নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ চঞ্চল

আমি খুব সাধারন একজন প্রানি।মানুষ হওয়ার চেস্টায় আছি,,,,,,,

আরিফ চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

তুমি ভন্ড!! আমিও ভন্ড!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

তুমি ভন্ড!

বোরখা ছাড়া কোথাও বের হওনা,অথচ বিয়ের অনুষ্ঠানে তোমার সাজ দেখলে ভয় লাগে।



তুমি ভন্ড!

তুমি নাকি রাজনীতি কে ঘৃণা কর,অথচ তুমি প্রায়ই একটি নির্দিষ্ট দলের পক্ষ নিয়ে পোস্ট দাও।



তুমি ভন্ড!

তুমি কি এঞ্জেল?তুমি কিভাবে নিজেকে এঞ্জেল ভাবও?নাকি তুমি প্রিন্স অথবা প্রিন্সেস?তানাহলে নিজের নামের পিছনে এই টাইটেল লাগাও কেন?

তুমি সারাদিন নিজে সেলফি আর কুলফি দিয়ে ফেসবুক ভরে রাখও।অথচ যারা সেখানে কমেন্টস করে,তাদের কোনটারই রিপ্লাই দাওনা।এটা কি?নাকি নিজের সৌন্দর্য সবাইকে দেখানোর ইচ্ছা?সেটা ভালো,কিন্তু বন্ধুদের কমেন্টসের রিপ্লাই দিবেনা?তাহলে বন্ধুত্ব করেছিলে কেন?নাকি শুধু নিজের স্ট্যাটাস বাড়াতে বন্ধুর সংখ্যা বাড়িয়েছ?আসলে তুমি ভন্ড,চাও সবাই তোমার পিছে পিছে ঘুরুক,কিন্তু তুমি পাত্তা দিবেনা।



তুমি ভন্ড!

নিজের প্রোফাইলে অন্যের ছবি দিয়ে রাখো?কেন নিজেকে অন্যের কাছে ছোট করার এই নীতি?নাকি চাও বন্ধুদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবে?আসলে ঠিক টা নয়।তুমি চাও বন্ধুত্ব করবে ঠিকই,কিন্তু শুধু মুখে মুখে।মন থেকে নয়।মন থেকে হলে তো সামনে আসতে সমস্যা থাকার কথা নয়।



তুমি ভন্ড

মানুষ কে ইনবক্স এ গিয়ে নিজের পিকচার এ লাইক চাও? যেচে যেচে লাইক চেয়ে কাকে ছোট করছো?

তুমি ভন্ড পোস্ট করবে ঠিকই, কিন্তু কারোও কমেন্টসের রিপ্লায় দিবেনা।আর ছেলেরা খারাপ কথা বললে তাদের দোষারোপ করবে।



তুমি ভন্ড

নিজেকে কি মনে করো?তুমি কারোও পোস্ট এ খারাপ কথা বললেই সবাই তোমাকে বাহবা দিবে?নাহ আড়ালে সবাই তোমাকে খারাপই ভাবে।তাহলে কেন নিজেকে খারাপ করার প্রতিযোগিতায় নামানো?



আমি নিজেও ভন্ড,এত কিছু দেখেও সারাদিন এখানেই পড়ে থাকি।



পুনশ্চঃ এগুলা আমার ফেসবুক এর অভিজ্ঞতা থেকে বললাম,জানি অনেকেই মনে কস্ট পাবে।কিন্তু আমি নিজের কাছেই নিজের দোষ আর সমালোচনা করছি মাত্র।



aarif chanchal

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫১

আমিনুর রহমান বলেছেন:




ভন্ড +

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

আরিফ চঞ্চল বলেছেন: ঠিক বলেছেন ভাইজান

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৮

কলমের কালি শেষ বলেছেন: ভন্ডবৃন্দ... নিজেদের চরকায় পঁচা মবিল না ঢেলে ডিজেল অকটেন ঢালেন । তা না পারলে অন্তত কেরোসিন ঢালেন তাও কাজে দিব ।

নিচের পুনশ্চতের শেষ লাইন বাদ দিয়ে আপনার সাথে একমত । :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

আরিফ চঞ্চল বলেছেন: ধন্যবাদ ভাইজান।চেস্টা করবো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: ভন্ডরা ভন্ডামী করে !!! :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

আরিফ চঞ্চল বলেছেন: ধন্যবাদ ভাইজান।আমিও তাই বলেছি

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

তাসজিদ বলেছেন: আমরা সবাই কি ভণ্ড????????????????

৫| ০৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

আরিফ চঞ্চল বলেছেন: সবাই নয়,কেও কেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.