নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
প্রিয় অমি,
আশা করি ভালো আছো। তুমি যতদিনে এই চিঠি পড়ছো, ততদিনে আমি নিশ্চয়ই মরে গেছি।
তুমি জেনে অবাক হবে যে, আমি যখন লিখতে বসেছি তখন তুমি, পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তোমার বাবাকে লিখতে দেখছো! তোমার দুচোখে শৈশবের অসীম কৌতুহল। খেলার সাথী লাল বলটা, গড়িয়ে গড়িয়ে আমার ঘরে এসে পড়েছে, কিন্তু তুমি আসতে ভয় পাচ্ছো। তোমাকে আমি বকা দেবো না, আঘাত করবো না; তবুও তুমি আমাকে পছন্দ করো না। তোমাদের সবার কাছে আমি খুব খারাপ একজন মানুষ।
আমার দৃঢ় বিশ্বাস, তুমি বড় হয়ে খুব ভালো একজন মানুষ হবে। হ্যা, আমি জানি এই পৃথিবীতে বাবা-মা ছাড়া একজন ভালো মানুষ হওয়া সহজ নয়। কিন্তু আমিও বাবা মা ছাড়া এই সমাজে বড় হয়েছি। ভালো মানুষ হইনি সত্য, তবে তুমি সেটা পারবে।
আমার মৃত্যুর পর, আমি সেটাই চাইবো। তোমাকে কোনদিন টাকা পয়সা, জীবন ধারণ নিয়ে ভাবতে হবে না। তোমার জন্য আমি প্রয়োজনের চেয়েও অনেক বেশি টাকা রেখে যাচ্ছি। মনে রেখো, চাইলেই এই কাগজের টাকা দিয়ে অনেক মানুষের উপকার ও কল্যাণ করা যায়।
তোমার লাল বল ফিরিয়ে দিয়েছি, আমি চাইনা তুমি আমার জন্য কখনো দুঃখ পাও।
আমার মৃত্যুতে তুমি খুব একটা দুঃখিত হবে না। তুমি হয়তো তোমার খালামনির কাছে বড় হবে, আমি জানি, তিনি তোমাকে খুব ভালোবাসবেন, যত্ন নিবেন। তোমার মা কত ভালো মহিলা, আর আমি কত দুষ্ট একজন মানুষ সেসব তোমাকে বলবেন।
তবে, বেলাশেষে আমি কিছু সত্যি কথা লিখে যেতে চাই।
তোমার মাকে আমি কোনদিনও বুঝতে পারিনি। তোমার মা, যখন যা চেয়েছেন আমি দিয়েছি। অসাধ্যকে সাধ্য করেছি। আমার ভাই বোনদের শখ আহ্লাদ এবং তোমার মায়ের বিলাসি জীবন যাপনের স্বার্থে আমি আমার আদর্শ আর সত্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছি।
আমি বলবো না, তোমার মা একজন খারাপ মহিলা। আমরা কেউ কাউকে কোনদিন ভালোবাসতে পারিনি- এই কথাটাও আমি অবিশ্বাস করি। তোমার মা যেদিন আরেকজনের সাথে ইংল্যান্ড চলে যায়, সেদিন আমাকে বলে যায়নি।
আমি জানলে তাকে কক্ষনো যেতে দিতাম না! কিন্তু তুমি জেনো, সে সুযোগ আমাকে দেয়া হয়নি।
অমি,
তুমি কখনো ভেবো না- আমার সব অর্থ-সম্পদ অবৈধ কিংবা ঘুষের পয়সা। আমি বৈধ ভাবেও অনেক টাকা আয় করেছি, তবে তা ভোগ করার খুব একটা সৌভাগ্য হয়নি। তোমার সে সুসৌভাগ্য হোউক।
তোমার বাবা হিসেবে, আমি কোনদিন তোমাকে মনের মতো আদর করতে পারিনি! তুমি তোমার বাবাকে ভয় পাও। বাবার সামনে হাসো না, কথা বলো না, বল খেলো না। নিশ্চয়ই আমি খুব খারাপ একজন মানুষ! তাই হয়তো, তোমার জন্য একটা নতুন "মা", আমি এনে দিতে পারবো না। সত্যি বলতে, আমি প্রচন্ড ক্লান্ত। পেছনে তাকালে আমি শুধু হতাশ হই!
কি আশ্চর্য, আমাদের এত টাকা-পয়সা তবু আমাদের মনে সুখ নেই, কখনো ছিলো না। টাকায় যে সুখ হয়না, এই শিক্ষাটি আমি সমস্ত জীবন অপচয় করার পর পেয়েছি।
আমার চিঠি শেষ হয়ে আসছে। আমার মৃত্যু দিয়ে এই চিঠি শুরু হয়েছিলো, মৃত্যু দিয়েই শেষ হোক।
আমার সামনে মৃত্যুর কোন বিকল্প নেই। একজন নিঃসঙ্গ মানুষ এতো দুঃখ কষ্ট বেদনা নিয়ে বেঁচে থাকতে পারে না। তবে, তারচেয়েও বড় কারণ হলে তুমি। আমি বেচেঁ থাকলে তোমার বড় হওয়াটা সুন্দর হবে না।
আমি জানি না, ক্যান্সার সংক্রামক কিনা, তবে পাপ সংক্রামক।
তুমি অভিমান কোরো না, আমি সব ভেবে চিন্তে এসব লিখেছি।
ঈশ্বর অনেক দয়ালু।
তুমি দীর্ঘজীবি হও।
সুবিবেচক, বুদ্ধিমান, আদর্শ মানুষ হও।
মনে রেখো, পৃথিবীতে দুঃখই সত্য, আদর্শই শান্তি।
ইতি,
তোমার বাবা
------------------------------------------------------------------------------------------------------------------------
লেখক: আশরাফুল আলম প্রান্ত
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: কল্পনা, বড় ভাই লাইক দেয়ায় ধন্যবাদ।
২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
নজসু বলেছেন:
এক বাবার আকুল করা চিঠিটা পাঠ করে মনটা খারাপ হয়ে গেল।
আসলেই টাকা পয়সায় প্রকৃত সুখ নেই।
পৃথিবীতে দুঃখই সত্য।
সঠিক বলেছেন।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সুজন ভাই,
লেখাটি অনেক এডিট করেছি। মূল লেখাটি আরো দুঃখের ছিলো। তবে আপনার মন খারাপ করতে পেরেই স্বার্থক অনুভব করছি
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: চমৎকার একটি চিঠি।
মন ছুঁয়ে গেল।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কমরেড রাজীব ভাই। এই চিঠি নীলসাধু ভাইয়ের সংকলনের জন্য পাঠিয়েছি।
৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: হে হে হে তোমার ' বাবার সুমতি ' সরি বাবার চিঠি পড়লাম। কোন নকল বাবার পক্ষে অবশ্য এত সুন্দর চিঠি লেখা সম্ভব নয়। ভাইটি যে আমার কবে মনে মনে বাবা হয়ে গেছে সেই খোঁজটি যে আমি রাখিনি । যাই হোক সুন্দর চিঠি।
আমি চিঠিটা একটু ঘুরিয়ে দেব।
প্রিয় সুমি,
চিঠির বিষয় হবেন হতভাগা সন্তানের পরিচয়..... যেটা এখানে লেখা আছে।
ইতি,
ব্লগার প্রান্ত।
আশা করি আমার ছোট ভাইয়ের কলেজ জীবনটা খুবই ভালই চলবে এরপর থেকে.....
শুভকামনা রইল।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: পদাতিক দা,
লেখাটি ভালো লেগেছে যেনে খুব অনুপ্রাণিত হলাম। আপনি হয়তো একটি কথা শুনে থাকবেন, ঘুমিয়ে থাকে শিশুর পিতা, সকল শিশুর অন্তরে....। হাহাহা
চিঠি সাহিত্য আসলেও চমৎকার একটা বিষয় হতে পারে। আপনাকে অনুরোধ করবো, নানা প্লটের উপর চিঠি লিখতে!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এবং আপনার পরিবার বর্গের জন্যও আমার শুভকামনা
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
ঢাবিয়ান বলেছেন: মানুষের চারিত্রিক অধঃপতনের মুল ভুক্তভোগী হয় তার সন্তান। প্রতিটি মা বাবা যদি এই কথাটা চিন্তা করত তবে সমাজ অনেক সুন্দর ও সুখের হত।
ভাল লিখেছ প্রান্ত।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ঢাবিয়ান ভাই,
আপনি খুব সুন্দর করে আমার গল্পের মূল থিম সংশ্লিষ্ট একটি মন্তব্য করলেন।
আমাদের অনুজদের কথা ভেবেই শুরু হোক আমাদের নূতন পথচলা।
আপনাকে ধন্যবাদ
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষুদ্র এ জীবনে মানুষ মানুষকে বোঝার চেষ্টা করে না। যখন চায় তখন অনেক দেরী হয়ে যায়...
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০
ব্লগার_প্রান্ত বলেছেন: হায়রে মানুষ! যদি সে জানতো এই ক্ষুদ্র জীবনে কত কিছু বোঝার থাকে, কত কিছু জানার থাকে....।
আপনি খুব দার্শনিক একটা মন্তব্য করলেন। আমি ভবিষ্যতে আপনার এই মন্তব্য মাথায় রেখে কিছু লিখার চেষ্টা করবো।
আপনাকে পরিশেষে ধন্যবাদ ভাই
৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: টাকা পয়সা জীবনে সুখ দিতে পারেনা কথা সত্যি, কিন্তু বেচে থাকতে টাকা লাগে আর জীবনের অনেক সুখ পাওয়ার জন্যও টাকা লাগে তবে, টাকাই সব নয় । মনটা কেমন কেমন লাগছে লেখাটা পরে
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী আপু, আপনার কথার সাথে আমি একমত।
এই পৃথিবীতে টাকা ছাড়া এক জন মানুষ কার্যত মূল্যহীন। তবে মানুষ যদি টাকার পেছনে ছোটে তবে, সুখ পায় না। তাই মানুষের এমনভাবে বড় হওয়া উচিত যাতে, টাকা তার পেছনে ছোটে
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন:
Where did my previous comment disappeare
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
ব্লগার_প্রান্ত বলেছেন:
৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০০
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় প্রান্তের চমৎকার একটি চিটি। কাল্পনিক হলেও এতে প্রাণের ছোঁয়া আছে, আছে গভীর উপলব্ধি আর নিজস্ব ভাবনা। তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো। ভাল থাকিও ভাই।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কাউসার ভাই,
আসলে আমি আমার নিজস্ব ভাবনা এবং জীবন দর্শন থেকেই লেখার চেষ্টা করি। আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগলো
১০| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: চিঠি পড়তে ভালই লাগে।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। চিঠি সাহিত্য আসলেও মজার একটা বিষয়
১১| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিঠি নাই পত্র নাই
তবুও প্রেমতো হয়ে গেলো
....................................
++++++++++++++++
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: হৃদয়ের পোষ্টম্যান আপনার কথা অন্য কারো হৃদয়ে পৌছে দিয়েছে
১২| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হৃদয়ছোঁয়া চিঠি। লেখাটা ভালো লাগল।
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই
১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
নীল আকাশ বলেছেন: মানুষের চারিত্রিক অধঃপতনের মুল ভুক্তভোগী হয় তার সন্তান। প্রতিটি মা বাবা যদি এই কথাটা চিন্তা করত তবে সমাজ অনেক সুন্দর ও সুখের হত। - কি দারুন একটা মন্তব্য!
আমার সত্যই খুব জানতে ইচ্ছে করে একজন মানুষের জীবনে আসলে কত টাকা লাগে? খাঁজা বাবা একটা দারুন পোষ্ট দিয়েছেন এখানে Click This Link
তবে দু:জনক হলেও সত্য শেষ পর্যন্ত প্রত্যেকেরই মাত্র সাড়ে তিন হাত জায়গাই লাগে....।এর বেশি দিয়ে কি করবে.....।
শেষ পর্যন্ত তো লাগবে ৩-১/২ হাত জায়গা। এত কিছু দিয়ে কি হবে? কিছুই তো নিয়ে যেতে পারবে না শুধু বদনাম ছাড়া.....
আলেকজান্ডার মৃত্যুর সময় কি উইস করে গিয়েছিলেন জানেন তো? ওর শব দেহ যখন নিয়ে যাচ্ছিল.............
যখন ভালোবাসা টাকা পয়সার কাছে তুচ্ছ হয়ে যায়, মনে রাখবেন মানবতা আর বিবেক তার কাছ থেকে অনেক আগেই চলে গেছে.....
ভালো থাকবেন আর শুভ কামনা রইল।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: ঢাবিয়ান ভাইয়ের মন্তব্যটা আসলেই সুন্দর হয়েছে।
খাজাভাইয়ের পোষ্টটি দেখেছিলাম...আপনি বিলাসীতা চাইলে আপনার টাকার পরিমান এক, সুখে থাকতে চাইলে আরেক। ৩-১/২ হাত জায়গা লাগবে ঠিক আছে, কিন্তু ঐ সাড়ে তিন হাতে যাওয়ার আগেতো আপনি সাড়ে তিন হাত জায়গায় থাকতে পারবেন না!!
লোভ খুব খারাপ জিনিস। আলেকজান্ডার মৃত্যুর সময় ডায়োজিনিস হতে চেয়েছিলেন। (একটা লোক লন্ঠন দিয়ে মানুষ খুজতেন)।
আপনি আলেকজান্ডারের মৃতদেহ নিয়ে একটু জানবেন, ওনার কিন্তু কোন সমাধি নাই, ওনার মৃতদেহ নিয়ে অনেক রাজনীতির পর তা ইতিহাসের তলায় তলিয়ে যায়।
যখন ভালোবাসা টাকা পয়সার কাছে তুচ্ছ হয়ে যায়, মনে রাখবেন মানবতা আর বিবেক তার কাছ থেকে অনেক আগেই চলে গেছে..... অসাধারণ একটা কথা বলেছেন। পৃথিবীতে যত লোক ধনী, সবাই মানবিক হলে কারো অভাব থাকতো না।
আপনিও ভালো থাকবেন। পরিশেষে মন্তব্যের জন্য ধন্যবাদ
১৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মন ছুঁয়ে দিলো পুরো লেখাটি। এই চিঠি কি বাস্তব?
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: বাস্তব মনে হলে বাস্তব all is up to you
আমার লেখা সবচেয়ে জনপ্রিয় গল্পটি পড়ার নিমন্ত্রন
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
আরোগ্য বলেছেন: ঈশ্বর অনেক দয়ালু। তুমি দীর্ঘজীবি হও।
সুবিবেচক, বুদ্ধিমান, আদর্শ মানুষ হও। মনে
রেখো, পৃথিবীতে দুঃখই সত্য, আদর্শই শান্তি।
কথাটি ভালো লাগলো।
ঘটনা কি সত্যি নাকি কল্পনা,?