নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরে জন্ম নিবন্ধন

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৯


ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৮

জন্ম নিবন্ধন

ঢাকা মহানগরীতে অনলাইন জন্ম নিবন্ধন চলতাছে। আমগো লাল মিয়ার নিবন্ধন উল্টাপাল্টা 69 হইয়া গেলো।
তার নাম লাল মিয়া,
তার বাপের নাম সোনা মিয়া।

গ্রহের ফেরে আউলা ঝাউলা হইয়া গেলো।
তার নাম হইল সোনা মিয়া,
বাপের নাম লাল মিয়া।

কাউন্সিলরের কাছে বিচার দিলো লাল মিয়া।

কাউন্সিলর ঘটনা বুইঝা সেক্রেটারিরে দিলো ধমক,
"মিয়ার জায়গায় মিয়া রাখ,
সোনা কাইটা লাল কইরা দে ।"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৪

ইমরোজ৭৫ বলেছেন: ২০০৭ সালে যত জন্মনিবন্ধন হয়েছে তা ভলিয়মে সঠিক লেখা আছে। কিন্তু ২০১৪ সালের দিকে যখন সব অনলাইনে আপলোড করেছে তখন অনেক নামে বানান ভুল, তথ্য বিভ্রট হয়েছে।

নিজের সন্তানের ভবিষৎ এর কথা চিন্তা করে নিজেদের জন্মনিবন্ধন ঠিক করি। কারন বাপ মা জন্ম নিবন্ধন ভুল থাকলে কি ভোগান্তি তা আমি বুঝি। কারন আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি।

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১২

আলাপচারী প্রহর বলেছেন: ঠিক বলেছেন।

সামান্য ভুলের জন্য ডিসি অফিস যেতে হয়। ভয়ংকর জায়গা।

২| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৪

ইমরোজ৭৫ বলেছেন: এখন সামান্য ভুলে ডিসি অফিসে যাওয়া লাগে না।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৮

আলাপচারী প্রহর বলেছেন: আমার যাওয়া লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.