নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

৩টি ছবি ও ২টি বৈশিষ্ট্যহীন ছড়া

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৪



আমাদের শেষ দেখা হয়ে গেছে কবে?
কবরের নিরবতা জমা দুই ঠোঁটে-

আগামী শীতের আগে,
ভেঙে যাবে শহরের ঘুম।
শান্ত পৃথিবীতে বেঁচে থাকা
নিরোগ মানুষ,
জেনে নিও সময়ের
নতুন হুকুম..




কুয়াশায় ভিজে আছে গ্রাম ঘেষা বন,
উঠোনের ফুল গাছ, সাথে তার মন।
আধাঁর আকাশে আঁকা মেঘেদের ছবি,
ঋতুহীন পৃথিবীতে, সুর ভোলে কবি।
হৃদতীরে হরিণের কালো চোখে জল,
ভেসে আসে রূপকথা পরীদের দল।



মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: ছড়া ও ছবি গুলো সুন্দর।

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:০৮

দজিয়েব বলেছেন: অনবদ্য

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আন্তরিক ধন্যবাদ। বাসায় ভালো থাকুন ভাই।

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩২

জুন বলেছেন: অসাধারণ প্রান্ত। অনেক ভালোলাগা রইলো।
+

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

সাইন বোর্ড বলেছেন: দুঃসময়ের নির্বাক কথামালা, অসাধারন লিখেছেন । তবে এত আধুনিক শব্দ প্রয়োগের মাঝে 'হৃদতীরে, শব্দটাকে একটু বেমানান মনে হয়েছে ।

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে যা মাথায় আসে তাই লিখে ফেলি। লেখার সময় শুধু সুরের কথা মাথায় রাখার চেষ্টা করি।
আপনার জন্য শুভকামনা।

৬| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিও ছড়াতে একেবারে মনমুগ্ধকর।
তৃতীয় ছবিটা তো তোমার প্র.পিক করেছ। ++
শুভকামনা প্রিয় ভাই প্রান্তকে।

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
ছবিগুলো আমার ছোট ফোন দিয়ে তোলা। #staysafe

৭| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২২

প্রেক্ষা বলেছেন: তিন নম্বর ছবিটা খুব সুন্দর কিন্তু কোন ছোট ফোনে এত্ত ভালো ছবি উঠে তার মডেল জানিয়ে বাধিত করবেন।(ভুরু কুচকানো ইমোজি)

ভাইয়া কিছু মনে করবেন না,একটা কথা জিজ্ঞেস করি।আপনি এখন কোথায় পড়াশোনা করছেন?

২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ প্রেক্ষা।
আমার একটি প্রাচীন আইফোন ফোর এস আছে, যাকে আদর করে আমরা ছোট ফোন ডাকি।
আর এবছর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচ.এস.সি. পরীক্ষা দেয়ার কথা ছিলো, আপাতত বাসায় বন্দী আছি।
আপনার জন্য শুভকামনা।

৮| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৯

মৌরি হক দোলা বলেছেন: ছবি কোথায় তোলা হয়েছে?

২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আমাদের গ্রামে, গাজীপুর জেলায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
#stayhome

৯| ২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মুক্তা নীল বলেছেন:
ছবি ও কবিতা খুবই চমৎকার হয়েছে +++

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মুক্তা নীল। মুক্তোর মতো শুভ্র হোক আপনার আগামী দিনগুলো।

১০| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

প্রেক্ষা বলেছেন: কোনো একটা পোস্ট এ দেখেছিলাম আপনি নতুন আপ্নি আপনি কোনো একটা পোস্টে প্রোগ্রামিং শিখছেন এবং জানতে চাইছেন বলেছেন,ওখানেই মন্তব্য করতে চেয়েছিলাম কিন্তু পোস্ট টা আর পাচ্ছি না।

আমিও আপনার মতো নতুন প্রোগ্রামিং করি। সবচেয়ে ভালো হবে আপনি যদি হার্ভার্ড সিএস৫০ কোর্স টা করেন।ইউডেমি,কোর্সারা তে পাবেন। আমার প্রথম প্রথম করতে অনেক কষ্ট হইছিল বাট এই কোর্স টা করলে সবকিছু ক্লিয়ার করে বোঝা যায়। তামিম শাহরিয়ার সুবীন এর বই ও ভালো,একদম ব্যাসিক লেভেল দিয়ে শুরু করে।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ প্রেক্ষা। আমি free code camp এ একটা সিরিজ পেয়েছিলাম, harvard cs50 নামের। সেখানেও অনেক ভালো ফিডব্যাক দেখলাম। কোর্সেরাতে কোর্সটি দেখবো, ইনশাআল্লাহ।

সত্যি বলতে আমার ডেভেলপার হওয়ার চেয়ে কম্পিউটেশনে আগ্রহ বেশি। তাই MIT ocw এ mathematics for computer science দেখছি। আমি হার্ভার্ড এর স্ট্যাটিস্টিক্স ১০১ কোর্সটা পেয়েছিলাম, আপনার শেয়ার থেকে সত্যিই উপকৃত হলাম।

আপনি ইউটিউবে গনিত বিষয়ক three blue one brown চ্যানেলটি দেখতে পারেন, দারুণ লাগবে আশা করি।
আর আপনার প্রোগ্রামিং শেখার উদ্দেশ্য কি? অনেকেই গেম বা অ্যাপ বানাচ্ছে আজকাল।

Happy coding

১১| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২২

প্রেক্ষা বলেছেন: দুঃখিত মোবাইল দিয়ে লগইন করে কমেন্ট করার জন্য টাইপিং মিসটেক হয়েছে। :(

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: It's okay. Thank you very much for your concern. #staysafe

১২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩

প্রেক্ষা বলেছেন: আমি আসলে হোমস্কুল্ড। আমার সিএসই তে পরার ইচ্ছা আছে কিন্তু ভালো ভার্সিটিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগে।যেহেতু আমি হোমস্কুল্ড;আমার প্রোগ্রামিং এবং অলিম্পিয়াড ছাড়া আর কোনো ওয়ে নাই। সো আমার টার্গেট মোটামুটি কয়েকটি প্রযেক্ট রেডি করা।
আমি এখন জাভা করতেছি...
স্কিলশেয়ার এর কোর্সগুলো ভালো,টিম ট্রি হাউস ও ট্রাই করে দেখতে পারেন।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ওয়াও! আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য দোয়া রইলো, নিশ্চয়ই আপনার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে।
আইভি লীগের কোনো স্কুলে যখন সিএসসি পড়বেন, তখন অবশ্যই ব্লগে আপনার এই প্রজেক্টগুলো নিয়ে লিখবেন, এতে অনেকেই উৎসাহিত হবে :)

পরামর্শ প্রদানের জন্য আবারো আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.