নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর্ফ জামান সুজন

আর্ফ জামান সুজন

আর্ফ জামান সুজন › বিস্তারিত পোস্টঃ

সাব্বাশ!! কুঅভ্যাস!!

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

পৃথিবীর সকল খারাপ অভ্যেসের সবচেয়ে ভাল দিক হচ্ছে আপনি এর ভয়বহতা হাতেনাতে পাবেন না। একটু গুছিয়ে বলছি। ধরুন আপনি আজকে একটা সিগারেট খেলেন। কালকে সকালেই আপনি ক্যান্সার নিয়ে ঘুম থেকে উঠলেন। এমনটি জানলে আপনি কখনোই ধূমপান করবেন না। কিন্তু ঐ যে খারাপ অভ্যেসের ভাল লাগার দিক যে সেটাই। যে প্লেনটি লস অ্যান্জেলস যাবে সেটি যদি মাত্র ১ ডিগ্রীও রুট থেকে বিচ্যুত হয় তবে সেটি গন্তব্যস্থল থেকে ১৫০ মাইল দূরে কোন অন্য দ্বীপে গিয়ে অবতরণ করবে। কিন্তু বিমানচালকের কাছে মনে হবে সেতো মাত্র ১ডিগ্রী সরে এসেছিল।
এরিস্টটলে একটি উক্তি ছিল এরকম যে আপনি যা করেন তার ৯৫ শতাংশই আপনার অভ্যাসের ফল। আমরা যা শিখি তার বাস্তব প্রয়োগ খুব কমই করি। এই যেমন ধরুন হিসাববিজ্ঞানের জাবেদা। এর মূল উদ্দেশ্যই হচ্ছে দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করে রাখা। কিন্তু আমরা আমাদের নিজেদের প্রাত্যহিক জীবনে খুব কমই সেটা করে থাকি। জাবেদা হতে যে হিসাবচক্র শুরু হয় তার ফলাফল ব্যবসাকে যেমন হালনাগাদ রাখে ও পরিচালনা সহজ করে তেমন প্রতিক্রিয়া আমাদের জীবনেও সম্ভব।

পরমাণু বিজ্ঞানী আব্দুল কালামের একটি বিখ্যাত উক্তি ছিল- তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না। কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। আপনি যদি নিজেকে অভ্যাসের দাস মনে করেন তবে আপনি ইহকাল ও পরকাল উভয়ই হারাবেন। কিন্তু যদি নিজেকে আল্লাহর দাস মনে করেন তবে আপনার অভ্যাসগুলোই আপনাকে একজন ঈমানদার বান্দা হিসেবে গড়ে তুলবে। এই যেমন ধরুন সালাত। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পিতামাতাদেরকে তাদের সন্তানদের শুধু সালাতের শিক্ষা দিতেই বলেননি বরং দশ বছর বয়সে সালাতের অভ্যাস গড়ে তুলতে বলেছেন।

মনে রাখবেন ধীরে ধীরে আমার সেই পরিণতির দিকেই চলে যাই যেটি আমার প্রতিনিয়ত করছি। আপনার অভ্যাসগুলোর ফলাফল চক্রবৃদ্ধিহারে আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু সে জন্য আপনাকে শুধু ধৈর্য্যশীল হতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.