নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

এবারের বসন্তে প্রেম

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪



এবারের বসন্তে আসবেনা মনে প্রেম,
গ্রীষ্মের তাপে গলে গেছে সব আশা।
শ্রাবণের জলে ভিজে গেছে সুখ দুখ
শরতের মেঘ; হারিয়েছে ভালোবাসা।

আমার উঠোনে হেমন্ত দেয়নি ধান
শীতের রৌদ্রে পায়েস হবেনা রাঁধা,
সূর্য উঠেছে সব ঋতুতেই
হয়নি যে শুধু, আমার ঘরটি বাঁধা।


যারা কবিতা লেখে, তাদের স্বরচিত কয়েকটা কবিতা মুখস্থ রাখতে হয়...আমি এই কবিতাটা মুখস্থ করেছি।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

সনেট কবি বলেছেন: সহজ, সরল এবং সুন্দর কবিতা।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কবিজ্বী

২| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: এক ফকির একদিন ১০ টাকার লটারি কিনল। কিছুদিন পর তা থেকে ৫০ লাখ টাকা জিতল।
এক মাস পর ঐ ফকিরটি এবার একটি সোনার থালা নিয়ে ভিক্ষায় বের হল।
এই গল্পের শিক্ষানীয় দিকটি কি?

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ফকির সারাজীবন ফকিরই থাকবে

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

আরোগ্য বলেছেন: ঋতু বদলায়,সেই সাথে জীবনও বদলায়।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: খুব বড় সত্যি...কিন্তু ঋতু ফিরে এলেও জীবন আসেনা, ধন্যবাদ

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:

এই বসন্তেও ফুটিবে ফুল, উঠিবে সন্ধ্যাতারা, গাহিবে কুহু শিমুল শাখে, কিশোরী হবে আত্মহারা

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ দারুন বলেছেন তো!
আমার ধারণা, আপনি কোন ভিন্ন নিকে সামুতে কবিতা লেখেন!!
দিনশেষে, ধন্যবাদ

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

শায়মা বলেছেন: হা হা কবিতা পড়ে পুরাটা পড়তে ঢুকেছিলাম ভাইয়া!!


কিন্তু চাঁদগাজী ভািয়ার মন্তব্যে ভীমরী খেয়ে মরে গেছি! :P

যাইহোক ভাইয়া আশ্বাস দিয়েছে এ বসন্তেও প্রেম হবে ডোন্ট ওরি ভাইয়ামনি!!!!!!!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা.... ধন্যবাদ আপু, কবিতা পড়তে আসার জন্য!
আপনি মরে গেলে, সামু ব্লগে কুলখানি পড়ানো হবে :P বিরিয়ানির প্যাকেট পাবো B-)

না আপু, ভাইয়া এ বসন্তে প্রেম হবে এমন কোন আশা দেননি! আর প্রেম না হলেই ভালো, এসব ডিসট্রেকশন থেকে এ বয়সে দূরে থাকাই ভালো B-)
ধন্যবাদ আপুমনি!!

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


@শায়মা ,

এখনো কবিদের লেখায় জীবনের মানে খুঁজি বেড়াই

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: শায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়া
তোমার জীবনের বসন্তের গল্প বলো !!!

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়া

তোমার জীবনের বসন্তের গল্প বলো !!!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আপুমনি, আপনিও বলে ফেলুন :D

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩

শায়মা বলেছেন: আমি তো কতবারই বললাম!!!! আর কত !!!!!!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: বলার কি আর শেষ আছে? :#)

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

জুন বলেছেন: যদি এই কবিতাটি আপনার লেখা হয় তবে সত্যি বলতে হয় অনন্য
অনেকটা বেশী বলছি বলে হয়তো কেউ ভাবতে পারে প্রান্ত তবে এতে আমি কবিগুরুর কবিতার স্বাদ পেলাম ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু,
আপনার মন্তব্যে থমকে গেলাম!
এই সুন্দর সন্ধ্যায় আপনার প্রাপ্য ধন্যবাদ-টুকু, সুদূরের মেঘগুলোর কাছে পাঠিয়ে দিলাম, আশা করি পেয়ে যাবেন।
ভালো থাকবেন।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

স্রাঞ্জি সে বলেছেন:
হবে হবে, ঢের হবে ভাই। অপেক্ষা করো।

কবিয়তা দারুণ হইছে......

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা, থ্যাংকু থ্যাংকু...

১১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ছোট্ট কবিতাটি অনেক ভাল লগল প্রান্ত।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাই, আপনাদের উৎসাহে কবিতা চর্চায় উৎসাহিত হচ্ছি...

১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম। কবির হতাশার মাঝেও পাঠক চাঁদগাজী যেভাবে আশার আলো দেখতে এবং দেখাতে পেরেছেন, তা দেখে মুগ্ধ হ'লাম। ওনার প্রথম মন্তব্যটাই তো প্রায় একটা কবিতা হয়ে গেছে। আপনাদের উভয়কে অভিনন্দন, যথাক্রমে একটি সুন্দর কবিতা এবং সুন্দর মন্তব্যের জন্য।
এখনো কবিদের লেখায় জীবনের মানে খুঁজি বেড়াই - একজন কবিতা লেখক হিসেবে (এখনো কবি নই) চাঁদগাজী সাহেবের দ্বিতীয় মন্তব্যটা পড়ে বেশ উৎসাহিত বোধ করছি।
আশাকরি, এবারের বসন্ত আসার আগেই আপনার ঘর বাঁধা হয়ে যাবে এবং আপনারা উভয়ে বসন্তের পূর্ণ সৌ্ন্দর্য প্রাণ ভরে উপভোগ করবেন।
৫, ৭ ) ৯ নং মন্তব্যগুলোও ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: খায়রুল আহসান ভাই,
আপনাকে ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।
জ্বী জনাব চাঁদগাজীর মন্তব্যটির দার্শনিক তাৎপর্যটি আমার কাছে মনে হয়েছে এরকম--- প্রকৃতির সাথে, ঋতুর সাথে মানুষের বিবর্তন হবে, এটি যেমন সত্য তেমনি সত্য- মানুষের প্রেম ভালোবাসা, নিজের আপন অনুভূতিগুলো প্রকৃতির অমোঘ নিয়মেই বেঁচে থাকবে, চিরকাল।
আপনি নিজেও একজন কবি, আপনার মূল্যায়ন আমার কাছে অনেক কিছু, পরিশেষে আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.