নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তি-২

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৩

কবিতায় সাচ্ছন্দ ছিলোনা সেদিনও
তেমনটাই আজ প্রান নেই,
অমিল ছন্দের পুন্জিভুত ক্ষতগুলো
কেবল নির্বাসিত এক নিরবতা
যেখানে তুমি বলে কেউ ছিল না আধো।

ফিরতি ট্রেনেই ফেরার কথা ছিলো সেদিন ,
তোমার নীলাভ চোখের গভীরতম চেয়ে থাকা
আমার বেড়েউঠা দায়িত্ববোধ এর কাছে
কেমন মলিন অসহায় দেউলিয়া
তবু বুকের গহিনে ব্যাথার সম্মোহন আর
আমার বেঁচে থাকা মৃতের মতো।

অপ্রাপ্তি আসলে চিরকালের লালিত যন্ত্রনা
শুদ্ধ হাসির আরালে কান্নার কালো মেঘ নিয়ে
এক আজলা ঝড়ের আপোষ,
হাজার মাইল দুরত্ব আজ বড় অসহ্য লাগে।

প্রিয়তি যানো, আমি আর বেঁচে নেই
চেনা মানুষের অদেখা রুপ দেখে দেখে বিরক্ত খুব
ভাবছি একদিন ফিরে যাবো
জীবনে ফেরার ইচ্ছে হয় অদম্য ।

তোমাকে মনে করতে পারছি না আর
মুখশ্রী কিংবা তোমায় নিয়ে প্রিয় কোন স্মৃতি কিচছু না
মনে হয় ভুলেই গেছি তবে
তোমার অস্তিত্ব আমার মত করে
কেবল তোমাকে ভুলবার এত আয়োজন ।







[link||view this link]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: বেশ আবেগ দিয়ে লেখা কবিতা। ভালো।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০১

সুনীল সমুদ্র বলেছেন: ভালো লাগলো। সুন্দর কবিতা।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়ার কাছে ফেরার ইচ্ছা শক্তিই হাজার মাইলের ব্যবধান কমিয়ে আনতে বাধ্য। ভালো আবেগ আছে।
তবে বেশ কিছু টাইপো রয়ে গেছে।

শুভকামনা জানবেন।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৫

এস সুলতানা বলেছেন: অপ্রাপ্তি আসলে চিরকালের লালিত যন্ত্রনা
শুদ্ধ হাসির আরালে কান্নার কালো মেঘ নিয়ে
এক আজলা ঝড়ের আপোষ,
হাজার মাইল দুরত্ব আজ বড় অসহ্য লাগে।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

আখেনাটেন বলেছেন: প্রিয়তি যানো, আমি আর বেঁচে নেই -- সব্বোনাশ, ভূতেরাও ইদানিং ব্লগিং শুরু করেছে। হা হা হা।

যাহোক, ভাল্লাগছে,,,,,,,, চলুক প্রিয়তিদের কাছে টানার সাধনা, যেমনটা টেনেছে কৃষ্ণ......।

*বানানে আর একটু সতর্ক হলে ভালো হয়। :D

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৪

আমিনুর রহমান বলেছেন:


এখনো বানান ঠিক করতে পারলি না :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.