নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com । আমন্ত্রণ রইল। সারাটাদিন অনেক কারণে বাধ্য হয়ে আর্টিফিশিয়াল সুশীল ভড়ং ধরে রাখতে হয়। ব্লগে আসি তাই হাঁফ ছাড়তে। এভাবেই তাই ব্লগটা এখন নেশা। দরকার হলে উচিৎ কথা বলে আজীবনের জন্য ব্যন হয়ে যাবো, কিন্তু কখনও সুশীল ভাব নিতে চাই না। বাস্তবে যেই দোষে মানুষকে বলি, "সবারই নৈতিক ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত।" ব্লগে এসে সেই ব্যক্তিকে সেই দোষেই বলতে চাই, "আইজকা তোরে খাইছি। তুই কত বড় হ্যাডম আইজকা দেখুম!" এমনটা ভাবার কারণ নাই যে, মনিটরের ভিতরেই শুধু গলাবাজী করি। সবখানেই আমি প্রতিবাদী চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমরা আসলে স্বপ্নে না সমাজে বাস করি, তাই সবখানে আর পেরে উঠি না। আমার শাস্তি যে অনেকের কষ্ট। কিন্তু যখনই সুযোগ পাই ফুঁসে উঠি, ফুঁসে উঠতে চাই। একদিন ঠিক দাঁড়িয়ে যাবো সবার মাথার উপর, তখন আর কেউ আটকাতে পারবে না। (আমার অনুমতি ছাড়া আমার কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ)
আব্বু ভিয়েতনাম যাচ্ছে একটা ট্যুরে। আমাকে জিজ্ঞাসা করল যে, আসার সময় কী আনবে ?
এই অফার হেলায় হারিয়ে যাচ্ছে। আমি ত বুঝতেসিনা যে ওখানে ভাল কি পাওয়া যায় !! হেল্প প্লিজ
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
এম এ কাশেম বলেছেন: আরে এমন সুযোগ হারাবেন না।
ভিয়েতনামে সস্তায় পাওয়া যায় বউ
মাত্র ৬০০০ ডলার, তা ছাড়া
"By one Get one free"
মানে এক বছরের মধ্যে বউ পালিয়ে গেলে
তারা আরেকটা দিবে ,
অফারটা দিবেন কিনা ভেবে দেখেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬
আকাশ_পাগলা বলেছেন: হা হা হা, এই জিনিস আমি পেয়েছি নেটে।
এরপর ফেসবুকেও শেয়ার করেছি। এমনিতে ভাবলে ফানি।
কিন্তু একটু ঠাণ্ডা মাথায় ভাবেন, দেখেন ব্যাপারটা কত অমানবিক।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
আকাশ_পাগলা বলেছেন: থ্যাংকু আপু
আসলেই অনেক থ্যাঙ্কস।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
হু-কেয়ারস বলেছেন: ড্রাম সিডার খুব ভাল ওখানকার......................।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
আকাশ_পাগলা বলেছেন: ড্রাম সিডার কী জিনিস ভাই?
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৮
এ কে এম রেজাউল করিম বলেছেন: আমি একজনকে চিনতাম, তার দেশের বাড়ী ছিল নোয়াখালী। তার ফটো কপির ব্যাবসা ছিল। তার ফোটো কপি ম্যাসিনে গোলযোগ দেখা দিলেই দোকানে ক্বোরান শরীফ আয়াতের ক্যাসেট বাজাত। এর কারন আমি তাকে গিজ্ঞাসা করেছি কিন্তু সে কোন উত্তর করে নি।
পাঠক পাঠীকা কি এই কারনের উত্তর জানেন?
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
আরাফআহনাফ বলেছেন: বিপদে মোরে রক্ষা কর,........
বিপদে আমি না .........করি ভয়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
আকাশ_পাগলা বলেছেন: বিভিন্ন জায়গায় আজাইরা কমেন্ট করলে বিপদে পড়াটা অস্বাভাবিক কিছু না।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
একজন ঘূণপোকা বলেছেন: এম এ কাশেম বলেছেন: আরে এমন সুযোগ হারাবেন না।
ভিয়েতনামে সস্তায় পাওয়া যায় বউ
মাত্র ৬০০০ ডলার, তা ছাড়া
"By one Get one free"
মানে এক বছরের মধ্যে বউ পালিয়ে গেলে
তারা আরেকটা দিবে ,
অফারটা দিবেন কিনা ভেবে দেখেন।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩
জামিল আনসার বলেছেন: ও ভাইডি, আপনি এর আগে গাড়ী কেনা নিয়া একটা পোস্ট দিছিলেন, সেখানে একজন ঝানু মেকানিক এর কথা লিখছিলেন। ভাই দয়া করে যদি ঐ মেকানিকের নাম্বার আর নাম টা দিতেন! একখান গাড়ী কিনতে মন চায়, বাজেট বেশী না, ৩৫০০০০, জানি ইই ৯০ বা স্টারলেট ইপি ৭১ ই হয়তো ভরসা, তবুও যদি আপনের মেকানিক বা আপনে একটা গাড়ী দেইখা দিতেন, এই গরীবের বড়ই উপকার হইত।
২১ শে মে, ২০১৪ রাত ১০:৩৮
আকাশ_পাগলা বলেছেন: ও ব্যাটা আর নাই যোগাযোগও রাখি না।
এখন এমনি মেকানিকের কাছে যাই প্রবলেম হলে।
আপনি বরং কোন গাড়ির মেকানিক/গ্যারেজে যান। যেখানে সামনে দেখবেন প্রচুর গাড়ি, মনে হবে বড়ো কিছু, সেখানে যেয়ে কিছু টাকা পয়সা দিয়ে ঠিক করেন যে, সে আপনার হয়ে গাড়ি দেখে দিবে। মানে আপনি যাওয়ার সময় তাকে নিবেন। এই ত।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
এম এ কাশেম বলেছেন: আরে এমন সুযোগ হারাবেন না।
ভিয়েতনামে সস্তায় পাওয়া যায় বউ
মাত্র ৬০০০ ডলার, তা ছাড়া
"By one Get one free"
মানে এক বছরের মধ্যে বউ পালিয়ে গেলে
তারা আরেকটা দিবে ,
অফারটা দিবেন কিনা ভেবে দেখেন।