বুঝে ক্লায়েন্টের সাথে চুক্তি করে।



বর্তমানে তাদের একটা প্রজেক্ট হলো দ্যা ইস্ট। এরা নিজেদের পরিবেশবাদী ভাবে। ফেলে দেয়া খাবার খায়, লোকালয় থেকে দূরে থাকে আর যারা পরিবেশের ক্ষতির মাধ্যমে মুনাফা লুটছে তাদেরকে তাদের স্টাইলে শাস্তি দেয়। যে ভেজাল অষুধ দেয়, তাকে তার নিজের অষুধ খাওয়ায়।



আগের কথায় ফেরত আসি। সারাহ দায়িত্ব পায় দ্যা ইস্টের উপর তদন্ত করতে। সারাহ তার বয়ফ্রেন্ড (লিভ টুগেদার করে ওরা) টিমকে জানায় কাজে যাচ্ছে লম্বা সফরে। কিন্তু আসলে ডিপ আন্ডারকভারে চলে আসে। খুব আস্তে আস্তে সে দ্যা ইস্টে ঢুকে। ওদের একেকজনকে জানে, দর্শনের সাথে পরিচিত হয়। জীবনকে নতুন করে চেনে।



কিন্তু সারাহর নিজের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তে থাকে। ও ইস্টের লিডার বেনজির প্রতি ঝুঁকে পড়ে। ওদিকে হিলার ব্রুড টানা প্রেশার দিয়ে যায় আর প্রাইভেট কোম্পানী হিসেবে নিজের মুনাফার জন্য বড় সর ঝঁকি নিতে থাকে, ক্লায়েন্ট ছাড়া আর কোন মানুষ দিয়ে তাদের চিন্তা নেই। আর ইস্টের সব কিছুর সাথেও সারাহ একমত হতে পারে না।



সারাহ কোন লুতুপুতু মেয়ে না যে পরিস্থিতিতে পড়ে শক্ত হচ্ছে। বরং শুরু থেকেই সে স্মার্ট, যোগ্য, ঠাণ্ডা মাথার একটা মেয়ে। পুরো মুভিতে সে লিডিং ক্যারাক্টার। কোপ্ন অতিপ্রাকৃত বিষয় না, কোন আচমকা অপ্রত্যাশিত টুইস্ট না, প্রত্যাশিত এন্ডিং এর দিকে কাহিনী যেতে থাকে। সারাহ সব বুঝেও কিছু করতে পারে না।তার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, নিজস্ব দর্শন, নতুন শিক্ষা, নিজের ব্যক্তিত্ব সব কিছু এলোমেলো হয়ে যায়। এমন না যে সে লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে পড়ে, বরং মানসিক মৃত্যুর দিকে সব এগোতে থাকে - এটাই এই মুভির সবচেয়ে বড়ো দিক।



ইস্টের সবাই ভালো অভিনয় করেছে। বেনজি, ডাক্তার দারুণ। এই কাহিনী/স্ক্রিনপ্লে লেখার জন্য ৭০ এর দশকে এ ধরনের ফ্রিগ্যানিজমদের সাথে মাসের পর মাস ঘুরেছেন ব্যাটমেংলিজ আর মারলিং। মুভির প্লট তাই খুবই বাস্তব।



সব মিলিয়ে দারুণ একটা মুভি।

আর নায়িকাটা যে কত্ত সুইট :) :)



উফফ, আরেকটা জিনিস বলতে ভুলে গেসি। খুবই ইম্পর্ট্যান্ট।



এই নায়িকাটাই যার নাম মারলিং, সেই আসলে স্ক্রিন প্লে লিখছে মানে কো রাইটার হিসেবে ছিলো আর কিভাবে লিখছে তা ত বললামই।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০১

শান্তির দেবদূত বলেছেন: এইটা মনে হয় দেখতে হবে। স্পাই মুভি সেইরাম ভালা পাই :#) :#)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৬

আকাশ_পাগলা বলেছেন: দেখসেন?
কেমন লাগলো ?

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

খেয়া ঘাট বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: এইটা মনে হয় দেখতে হবে। স্পাই মুভি সেইরাম ভালা পাই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৬

আকাশ_পাগলা বলেছেন: :)

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪০

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: রিভিউ ভাল লাগছে। মুভিটা দেখতে হবে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

তাসজিদ বলেছেন: মুভিটা দেখতে হবে।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

রেজোওয়ানা বলেছেন: রিভিউ বেশ আগ্রহ জাগিয়ে তুলছে!

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখমু....দেখমু....দেখমু........লিংক দেন।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

তেপান্তর মন বলেছেন: আপনার রিভিউগুলো এখানেও পোস্ট করার আমন্ত্রন জানাচ্ছি।
https://www.facebook.com/groups/bayoscope/

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

ওয়াসিক বলেছেন: আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই । কিরাম কিরাম যানি লাগসে !

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

এহসান সাবির বলেছেন: দেখি নাই এখনো....... দেখতে হবে.....!

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

জুবায়ের দিদার বলেছেন: ডাওনলোড লিংক টা দিতে পারবেন

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখব।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩২

শান্তির দেবদূত বলেছেন: নামাইছি, এখনও দেখি নাই। সময় পাচ্ছি না, ২/৪ দিনের মধ্যেই দেখে ফেলব।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

আকাশ_পাগলা বলেছেন: দেখে ফেলেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.