নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

নতুন ব্লগ লিখুন। কি বোর্ড বেছে নিন।

১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৪



এতদিনে চাঁদে মানুষের কলোনী থাকার কথা ছিলো। কিন্তু, চাঁদে মানুষ ১৯৭২ এর পরে ল্যান্ড ও করেনি। কেন করেনি? এর অনেক উত্তর ছিলো। এখনকার বাজারে উত্তরটা হলো, চাঁদে গিয়ে কি হবে খোকা? দেখছো না আমরা মঙ্গলে যাচ্ছি?
কদিন পর পেপারে আসবে,"পৃথিবীর মতো আরেকটা গ্রহ পেলাম। বিজ্ঞানের যা উন্নতি হচ্ছে, এই সোমবারের পরের সোমবার পৃথিবীর কজন সেখানে পিকনিকে যেতে পারে; তবে এই রোববার নাগাদ আমরা মঙ্গলে ডিশ অ্যান্টেনা লাগিয়ে নেবো, কেননা শুক্কুরবারে তো মঙ্গলে পৌছেই যাচ্ছি!!"

বিজ্ঞান এগিয়েছে, সামনে আরো এগোবে। কিন্তু, বিজ্ঞান যার জন্য, সেই মানুষের শ্রীবৃদ্ধি হচ্ছে কি? টপ করে- ন এ কার "না" বলে ফেলুন।
কেননা, বিশাল একশ্রেনীর মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে। প্রতিদিন মানুষের হাতেই প্রাণ দিচ্ছে অসহায় মানুষ! মানবজাতির ভবিষ্যত আর সাইন্স ফিকশন না। যারা প্রাণ বাচাঁনোর ওষুধ বানায়, তারাই আরেক দেশে অস্ত্র বেঁচে।

এই নিরেট সত্য, পুনরায় আপনাদের মনে করিয়ে দেয়ার অর্থ কি? অর্থ হলো আপনাকে সচেতন করা। একটু চোখ কান খুলে দেখুন, আপনাকে কি পরিমান ভুল বোঝানো হচ্ছে।
আপনার মতো দুটো হাত পা বিশিষ্ট মানুষই আপনাকে বোকা বানাচ্ছে, আপনি তাকে প্রশ্ন করবেন দূরে থাক, চিহ্নিতই করতে পারবেন না। টিভির অ্যাড থেকে ব্লগে ফ্লাডিং, সড়ক আন্দোলন থেকে বিচারপতির পলায়ন, এক প্যাক বিস্কুট কেনা থেকে ফেসবুক ফিড, আমরা ভুল বুঝতে বুঝতে এতটাই অভ্যস্ত যে, সত্যকে আলিঙ্গন করতেই আমাদের গা রি রি করে।

একবার ভাবুন তো, মঙ্গলে মানুষ যাবে, কিন্তু কেন?
কারণ পৃথিবী বসবাসের উপযোগী থাকবে না। পারমানবিক বোমার কথা বাদ দেন। পারমানবিক বোমা না ফুটলেও জলবায়ু পরিবর্তন ঠেকানো যাবে না। এই জলবায়ুর রোষ সবাইকে গ্রাস করবে, কিন্তু সবাইকি এর হাত থেকে মুক্তি পাবে? সবাই কি মঙ্গলগামী রকেটের টিকিট কিনতে পারবে?
আফ্রিকার কথা না ভেবে, ঢাকার বস্তিবাসীর কথা ভাবুন তো! বস্তিবাসীর কথা না ভেবে আমাদের কথা ভাবুন। যদি দূর্যোগ জনিত মহাবিলুপ্তি হাজির হয়, তাহলে কয়জন ব্লগার রকেটের লাক্সারী কেবিনে বসে রুহ আফজা খেতে পারবেন?

আপনি জানেন কাজের মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় এটা রবির মাথা ব্যথা না। কিন্তু তাদের অ্যাডে, মানবতার গল্প অভিনেতারা মঞ্চায়িত করলে আমরা মোহিত হই। শাহরুখ খান আগে হিরো আলমের মতো কালো ছিলো, পরে ফেয়ার এন্ড লাভলী সর্বাঙ্গে মেখে ফর্সা হয়ে গেছে- এমন ভেবে সত্যি সত্যি কিছু মানুষ ফেয়ার এন্ড লাভলী মাখে।
Complan খেতে খেতে এই সময়ের বাচ্চারা, Complain করতেই ভুলে গেছে, বা অহেতুক ফালতু Complain করছে। কারো কোন মাথা ব্যথা নেই।
ব্লগে যাচ্ছেতাই Propaganda ছড়ানোর জন্য অনেকে লিখছেন, জেনে না জেনে, কিংবা অনেক বড় প্ল্যানের অংশ হিসেবে। যখন মোস্তফা জব্বার বলেন "ইন্টেলিজেন্স রিপোর্ট আছে", তখন কেউ বলে না, "তাহলে ইন্টেলিজেন্স দেখছে আমি কি লিখছি? তাহলে নিশ্চয়ই এটা খুব জরুরী কিছু। আমিতো নিরীহ মানুষ, কবিতা লিখি, কিন্তু কই, কোন রাঘব বোয়ালতো দেখচি না!"

এটাই বোঝা জরুরী। বিমান ছিনতাই হলে চুড়িহাট্টা ভোলা যায়। মিডিয়া শুধু মাত্র লাইভ টেলেকাস্ট করে আপনার একটা সিদ্বান্ত পাল্টাতে পারে। কিন্তু লাইভ টেলিকাস্ট দেখা আর ইউটিউবে তামিল ছবি দেখা এক! টিভি মালিক সারাদিন আগুন দেখায়, এতে তার খরচ কম, আপনিও বউ বাচ্চা নিয়ে সারাদিন বসে থাকবেন, অনেক অ্যাড দেখবেন। মনোযোগ দিয়ে আপনি দেখবেন এবং শুনবেন, একটা মানুষ যে, সারাদিন ঐখানে দাড়িয়ে ধাক্কাধাক্কি করছে (যে একজন অভিনেতাও), তার অনেক "অনুমান", "অনুভূতি" মিশ্রিত তথ্যপ্রবাহ!!

আপনার দেশের আইন প্রণেতারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করলে, এক শ্রেনীকে সারাদিন গালাগাল করা যায়, যার ফায়দা হলো, আপনি আইন প্রণেতাকে জিগ্গেস করবেন না," তা ভাই, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য কি ছিলো? কেন মালয়শিয়া, আজকে মালয়শিয়া হলে, আমি বাংলাদেশ? আমার স্বাধীনতা কেন আজকে ফেসবুক ইঊটিউভ, নিষিদ্ধ ব্লগের কমেন্ট সেকশনে? আমার সেই মিছিলের কন্ঠ কই?"


আজকে আসল কথাই লিখতে পারলাম না, চলবে....

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার বলেছেন। লেখা চলুক , অপেক্ষায় রইলাম।

১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ
আপনাকে বেশিদিন অপেক্ষায় রাখবো না

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯

অজ্ঞ বালক বলেছেন: অনেক কথা লিখসেন আবার কিছুই লেখেন নাই। তবে মিম দুইটা ভালা আসে।

১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে দেখতে অজ্ঞ মনে হয়না, আর আপনে যে বালক না, সেইটাও পরিষ্কার :P

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন:

১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন:

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০২

হাবিব বলেছেন: মঙ্গলের জায়গার দাম কমার অপেক্ষায় আছি............

১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার পোষ্টানো বৃথা হইলো!!

৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

মাহমুদুর রহমান বলেছেন: যদি তাই হয়।
আমার তো মনে হয় না মানুষ সত্যিকার অর্থেই চাঁদে গিয়েছে।যদি সত্যিকার অর্থেই চাঁদে যেতে তাহলে আরও কয়েকবার সেখানে যেত।চাঁদ সম্পর্কে রিসার্চ করা হতো।আসলে আমার মনে হয় এটা মিথ্যা খবর।

১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: মনে হয় গেছে। নাসা টাকার ফান্ডিং সহ কিছু আর্থিক জটিলতার কারনে, পরে আর মুন মিশন নেয়নাই।
তবে চাঁদে যাওয়া নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে

৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: চাঁদ :D

১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার লেখা কেউ পুরোটা পড়ে না, কেউ না :((

৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

আকতার আর হোসাইন বলেছেন: পড়লাম। সুন্দর পোস্ট। পরের পর্বের অপেক্ষা....

১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংকস প্রচন্ড গরমের দিন। রাস্তা থেকে আখের রস কিংবা শরবত খাবেন না ভাই।
বাসায় মাঝে মাঝে স্যালাইন খাবেন, ভালো থাকবেন :)

৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

করুণাধারা বলেছেন: আমি কিন্তু লেখাটা দুইবার পড়েছি ব্লগার প্রান্ত বেশ কঠিন, তবে চমৎকার লেখা। সবচাইতে ভালো লেগেছে কোন বানান ভুল পাইনি....

আসলেই, এই ব্লগে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যেসব পোস্ট দেয়া হয়, সেগুলো পড়তে যেমন খারাপ লাগে তেমনি সেই ব্লগারদের সম্পর্কেও খারাপ ধারণা হয়। আমরা কেউ কি মন খুলে লিখতে পারি? ভেবেছিলাম লিখব, সেজন্য একটা ছদ্মনাম ধারণ করলাম, কিন্তু ওই যে, "ইন্টেলিজেন্স রিপোর্ট"- এর কথা শুনে ভয় পেয়ে গেলাম; এখন রম্য লিখে চলেছি.......

আমার স্বাধীনতা কেন আজকে ফেসবুক ইঊটিউভ, নিষিদ্ধ ব্লগের কমেন্ট সেকশনে? আমার সেই মিছিলের কন্ঠ কই?"
চমৎকার!!!
++++

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: এইরে! এখনতো বানানে আরো দৃষ্টি দেয়া লাগবে। ভূল করলে দেখে ফেলবেন =p~
প্রোপাগান্ডা পোস্টে মন্তব্য করবেন না। দুনিয়ার সকলকে সৎ পথে আনার সুমহান দায়িত্বতো আর আমাদের ঘাড়ে পৈতৃকভাবে পড়েনি B-)
রম্য লিখেই সবচেয়ে ভালো প্রতিবাদ করা যায়। আপনার হাস্যরসের মধ্যদিয়েই শুরু হোক নতুন প্রতিবাদ।
আসলে আমরা খুব ইন্টেলিজেন্ট তো, তাই ইন্টেলিজেন্স আমাদের নিয়ে চিন্তিত!

আমার লেখা দেখে থেমেছেন, ক্লিক করে দুইবার পড়ে একটা ৯ লাইনে মন্তব্য করলেন- আমি ঋণী
ভালো থাকবেন

৯| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: তুমি ভালো লিখেছো। কিন্তু আমি বিজ্ঞান পড়লে মাথাটা বনবন করে ঘুরতে ঘুরতে ব্লাক হোলে চলে যাবে। তখন কিন্তু দাই না নিয়ে পালাতে পারবে না হা হা হা হা...
করুণাধারা আপুর মন্তব্য ও তোমার প্রতিমন্তব্যটি খুব ভালো হয়েছে।

বৈশাখী শুভেচ্ছা ও ভালোবাসা জানবে।

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ দাদা, ঢাকায় খুব গরম, বৈশাখ আসার পর এখনো ঝড় হয়নি। আপনাদের খবর জানাবেন।

আমি শুধু দায় নিয়েই ক্ষ্যান্ত হবো না, আপনাকে ব্ল্যাকহোল থেকে বের করার জন্য নিজেও ব্ল্যাকহোলে ঢুকে যাবো ;)
পড়ে লাইক দিয়েছেন, সাহস পেলাম
শুভেচ্ছা জানবেন, আশা করি বাসায় সবাই ভালো আছে।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের প্রান্ত,

গতকাল থেকে আমাদের এখানেও প্রবল গরম পড়েছে। আমার কাজের জায়গায় 40 জন স্টাফ এর মধ্যে যে তিন জনের বাড়িতে এসি নেই তার মধ্যে আমি একজন। আজকে কর্মক্ষেত্রে গিয়ে যখন গরমের বিষয়টি আলোচনা করলাম, আশপাশের সকলে এমন বিস্ময়ে আমার দিকে তাকালো যে মনে হলো আমি যেন কোন অবান্তর কথা বলে ফেলেছি। যদিও অনাকাঙ্ক্ষিত বিস্ময় সৃষ্টি করার জন্য ওনাদের কাছ থেকে পরে ক্ষমা চেয়ে নিই । দিনের বেলায় গরমটা বিগত চার পাঁচ দিন থেকেই চলছিল। তারমধ্যে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের ছুটি থাকায় বাড়িতে দারুণভাবে উপভোগ করেছি। আজ রাস্তায় যেতে -আসতে বুঝেছি কি ভ্যাপসা গরম। সামনের মাসের 6 তারিখে ভোটের ডিউটি আছে। এখন থেকে আতঙ্কিত হচ্ছি 48 ঘন্টা ডিউটি কিভাবে পার করব ভেবে। তবে এখানে পেপারে দেখলাম 18 তারিখে কালবৈশাখী আসার সম্ভাবনা আছে।

অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা প্রিয় ছোট্ট ভাইটিকে।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার অভিজ্ঞতা জানানোর জন্য

আজকে নীলক্ষেত (ঢাকার একটি স্থান যেখানে বই বিক্রি করা হয়) গিয়ে কিছু বই কিনলাম। হায়রে গরম কাকে বলে...
আমাদের বাসাতেও এসি নাই। ভোটের ডিউটির সময় বেশি করে পানি খাবেন, আর সাথে স্যালাইন রাখতে পারেন
আমি আপনাকে অনুরোধ করবো, নির্বাচন পরবর্তী সময়ে পোষ্ট দিয়ে আপনার ব্যক্তিগত অভিমত জানাতে।

আমি ঘুড়ি ওড়াতে পারিনা, এ বছরের মধ্যে শিখে নিবো যাতে আগামী চৈত্র সংক্রান্তিতে উড়াতে পারি। আমাদের এখানে অনেক মানুষ ঘুড়ি ওড়ায় :)

১১| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মঙ্গলে যেতে চাই। ওখানে শোভাযাত্রা করে দেখিয়ে দেব মঙ্গল শোভাযাত্রা কাকে বলে।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ! আপনি আর আমি মঙ্গলে গিয়ে রুহ আফজার ব্যবসা করতে পারি ;)

১২| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট।

+++

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: B-)

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১:৫৪

আরোগ্য বলেছেন: লাইক বান্তাহে বস।

চলুক.....

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: :#) ম্যা খুস হুয়া
শুকরিয়া

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ভাবনা।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: দুইটা কারনে থ্যাংক্স। মন্তব্য এবং আপনার আন্তরিক পোষ্ট

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৬

টারজান০০০০৭ বলেছেন: তৈলাক্ত বাঁশ বেয়ে বান্দর আগায় উঠিতেছে ঠিকই , কিন্তুক বান্দর মানুষ হইতেছে না ! বিবর্তন বন্ধ !

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন:

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১২

হাসান রাজু বলেছেন: বহুত লিখছেন (শব্দ গুণে গুণে না, শব্দের ওজন মেপে)। এবং ভাল লিখেছেন।
ফেবুর স্যাটায়ার পোস্ট পড়ে পড়ে অনেকে আবেগে আক্রান্ত। ফেবুলব্দ জ্ঞান ঝাইড়া বাপেরে কয়, "রাজনীতি কি এইডা তো বুঝ না। " বাপে চুপ (অল্প বিদ্যার ভয়ংকর রূপ জানা আছে তাই। )। পোলায় ভাবে এমন যুক্তি দিছি .......
তবে ভালো ও আছে, বিমান ছিনতাই লাইভ টেলিকাস্ট দেখে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের বোধোদয় হয়েছে ফেবুর ক্যাচাল পড়ে।
এলআরবি 'র ভোকাল বালাম হবে নাকি অন্য কেউ সেই সিদ্ধান্ত এখন ফেবু ইউজারদের। যেখানে এলআরবি নিজেই পরিবারের আলমারিতে বন্দী।
ভালো থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনিও খুব ভালো থাকুন আমার পরবর্তী লেখার আগ পর্যন্ত :)
আপনার মন্তব্যটা ভালো ছিলো। সমস্যাটা হলো, অনেক কথা খোলা মেলা লিখতে গেলে কিছু মানুষ না বুঝে না পড়ে মন্তব্য করে, কিছু মানুষ পড়ার পরে ফ্লাডিং করে :P

আপনার কমেন্টটে হিউমার ছিলো B-)

১৭| ০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল মন্তব্যশুদ্ধ পড়ে গেলাম। লিখাটা ভাল ছিল।

০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী অসংখ্য ধন্যবাদ লিটন ভাই

১৮| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:২৯

আপেক্ষিক মানুষ বলেছেন: আমিতো যতদূর জানি চাঁদে এই পর্যন্ত ১২ জন মানুষ গিয়েছে এবং চাঁদের বুকে হেটেছে।

রেফারেন্স: Click This Link

২০ শে মে, ২০১৯ রাত ১০:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংকস ভালো একটা ইনফো দিছেন, কিন্তু লাস্ট জার্নিটাও ১৯৭২ তে ছিলো =p~

১৯| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৬

শের শায়রী বলেছেন: অনেকগুলো বিষয় তুলে এনে ভালো লাগার একটা লেখা। ভালো থাকুন।

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনি আমার রোল মডেল ব্লগার হয়ে যাচ্ছেন।
আমি অনেক কিছু জানি না।
সামনে ইনফরমেটিভ পোষ্ট দেয়ার ইচ্ছা আছে, আপনি পড়লে খুব খুশি হবো।
শুভ কামনা। সুস্থ থাকুন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.