![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কাল ছিলো বঙ্গবন্ধুর সাহাদৎ বাষির্কী।
যাচ্ছিলাম পথ দিয়ে। এলাকার ছোট ভায়েরা তবারক বিতিরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে আসবেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতি। ছোট ভায়েরা ধরলো ভাই একটু বসে যান। সভাপতি আসলেন। বক্তব্য আরম্ভ হোল। বিগত বৎসর গুলোর মতো চর্বিত চর্বণ বিষয় বাদ। নয়া কনটেন্ট নয়া দোয়া। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ১ আনা, ১৫ আনা মানস কন্যা শেখ হাসিনার রোগমুক্তি, দ্রুত আরোগ্য লাভ, দীর্ঘায়ূ কামনা।
ডাল মে কুচ কালা হ্যায় ???
১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৫
আলাপচারী প্রহর বলেছেন: তবারক ছিলো গরুর গোস্তের তেহারী। আমি খাইনি।
২| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: শেখ হাসি কি অসুস্থ?? তার কি হয়েছে? ক্যান্সার??
১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১১
আলাপচারী প্রহর বলেছেন: বিএনপি একটিভিস্ট ফারিয়া লারা-র ভাষ্য অনুযায়ী উনাঁর কোলন ক্যান্সার হয়েছে। লিংক দেয়ার পদ্ধতিটি আমি জানি না। জানা থাকলে লিংক করে দিতাম।
উনি আরো বলেছেন - ব্রিটিশরা বেনিয়া জাতি। ইহুদীর বাপ। ১ / ২ বৎসরের ভিতর পর পর একাধিক বার রাষ্ট্রিয় আমন্ত্রণ দিবে এমন পাঠা ওঁরা নয়।
হাসিনা নানা ছল ছুতায় প্রতি দেড় বছরে একবার ইংল্যান্ড যাবে কেমো দিতে।
সত্য মিথ্যা জানি না। তবে এ মাসের ২৯ তারিখে কোনো এক ছুতায় ইউরোপ যাওয়ার কথা।
৩| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: এরা তেলবাজ নেতাখ্যাতা। নিজের থেকে পরের কথার দাম তাদের কাছে বেশি। ল
১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৬
আলাপচারী প্রহর বলেছেন: কাকে বললেন, বুঝিনি।
৪| ১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনাকে যদি গতকাল কথা বলতে দিতো, আপনি কি বলতেন?
১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৬
আলাপচারী প্রহর বলেছেন: দেরীতে উত্তর দেবার জন্য দুঃখিত।
আমার বক্তব্য বরাবরই সেকূল্যার এলাকার ক্লাবে।
নামাজ নিয়মিত পড়ি। তারপরও পুরনো ঢাকার এই মূর্খ পাড়ায় আমাকে আড়ালে কম্যূনিষ্ট ডাকে।
যদি বলতে হোত, বলতাম, বহিরাগত আওয়ামী লীগ হতে সাবধান। এদের কথা কানে ঢোকাবেন না।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমাকে শেখ সাহেব সম্পর্কে বলতে দিলে, শতকরা ৯০ ভাগ উনার বিপক্ষে চলে যেতো।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৩
বিষন্ন পথিক বলেছেন: তবারকে কি খালেন তাই কন