নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

জিবরাইলের বেহেশত (বাংলাদেশ পার্ট) ও দোজখ পরিদর্শন

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:১১

ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৮

নতুন বোতলে পুরনো মদ
.......................................

জিবরাইলের বেহেশত (বাংলাদেশ পার্ট) ও দোজখ পরিদর্শন

জিবরাইল ফেরেশতা আদিষ্ট হইয়া বেহেশত দোজখ পরিদর্শনে গেল। বেহেশতের আঙিনায় গিয়াই আছাড় খাইয়া কোমর ফ্র‍্যাকচার হইয়া গ্যালো।

বেহেশত বাসীর কোনো কাম নাই তাই সারাদিন ভিলেজ পলিটিক্স নিয়া ব্যস্ত। যত্রতত্র পানের পিক ফেইলা আঙিনা পিচ্ছিল কইরা রাখছে আর তাইতেই জিবরাইলের আছাড়।
জিবরাইল দেখলো প্রাসাদ গুলার সাদা দেয়াল পানের পিক ফেইলা লাল কইরা ফেলছে। লাল পিলারগুলাতে পানের চুন দিয়া যা তা অবস্থা।

হুর লইয়া কি করতাছে জানি না, গেলমানেরা (প্রমোদ বালক ?!?!) ক্রিষ্টাল গেলাসে মদীরা ভইরা ছুটাছুটি করতাছে।
(গেলমান, খুব খেয়াল কইরা ফারুইক্কা!)

জিবরাইল বিরক্ত হইয়া গেলো দোজখে। ভিতরে ঢুইক্কা দ্যাখে কি, এলাহি কারবার ! কিয়ের আগুন কিয়ের তাপ ? ইগলুর মতো ঠান্ডা বড়িয়া বড়িয়া ডোম !!!
ক্যামনে কি ??

ঘটনা হইলো, দোজখে হান্দাইছে আইনষ্টাইন থেইক্যা হালের স্টিফেন হকিং পর্যন্ত দুইন্যার বিজ্ঞানী আর নাস্তিক। হালারা, থুক্কু বিজ্ঞানীরা মিল্যা আগুন আর তাপ কামে লাগাইয়া শক্তি বানাইয়া সেন্ট্রাল এসি ইত্যাদি ইত্যাদি বানায় লইছে।
ঐহানে আরও আছে দুইন্যার তাবৎ নাইক্যা। এক ডোমে "জিনা লো লো ব্রিজ্রিতা"-রে কোলে লইয়া বইস্যা আছে বিজ্ঞানী আইনষ্টাইন, আরেক ডোমে আমগো এরশাদ কাক্কু " পরীমনি"-রে সোহাগ করতাছে।

জিবরাইলের মতিভ্রম হইলো। ঘোষণা দিলো, "আমি এহানেই থাকবাম! "

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: পরী মনি কে তো অন্য এরশাদ সোহাগ করবে কেন? রাজ কি দোষ করল?

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩২

আলাপচারী প্রহর বলেছেন: এরশাদ হইলো ঐ শ্রেনীর পুরুষের প্রতীক।

২| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এইটা কোন পরী?
হুর পরী মনে হয়!

৩| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৭

কামাল৮০ বলেছেন: দুটি বর্ননাই বাস্তব সম্মত হইছে।তবে পরীমনি এখনো মরে নাই।তাকে নিয়ে বলা ঠিক হয় নাংই।ডানা ওয়ালা পরী হলে ঠিক আছে।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৭

আলাপচারী প্রহর বলেছেন: আমার বজ্ঞানিক বন্ধুরা আমার ভুল ধরাইয়া দিল।
"পরীমনি" তো দ্যাশে আছে, মরে নাই।

আমি জ্ঞ্যান দিলাম, বংলাদ্যাশ ঐহানে আছে।
অনেক বজ্ঞানিক আমার ভুল ধরাইয়া দিল।
"পরীমনি" তো দ্যাশে আছে, মরে নাই।

আমি জ্ঞ্যান দিলাম, বংলাদ্যাশ ঐহানে আছে।

৪| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২২

জ্যাকেল বলেছেন: যাউক গা ইস্টিফেন হকিং না আইয়া বুয়েট ইঞ্জিনিয়ার লাগাইলেই বাংলাদেশ পার্ট টা বাস্তব হইয়া যাইত। হেঃ হেঃ হেঃ =p~ মআ আছে মাইরি।

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৫

আলাপচারী প্রহর বলেছেন: আলবৎ । ঐটা হওয়াই উচিৎ ছিলো। ধন্যবাদ।

৫| ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৮

বিটপি বলেছেন: পোস্ট রিপোর্ট করতে চাইলাম - রিপোর্ট রিজেক্ট করল। কারণটা কি? ব্লগার কি মডূদের কেউ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.