![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ
আমার আদর্শ হইল জিয়া পরিবার। এই পরিবারের কর্তাকে কেউ কেউ আদর করে সৎ খুনী ডেকে থাকেন ! সৎ খুনী কেন ডাকা হয় তা দয়া করে জিগাবেন না !! এখন কথা হইল এই পরিবার আমার আদর্শ হওয়ার কারণ কি? কারণ জানতে চাইলে একটু ফ্ল্যাশ ব্যাকে যাইতে হইবেক ! জিয়া সাব যখন মারা/নিহত হলেন (কেউ কেউ আবার আদর করে শহীদ বলে থাকেন) তখন কথিত আছে যে তিনি তাঁর পরিবার আই মিন বেগম জিয়া, তারেক ও কোকোর জন্য কিছুই রেখে যান নাই (কেন সৎ খুনী বলা হয় বুঝে আসছে ) । ৫ বছরের প্রেসিডেন্ট কিন্তুক !! তো এই পরিবারকে শ্রদ্ধা (!) বশত সরকার তাদের ভরণ পোষণের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন এবং কি কি ইস্যু করল আসুন দেখে নিঃ
১. জরুরি ভিত্তিতে ১০ লক্ষ টাকা নগদ মঞ্জুরি
২. এক টাকা দামে ঢাকায় অভিজাত এলাকায় বাড়ি (আগে লোকে শখ করে হাওয়া ভবন বলিত)
৩. ২৫ (!) বৎসর না হওয়া পর্যন্ত তারেক কোকোর দেশের বাইরে এবং ভিতরে সব খরচ এবং প্রতি মাসে মাথাপিছু ১৫০০ টাকা ভাতা ।
৪. তাদের পরিবারের ৩ সদস্যের দেশের বাইরে এবং ভিতরে সকল খরচ সরকারের !
৫. সরকার গাড়ি দিবেন এবং ড্রাইভার ও তেল সরকারি !
৬. এই পরিবারকে টেলিফোন বরাদ্দ দেওয়া হবে এবং তাও সরকারের খরচ, বিল সহ !!
৭. বাড়ির গ্যাস, পানি, বিদ্যুৎ বিল সরকারের !!!
৮. খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারি ও মাত্র পাঁচ (!) গৃহ ভৃত্যের খরচ ও সরকারের !
* তো এমন একটা পরিবার যাঁদের কিছুই ছিল না, সেখান তারা আজ যে পশিসনে এসছে, সে যে ভাবেই হোক না কেন , অবশ্যই সকলের আদর্শ হওয়ার দাবি রাখে *
আর এই পরিবার সারাটা জীবন সরকার তথা জনগণের টাকায় চলে এসেছে, সো আজকে এসেও যদি সেই জনগণের টাকা খায় তাতে তো কোন সমস্যা দেখি না !! এখণ কি এই পরিবারকে আদর্শ বানাইতে কারো কোন সমস্যা আছে? সমস্যা থাকলে জাইনা লন সামনে কিন্তুক তারাই আসিতেছে, সো সময় থাকতে পালটি মারেন
#জিয়াপরিবার , যুগ যুগ জিও
১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০
অভি-সৈনিক বলেছেন: ধন্যবাদ ভাই, আরো অনেক কিছু জানতে পেরেছি, কোন তথ্য লাগলে জানায়েন !
২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৯
নিষ্কর্মা বলেছেন: একটাকা দামের বাড়ীর নাম হাওয়া ভবন না মনে হয়, একটু খোজ খবর করে লিখবেন। Click This Link হলে টিপিক্যাল আম্লীগের পুস্ট মনে হয়, যারা জিয়াকে হাবিলদারের চেয়ে বেশি কিছু মনে করতে চায় না।
সেই হিসাব করলে কিন্তুক লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টকেও তো ফেরেপবাজ দালাল ছাড়া অন্য কিছু মানতে মন চাইবে না অনেকের।
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:১০
নিষ্কর্মা বলেছেন: একটাকা দামের বাড়ীর নাম হাওয়া ভবন না মনে হয়, একটু খোজ খবর করে লিখবেন। না হলে টিপিক্যাল আম্লীগের পুস্ট মনে হয়, যারা জিয়াকে হাবিলদারের চেয়ে বেশি কিছু মনে করতে চায় না।
সেই হিসাব করলে কিন্তুক লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টকেও তো ফেরেপবাজ দালাল ছাড়া অন্য কিছু মানতে মন চাইবে না অনেকের।
৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৪
অভি-সৈনিক বলেছেন: জিয়া কে এবং কেমন ছিল, আপনি একটু খোঁজ নিয়েন ! আপনি যে খাটি বি এন পি এতে সন্দেহ নাই ! ধন্যবাদ !
৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৮
রুম৭৪ বলেছেন:
৬| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৬
ean25 বলেছেন: রেফারেন্স দিন।
তা নইলে এই পোষ্টকে আষাঢ়ে গল্প ধরে নিতে বাধ্য হব।
৭| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৫
অভি-সৈনিক বলেছেন: একটু বই পত্র ঘাটুন , না কি? পড়াশোনা তো দেশে আর দেখি না, শুধু কোটা আর কোটা !
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: অসাধার তথ্য, আগে জানা ছিলনা, প্রিয়তে নিলাম আপনার পোষ্টের রেফারেন্স নিয়ে আমিও একটা পোষ্ট দিবে ইনশআল্লাহ।
এই জিয়া পরিবার হলো জাতীয় র্দুনীবাজ পরিবার,
জিয়া পরিবারের ৪ জন সদস্য র্দুনীতে জড়িত,
জিয়া অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হরণ করেন।
খালেদা জিয়া জরিমান দিয়ে কালো টাকা সাদা করেছেন।
তাদের আর আরফাত বিদেশে রাষ্ট্রয় টাকা পাচার করেছেন এবং তা জলজ্যেন্ত দেশে ফিরে এসেছে।