নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী, একজন অতি সাধারণ বাংলাদেশী।

ভালবাসি লিখতে, ভালবাসি মত প্রকাশ করতে। ঢেউয়ের প্রতিকূলে লড়াই করে বাঁচতে চাই।

অভি-সৈনিক

সাধারণ

অভি-সৈনিক › বিস্তারিত পোস্টঃ

মুভি দেখুন, সুস্থ থাকুন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

হু, রিভিউ দিমু, আমার দেখা সেরা মারাত্বক সিনেমার রিভিউ যাহা আপনাকে মাইরা ফালাইতে সক্ষম ! ভয় পাইয়েন না, মারা নাও যাইতে পারেন !



মুভি নেইমঃ Life of Brian (1979)

জেনারঃ খ্যাক খ্যাক !

রেটিংঃ ৮.১/১০ এবং ৯৬% !

আমারঃ দিতাম না !

(রিভিউ ২-১ কথায় লিখতে পারলে ভালো হইত, বেশি কথা পাবলিকে খায় না :P)



শুরুর ক্যাচালঃ সিনেমা দেখানোর শুরুতেই সতর্ক কইরা দিলাম, ইহা কিন্তু একটা মারাত্বক ভয়ানক মুভি ! এবং কারণ টা নান আদার দ্যান ধর্মীয় কারণ (স্যাটায়ারে সমস্যা থাকলে দূরে থাকুন) ! কাহিনী মন্টি পাইথনের স্যাটায়ার টীমের লেখা (এদের কাজই কিন্তু এই)! সো বি ভেরী কেয়ারফুল ! এতো সূক্ষ ভাবে সেন্স অফ হিউমার মনে হয়না আর কোথাও ইউজ হইছে ! আমার মতে সেরা কমেডি (আরো অনেক সংস্থায় আমাকে সাপোর্ট দিছে :P)!



কাহিনী সংখেপঃ আমাদের সবার জানা জ্ঞানকে প্রথমেই বৃদ্ধাঙ্গুলি ! ক্রুসিফাইড করা হইল ব্রেইন নামের একজনকে কিন্তু কেন, করা তো হবে যীশুকে !! হাহাহা, টুইস্ট মাইরা শুরু দিলাম, দেইখা বুইঝেন !যাক কাহিনী শুরু হইল আসমান থেকে কয়েকজন ফেরেস্তা নামার মাধ্যমে এবং নাইমায় অতি অলসতার ফলে (হেহেহে) ব্রেইনের মাকে প্রচুর জান্নাতী উপহার দিলেন এবং ব্রেইনকে নবী বলে আখ্যায়িত করলেন (:D)। কিন্তু তাহা কি সম্ভব? অলসতা ভাইঙ্গায় কিছুক্ষন পরে তাঁহারা বুইঝা নিলেন আসলে এই উপহার জেসাসের জন্য, ব্রেইন তার পাশের বাড়িতে জন্ম গ্রহন করায় ভুল করে তাকে দেয়া হয়েছে (ফাজলামোর সীমা আছে ০_O)। ফিরিয়ে নেওয়া হলো সবকিছু, ব্রেইন বড় হয়ে উঠলেন কিন্তু বিধিবাম একটা বিব্রতকর অবস্থায় পড়ে লোকসমাজে জেসাসের আগেই একটা মারদাঙ্গা বয়ানে এলাম দিয়ে ফেললেন। সাথে সাথে হাজার হাজার মানুষ তাকে ফলো (লাইক ফেবু :D) করা শুরু করলো। কাহিনীও স্টার্ট হইল, এবার দেখা শুরু করেন ! মুভি দেইখা বুইঝা নিয়েন শেষ ক্যামনে হয় আর আমার উপরের টুইস্ট !



এক্সপার্ট অপিনিয়ন (:P) - কমেডি আর কমেডি এন্ড ইট ইজ এট ইটস বেইস্ট! হাসতে হাসতে যেকোন কিছু (হাগু মুতু) হইয়া যাইতে পারে ! আমরা সিনেমা দেখার ফাঁকে ফাঁকে আগে হাইসা থাকলে এবার হাঁসার ফাঁকে ফাঁকে সিনেমা দেখুন ! আপনার হাসির চোটে এলাকায় শব্দ দূশণের কমপ্লেইন হইতে পারে, সো বি কেয়ারফুল ! স্পয়লার দিলাম, কোন কিছু উধাও হয়ে যাওয়ায় যে অসাধারণ হাসির জন্ম দিতে পারে তা এইটা না দেখলে বুঝবেন না আর গান যে মানুষের গায়ে ফোসকা ফালাইতে পারে তাও বুঝবেন ! যাক, শেষ করছি বাট শেষ করার আগে জীবনের সেরা সময় পাস করার আমন্ত্রণ জানাচ্ছি (বিফলে মূল্য ফেরত :P)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: টরেন্ট লিংক দেন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

মাইনুল পাভেল বলেছেন: Torrent link :

Click This Link)?tab=summary

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.