![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো,যা শুধু তোমাকে নিয়ে বোনাতুমি বলে ছিলে,যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবেসে দিন আমার বোনা সপ্নগুলো তুমি শুনবে।জানো আজ নাতোমার ভাললাগার বৃষ্টি নামছে,ঐ অব্যক্ত সপ্নগুলো....
আমি তোর ঐ কাজল কালো চোখের মধ্যে বাস করি!!!-
আচ্ছা তোর চোখের কি আছে কোন ডানা আছে!!! যার জন্য মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায় তোর মায়াবিচোখ গুলো হয়ে উঠে শাসনের মত রক্ত বরন!!! খুব ভয় পাই তা... কি ইচ্ছে করে জানিস? চুমু দিয়ে ঐ ডানাগুলো কেটে দিই!!!আমার পছন্দের চোখগুলো যেন কোথাও যেতে না পারে!!!
সারাবেলার নৈ:শব্দ্যের অসুখ তোর ঐ কালো চোখে। দীর্ঘশ্বাসের সাথে একটা নিষ্পলক চাহনি, রাজ্যের বিষন্নতা যেন ঘিরে আছে তোর দু'চোখে!!!
আমি যে তো তোর কাজল চোখের মধ্যেই আমার সমস্ত বিষান্নতা নিয়ে ডুবে যেতে চেয়েছি... কিন্তু তুই এমন রাখলে আমার যে তোর কাছে যেতে ভালো লাগবে না....এমন বিষন্নের পলেস্তার খসে পড়ুক... খুব তাড়াতাড়ি!!!
০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:৩০
আকাশদেখি বলেছেন:
২| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
সজল আহমদখ বলেছেন: পিলাচ(+)।ভাল্লাগছে।
০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:৩০
আকাশদেখি বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:৩০
আকাশদেখি বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লেগেছে কাব্যকথা
+++
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল!