নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

Turning the mow - কৌতুক

২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৬

ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/১০

(অনুবাদ)

সুন্দরবনের বাঘ ধরার ৫ তরিকাঃ

১. আমেরিকান স্টাইল ঃ বাঘেরে প্রলোভিত কর তোমাকে ধরার জন্য । তারপর ঘ্যাচাং করে জাল ফেলে ধরে ফেল।

২. চাইনিজ স্টাইল ঃ হালারে থুক্কু বাঘেরে দাবড়াইতে থাকো দাবড়াইতে থাকো, হালার বাঘ ক্লান্ত হইলে তারপর ধরে ইত্যাদি ইত্যাদি...

৩. আরব স্টাইল ঃ বাঘিনীরে ধরো, বাঘিনীর সাথে ইচিং বিচিং করো, বাঘ নারী জাতির ইজ্জৎ রক্ষার্থে আপনা ধরা দিবে।

৪. ইন্ডিয়ান স্টাইল ঃ "তেরে আসমা আয়ি হ্যায়" বলে হৃদয় বিদারক গান জুড়ে দিবে। আবেগে বাঘ আপনা এসে ধরা দিবে।

৫. বাংলাদেশী স্টাইল ঃ র‍্যাব "Random basis" যে কাউকে তুলে নিবে। রিমান্ডে "মৃদু জিজ্ঞাসাবাদে" সে স্বীকার করবে সে আসলে বাঘ। মানুষের ভেক ধরছে।

(শুনো "ধুলো বালি ছাই", র‍্যাবের বয়ান তোমার বিশ্বাস করা না করায় কিচ্ছু আহে যায় না।
কথা ক্লিয়ার ? )

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১১

ফেনা বলেছেন: কৌতুকে মজা পাইছি।

ভাল থাকবেন।

২| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব স্টাইলেই কাজ হবে।

৩| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি।

৪| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২০

হাবিব বলেছেন: সময় নষ্ট

৫| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

আলাপচারী প্রহর বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

আলাপচারী প্রহর বলেছেন: ঠিক

৭| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৭

কামাল৮০ বলেছেন: ৩নং টা আরবদের জন্য ঠিক আছে।কানাডায় প্রয়োগ করতে গেলে ট্রাকিং যন্ত্র গায়ে ফিট করে দিবে।থাকো দুই বছর।
আমার এক পরিচিত লোক ১৪ বছরের এক মেয়ের সাথে ফেসবুকে আলাপ সালাপ করতে ছিলো।মেয়ের মা অভিযোগ করায় এখন ঘর বন্দি।প্রধান দরজার চৌকাঠ পার হয় না গত এক বছর।এর নাম কানাডা।

৮| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.