![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটবল বিশ্বকাপের সময় অন্য দেশের পতাকা লাগিয়ে বাংলার আকাশ ছয়লাভ,অথচ নিজের দেশ ক্রিকেট বিশ্বকাপ খেলছে, কই একটা পতাকাও তো কেও উড়াচ্ছেনা। এটা কে কি বলবো? দেশের প্রতি ভালবাসা নাকি পতাকার প্রতি সম্মান? আমি স্বপ্ন দেখি এখনও। সকালে ঘুম থেকে উঠে দেখব বিজয় দিবসের মতই বাংলার আকাশ লাল সবুজের পতাকায় ছয়লাভ(বিশ্বকাপ খেলার সময়)।
পুনশ্চঃ পতাকা উড়ানোর নিয়ম আছে জানি। কিন্তু যখন অন্য দেশের পতাকা উড়াতে নিয়মের বালাই নেই,তবে নিজের পতাকা উড়াতে কেন এত নিয়ম মানতে হবে?
aarif chanchal
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
আরিফ চঞ্চল বলেছেন: হাহাহাহা
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
'ছয়লাভ' না হয়ে সাতলাভ হবে!