![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ
মুক্তিযুদ্ধ, হ্যা মুক্তিযুদ্ধই তো ! আমি সেই মহান মুক্তিযুদ্ধের মহান যোদ্ধাদের নাম গায়ে জড়িয়ে ধরে রাখা সৌধ হতে চেয়েছিলাম, আমি যে এলাকার এই মহান মানবদের গায়ে জড়াতে চেয়েছিলাম সেখানে ৩৫০ জনের মত মুক্তিযোদ্ধা আছেন, কিন্তু সব থেকে আফসোসের ব্যাপার হল, এই এলাকার অধিকাংশ জনগণ ই তাঁদের সম্পর্কে জানেই না ! আর যে হারে এখন যোদ্ধার সংখ্যা বাড়ছে তাতে ভবিষ্যতেও যে আসল যোদ্ধাদের তারা জানবে, এর কোন সম্ভবনাই নাই ! তাই, আমি এখনই চেয়েছিলাম তাঁদের সঠিক নাম গুলো আমার বুকে গর্ব করে জড়িয়ে রাখতে, চেয়েছিলাম নতুন প্রজন্মের কাছে তাঁদের অন্তত একটা পরিচয় দান করতে, আমাদের সর্বকালের সেরা সন্তানদের একটা ন্যূনতম পরিচয় ! কিন্তু, হাইরে আমি কলি হয়ে ফুল ফোটা তো দূরে থাক অঙ্কুরেই নষ্ট হয়ে গেলাম, কিছু তথাকথিত দেশ প্রেমিক সেনানীদের জন্য ! কারণ আমি যাদের হাতে স্বপ্ন দেখেছিলাম তারা তো আর তথাকথিত রাজার নীতি বিদেরা নয়, তারা যে আম-জনতা , দ্যা কমন ম্যাংগো পিপল !!! হায়রে সৌধ, ধিক তোমাকে !
©somewhere in net ltd.