নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

মাছের কাঁটা

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৭



রাত ঌ টা,
জানলা দিয়ে থুথু ফেলার আদিম অভ্যাসটি পিছু ছাড়ছেনা হাজীমিয়ার। কোনোকিছুর ঠিক নাই এখন। পুলিশ মুলিছের মাথায় পড়লে গেন্জাম আছে।

কাম নাই, কাজ নাই। মড়কের দিন। বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে, ডিপ ফ্রিজটাকে ভারমুক্ত করছেন আপাতত। দুই তালার ভাড়াটিয়ারা চলতি মাসের ভাড়া দেয় নাই। ঐশ্বরিক জিহ্বাটা ছুরির মতো চালিয়ে এলেন সন্ধ্যেবেলায়। নিজের উপর ভালোই খুশি তিনি।

সোনালি তেলে মচমচা করে ভাজা মাছের চাকটাই সর্বনাশ ডাকলো সবশেষে।
ভয়ঙ্করভাবে একটি কাঁটা আটকে গেছে গলার নরম মাংসে! যন্ত্রনায় কাশতে লাগলেন হাজীমিয়া। ভাতের দলা গিলে কাঁটা নামানোর টোটকাটা জানেন, তবে পাতিলে ভাত নেই।
একদলা সাদা ভাতের জন্য অতিকষ্টে নামলেন দোতালায়। কাশতে কাশতে কলিংবেল দিচ্ছেন। কেউ দরজা খুলছে না।
উনি কাশছেন দেখে নাকি?
ব বর্গীয় গালি গেয়ে, ঢালু সিড়িঁ পথে পা বাড়িয়েই, এক মিলি সেকেন্ডের জন্য হড়কে গেলেন হাজীমিয়া।

সারারাত দুইমনী দেহটি, সিড়িঁর গোড়ায় মুখ থুবড়ে পড়ে রইলো।
কেউ দরজা খুললো না।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো।

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: Thankyou

২| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৮

রাজীব নুর বলেছেন: আহারে--

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: হুম।

৩| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩১

শের শায়রী বলেছেন: বাস্তবে এমুন ঘটল বইলা......

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী। প্রত্যেককেই কর্মফল ভোগ করা লাগে...
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা বদ সবগুলার ইমুন কাটা ফুটেনা ক্যারে . . .

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: হয়তো এর চেয়ে কঠিন কিছুর অপেক্ষায়

৫| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৯

দজিয়েব বলেছেন: অসাধারণ।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আন্তরিক ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.