![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৮
(ইরানি কৌতুক)
জোস ও জজবা
গাজার পশ্চিম তীরে পাহারায় দুই ইসরাইলী সৈনিক।
তীব্র গরমে, অলস প্রহরে সময় কাটিতে চাহে না। মাঝে মাঝে আলস্য কাটাইতে, আড়মোড়া ভাঙিতে, একঘেয়েমি ছুটাইতে খেলারত ফিলিস্তিনি বালকদের প্রতি "পাখির মতো" মেশিন গানের গুলি "টিপিয়া" দেয়।
কখনো কখনো "ঈশ্বরের অভিশপ্ত" জ্ঞানপাপী এই জাতির সদস্য সংবাদপত্রও পড়ে !!
একজন পড়ে তেল আবিব হইতে প্রকাশিত বিশ্বখ্যাত "তেল আবিব ডেইলি",
অন্যজন পড়ে ইরানি বিপ্লবী সরকারের চরম ইহুদীবিদ্বেষী প্রপাগাণ্ডা প্রচার পত্র।
প্রথম জন(অবাক হইয়া)ঃ যেহোবাঁ-র কসম! কি পড়িচ্চিছ তুই বাহে !!
দ্বিতীয় জনঃ ক্যানে?
প্রথম জনঃ এইসব অর্বাচীন, পাঠা মুছলমান থেকে কি ছাঁই জানবি ??
দ্বিতীয় জনঃ ইনাদের পড়িলে মুই জোস পাই, জজবা হয়, মোর দ্যাশপ্রেম চেগাইয়া উঠে।
প্রথম জনঃ ক্যামবায় ?!?!
দ্বিতীয় জনঃ ইটি পড়ে জানতে পাই,
"কুকা কুলা"-র আসল মালিক কেডা ? আমরা।
"পেপছি"-র আসল মালিক কেডা ? আমরা।
পিতিবি-র আধেকের বেশি ব্যাংকের মালিক কেডা ? আমরা।
পিতিবি-র পেরায় সব MNC-র মালিক কেডা ? আমরা।
পিতিবি-র পেরায় সব Pharma-র মালিক কেডা ? আমরা।
KFC, Bata, Loreal চালায় কেডা ? আমরা।
দ্যাশে দ্যাশে 'ক্যাসিনো' চালায় কেডা ? আমরা।
দ্যাশে দ্যাশে গুপ্তহত্যা, গুপ্তঘাতক পাডায় কেডা ? আমরা।
পিতিবি-র হীরা, সোনা খনির মালিক কেডা ? আমরা।
" খেলিছো এ বিশ্ব লয়ে, আনমনে আনমনে" কেডা ? আমরা।
দ্যাশে দ্যাশে "ফ্রি ম্যাসন", " ইলুওমিনাতি" দিয়া চাতুরী করি সরকার চালায় কেডা ? আমরা।
পিতিবি-র কুনে কুনে "যুদ্ধ", " অস্ত্র" রপ্তানি করে কেডা ? আমরা।
"ষড়যন্ত্র" তত্ত্ব দিয়া ইহুদী রাজ কায়েমের জাল বুনে কেডা ? আমরা।
এগুনে, তুই-ই ক, ইটি গুলান "তেলেসমাতি" করি আমগের পাছা ফুলি ঢোল হবি না ?
(অনূদিত)
ডিসক্লেইমারঃ অনুবাদ করা হচ্ছে অর্মাজিত, সাব-ষ্টান্ডার্ড, ইতর জনের জবানিতে, আঞ্চলিক, লোকজ জনপদের ভাষায়।
এটি এক ধরনের নীরিক্ষা।
আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
২| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাছাতো ঢোল হইচ্ছে
যখন ফোডাস করি ফাডবিনে
তহন দূনিয়া হুদ্দা মানুষ টেরপাবিনে!!
০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৪
আলাপচারী প্রহর বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪১
শেরজা তপন বলেছেন: উত্তরবঙ্গের ভাষায় কৌতুক বেশ কম।
আমারতো ভাল লাগল। কথা ঠিক