নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
স্বপন সাহেব বাংলাদেশের একজন টপ স্মাগলার। পার্লামেন্টের ছোট খাট এম.পি. মন্ত্রীরা তার কথায় ওঠেন বসেন। তাই, ওনার মতো একজন V.I.P যখন আমার বাসায় আশ্রয় নিলেন, তাও আবার জীবন বাঁচাতে, তখন বেশ অবাক হলাম।
ঈদের পরদিন বলে, ব্যস্ত শহরেও নেমেছিলো ঘুমের পরীরা। তখন সন্ধ্যারাত। এইসবে রাত আটটার খবর দেখে, আমি সামনের ঘরের লাইট নেভাতে এসেছি। বাসায় আমি একা, স্ত্রী বাবার বাসায় গেছেন।
সুইচ টিপতে গিয়েই বিষয়টা লক্ষ্য করলাম, দরজার ওপাশে কেউ ঘাপটি মেরে আছে।
-নিশ্চয়ই ডাকাত!
ভয়ে আতঙ্কে আমি জমে গেলাম। কিন্তু, কলোনীর ভেতরে ডাকাত এলো কিভাবে! দারোয়ানগুলোই বা কোথায়?
রান্নাঘরে শুধু একটা দা আছে, আমি শুধু সেটা দিয়ে আত্নরক্ষা করবো কিভাবে?
- এমনসময় লোকটা কেঁদে উঠলো,"প্লিজ ভাই আমাকে বাঁচান। ওরা আমাকে খুন করে ফেলবে। প্লিজ দরজা খোলেন।"
উত্তেজনায় স্নায়ুর ওপর কোন নিয়ন্ত্রনই ছিলো না। ঝট করে দরজা খুলে উঁকি মারতেই, সিঁড়ির আধো আলো ছায়ায় দেখতে পেলাম, স্বপন চৌধুরীকে।
সব ডিটেইল লেখার মতো সময় বা ধৈর্য্য কোনটাই আমার নেই। স্বপন চৌধুরীর জবানীতে শুনলাম, তার বিশ্বাসঘাতক ড্রাইভারটাই হয়তো নাটের গুরু। কে বা কারা তার চলন্ত গাড়িতে গুলি চালায়। দু'জন বডিগার্ডের একজন নিশ্চিত মরে গেছে। উনি প্রায় মাইল খানেক দৌড়ে, পালিয়ে এই কলোনীতে ঢুকেছেন। শুনলাম, দারোয়ানরা তাদের রুমে বসে টিভি দেখছে।
বিস্ময়ের প্রথম ধাক্কা সামলে আপনি প্রশ্ন করলাম
-"আপনি দারোয়ানদের বলেননি কেন?"
-"ওরা দারোয়ান সহ আমাকে ব্রাস ফায়ার করতো!"
আমি ঠিক ধরতে পারলাম না, কারা বেশি বিপজ্জনক, ডাকাত নাকি 'ওরা'।
-"আপনাকে 'ওরা' কেন মেরে ফেলতে চায় বলুনতো?"
-"আমি জানি না, কারা আমার পেছনে লেগেছে। তবে কালকে মধ্যে আমি প্রত্যেকটাকে জাহান্নামে পাঠাবো..."
বাসার সব বাতি নেভানো, আমাদের বেডরুমে স্বপন চৌধুরী আর আমি ফ্যান ছেড়ে বসে আছি। স্বপন চৌধুরীর শার্টে খুব সম্ভব বডিগার্ডের রক্ত লেগে আছে, কেমন জানি বিকট একটা গন্ধ আসছে। এটা কি রক্ত না মদের গন্ধ তা ধরতে পারলাম না। এর মধ্যেই অন্ধকার রুমটায় সময় যেন আস্তে চলা শুরু করেছে।
-"বাসায় আর কেউ নেই?"
তিনি ফিসফিসিয়েই প্রশ্নটা করলেন।
-"না, নেই।"
-"একচুমুক Brandy পাওয়া যাবে?"
কোন V.I.P বাসায় এসে Brandy চাইতেই পারে, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আমি তো ওসব খাই না।
-"পেপসি আছ...."
-"প্লিজ এটা ভরে পেপসি নিয়ে আসুন।"
সিনেমায় শিল্পপতিরা এসব পেট চ্যাপ্টা বোতলে করে মদ খায়।
আমি অন্ধকার রুমে স্বপন চৌধুরীর দামী ফোনের আলোয় দেখতে পেলাম, উনার চোখে মুখে ক্রোধ, উনি কাউকে ম্যাসেজ পাঠাচ্ছেন বোধ হয়।
আমি লাইট না জ্বালিয়েই ফ্রিজের আলোয় পেপসি ঢালতে লাগলাম। বেডরুম থেকে স্বপন চৌধুরীর উত্তেজিত কথা বার্তা কানে এলো। কাউকে ফোন করেছেন। শুধু শুনলাম, "তিন তালায়...তিন তালায়, কুইক"।
আমার শুকনো গলায় পেপসি ঢালার আগেই, দরজায় কড়াঘাতের আওয়াজ শুনলাম। সেই কড়াঘাতে আমার বাসার দরজা যে ভেঙে যায়নি তা এক আশ্চর্যের বিষয়!
স্বপন চৌধুরী দৌড়ে বেরিয়ে এলেন।
দরজার ওপাশ থেকে একজন-"স্যার-স্যার বলে চিল্লাতে লাগলো।"
স্বপন চৌধুরী দরজা খুলে দিলেন। একটা গুন্ডা মতো লোক হাতে কালো রিভলবার নিয়ে ঘরে ঢুকলো।
-"শমসের হোম মিনিষ্টারের পি.এস."
উত্তরে আমি ভাষা হারিয়ে ফেললাম। তবে স্বপন চৌধুরী বেশ খুশি হয়েছেন। সিঁড়িতে আরো ১০-১২ জন অস্ত্র হাতে দাড়িয়ে আছে।
স্বপন চৌধুরী যাওয়ার আগে আমাকে শাসিয়ে গেলেন। এই ঘটনা জানাজানি হলে তিনি আমাকে আস্ত রাখবেন না।
২.
সকালে স্ত্রী-শ্যালকের ডাকাডাকিতে ঘুম ভাঙলো।
শ্যালক ফ্রিজের সামনে পেপসির বোতলের পাশে আরেকটি বোতল দেখে একদম চুপ মেরে গেছে। বোতলটা সে লাথি দিয়ে সোফার নিচে পাচার করে দিয়ে আমার পাশে এসে বসলো।
-"দুলাভাই, ঐটা কিসের বোতল ছিলো?"
আমি উত্তর দিলাম না।
টিভিতে একটা হাসির নাটক হচ্ছে। কিন্তু নিচের ব্রেকিং নিউজে লেখা,"গতরাতে শীর্ষ মাদক কারবারি স্বপন চৌধুরীর গাড়ির পাশে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশের অনুসন্ধান চলছে। প্রাথমিক ভাবে খুনিকে চিহ্নিত করা হয়েছে..."
আমি যা বুঝার তা বুঝে গেছি।
-"সজল, তোমার আপাকে গিয়ে বলো, আমাদের পাসপোর্ট গুলো এক্ষণ বের করতে"
সমাপ্তি
©প্রান্ত-৫/২২/১৮
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০
ব্লগার_প্রান্ত বলেছেন: আরিগাতো গোজাইমাস (ধন্যবাদ)।
জাপানি ভাষায় বললাম।
২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওয়াতাকিশু ওয়া আনাতা এ ও শিমাশু!!
ইতাদাকিমাচ্,
আতুই ইত্তোদাচ্....
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই....এইটা রোজার মাস। আরিগাতো।
ওয়াতাসি ওয়া নিহোনজিন দে ইয়োকায়দেসু, আনাতা ওয়া এনিমে ও মিমাসু কা?
৩| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাইয়ো নারা!
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮
ব্লগার_প্রান্ত বলেছেন: নাজে নাজে
৪| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:১৬
রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে...।আরো ও থ্রিলার গল্প চাই
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ। রোকন ভাই।
আমি চেষ্টা করবো, পাশে থাকবেন।
৫| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: লেখাটি জমে গেছে - “চলবে” লিখেনি নি কেনো কারণ এখানে না বলা আরো আছে যা পাঠক জানতে চায় থ্রিল সবে শুরু হলো -- - - - - অপেক্ষায় আছি
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: দেখি, ভোটাভুটি করতে হবে।
আপনার মন্তব্যে আমি নিজেই থ্রিল অনুভব করছি।
৬| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২
কাওসার চৌধুরী বলেছেন: গল্পের থিমটা চমৎকার। ভাল লেগেছে পড়ে। শুভ কামনা তোমার জন্য।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
৭| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
কাইকর বলেছেন: অনেক সুন্দর লেখনী। এরপর সাইকো গল্প চাই আপনার কাছ থেকে।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ,
''সাইকো গল্প'' দাঁড়ান আগে একটা প্লট দাঁড় করাই।
আপনিও লিখতে থাকুন।
শুভকামনা।
৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সুমন কর বলেছেন: আরে, এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল...
মোটামুটি লাগল !
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
আমি এভাবেই শেষ করে ফেলি। আরো লিখতে হবে।
৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
স্মাগলার স্বপন চৌধুরী কিছুদিনের জন্য আপন চৌধুরী কিংবা....
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম জুনায়েদ ভাই।
আপনার প্রোপিকটা কিন্তু অনেক বিচিত্র রকমের সুন্দর।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
বৃষ্টি বিন্দু বলেছেন:
এই অল্প বয়সে এত সুন্দর গল্প লেখা সত্যি প্রশংসনীয়। যদিও লেখার ভঙ্গিমায় আরেকটু রস প্রয়োজন। তবে বেশিবেসগি করে লেখা চালিয়ে যাও।
দু'আ রইলো অফুরান।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: আসলে আমি নতুন লেখক বলেই লেখা থমকে থমকে যায়।
দোয়া করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। এমন লিখা নিয়মিত চাই।
২২ শে মে, ২০১৮ রাত ৮:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন:
১২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
মাহিরাহি বলেছেন: 日本語は上手ですね
২২ শে মে, ২০১৮ রাত ৮:৫৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ありがとうございました
১৩| ২২ শে মে, ২০১৮ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: গত এক মাস ধরে প্রতিদিন রাতে একটা করে থ্রিলার মুভি দেখছি।
আপনার লেখা পড়লে মনে হয় না আপনি বাচ্চা। আপনার জ্ঞান, রুচিবোধ এবং ভাষা জ্ঞান যথেষ্ট উন্নত।
আপনি যদি পড়া এবং লেখা অব্যহত রাখেন তাহলে আমার বিশ্বাস একদিন আপনি সামুর নাম্বার ওয়ান ব্লগার হবেন।
২২ শে মে, ২০১৮ রাত ৯:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
সামুর নাম্বার ওয়ান ব্লগার এখন আপনি, আপনার সাথে টেক্কা দিতে হলে আমাকে আরো বছর আট লেখা লাগবে।
১৪| ২২ শে মে, ২০১৮ রাত ৯:৫৬
ভুয়া মফিজ বলেছেন: চমৎকার গল্প। উপস্থাপনাও খুব ভালো হয়েছে।
২২ শে মে, ২০১৮ রাত ১১:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভুয়া ভাই। মনে মনে আপনাকেই খুজঁছিলাম।
১৫| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: গল্পের চমৎকার থিম। খুব ভালো লাগল।
২৩ শে মে, ২০১৮ রাত ১২:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। আপনাদের ভালো লাগে বলেই লিখি...
১৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:২৪
ভুয়া মফিজ বলেছেন: আমাকে খুজছেন? ঘটনা মনে হচ্ছে জটিল!
বলেন দেখি, কেন খুজছেন?
২৩ শে মে, ২০১৮ রাত ১২:৩১
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি বৌ বাচ্চা নিয়ে তুরস্কে পালাবো। আমাকে সাসপেক্ট ভাবা হচ্ছে।
১৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:৩৪
ভুয়া মফিজ বলেছেন: আমি বৌ বাচ্চা নিয়ে তুরস্কে পালাবো। আমাকে সাসপেক্ট ভাবা হচ্ছে। কেন, মাদক ব্যবসায়ে জড়িত নাকি আপনি?
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: নারে ভাই, আমাকে স্বপন চৌধুরীর কেসে ফাঁসিয়ে দিবে। গল্পের শেষে দেখলেন না পাসপোর্টের কথা
১৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:৩৫
মাহের ইসলাম বলেছেন:
অসাধারণ হয়েছে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মাহের ভাইয়া।
১৯| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:৪১
সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ ভাই! তুমি তো খুব সুন্দর গুছিয়ে লিখতে পারো! আরো বেশি বেশি লিখবে, যতো বেশি প্র্যাকটিস করবে লেখার হাত ততো বেশি শানিত হবে! লেখালেখি পারবে তুমি। এই হবিটিকে ছেড়ো না।
ভালো থেকো। দোয়া রইল।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫০
ব্লগার_প্রান্ত বলেছেন: আপু আপনার মন্তব্য গুলো আমার কাছে অনেক দামি।
আপনি সবসময় সুন্দর একটা মন্তব্য করে মনটা ভালো করে দেন।
আমি যদি কোন দিন বই লিখি তাহলে আপনাকে একটা বই উৎসর্গ করবো। কথা দিলাম।
২০| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
সামুর নাম্বার ওয়ান ব্লগার এখন আপনি, আপনার সাথে টেক্কা দিতে হলে আমাকে আরো বছর আট লেখা লাগবে।
টেক্কা দেওয়ার প্রশ্ন আসছে কেন?
আমরা সবাই সবার বন্ধু- এরকম মানুসিকতা নিয়েই চলতে হবে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: একটু মজা করলাম।
আমি ব্লগে আপনাকে একজন আদর্শ ব্লগার হিসেবে দেখি।
আসলে আপনাদের সাহচর্যই আমার অনেক বড় পাওয়া।
২১| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! ভাইটা কত সুইট! উৎসর্গ করো না করো, বই যেন লিখতে পারো, জীবনে যেন অনেক বড় হতে পারো সে দোয়া করি।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
ব্লগার_প্রান্ত বলেছেন:
২২| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ এই বয়সেই হাত পাকিয়ে ফেলছো!
তবে ভালো কাজে, তাই ইচড়ে পাকা বলছি না
তোমার কল্যাণ হোক বৎস!!
২৪ শে মে, ২০১৮ রাত ৯:১৩
ব্লগার_প্রান্ত বলেছেন: খালু আপনাকে ব্লগে দেখে চোখ জুড়ালো....থ্যাংকু
২৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৯
পবন সরকার বলেছেন: প্রান্তর তোমার লেখার হাত ভালো তুমি লেখা চালিয়ে যাও, একদিন ভালো করবে।
২৫ শে মে, ২০১৮ রাত ১২:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ পবনদা...
২৪| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন, তবে আরো কয়েকবার নিজে নিজে পড়লেই বুঝতে পারবেন, গল্পের কোথায় কোথায় সংশোধন, পরিমার্জন বা পরিবর্ধন করতে হবে।
পোস্টে প্লাস + +
১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ..
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
সনেট কবি বলেছেন: ভালো লাগলো খুব।