নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
ফিজিক্স আর বায়োলজির অপূর্ব এক মেলবন্ধন লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তরে।
আপনি যখন কোন শব্দ করেন, তখন ভোকাল কর্ডের কম্পন থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ, দুইটি পৃথক মাধ্যমে আপনার কানের পর্দায় আঘাত করে।
একটা হলো মুখ থেকে বের হয়ে বায়ু মাধ্যমে, আরেকটা সরাসরি আপনার ভোকাল কর্ড হয়ে শরীরের ভেতর দিয়ে।
সুতরাং দুইটা তরঙ্গ আপনার কানে পৌছানোর পর কম্পনের যোগফল আপনার ব্রেইন রিসিভ করে এবং এটাই আপনি "শোনেন"। ব্রেইন আপনার এই ভয়েসটাই মনে রাখে।
কিন্তু আপনি যখন ভয়েস রেকর্ড করেন, তখন আপনার শরীর ভেদ করে যাওয়া তরঙ্গতো আর ডিভাইস রিসিভ করে না। সে শুধু বায়ু মাধ্যমে আসা তরঙ্গ সংগ্রহ করে। তাই আপনি যখন রেকর্ডেড ভয়েস শোনেন, তখন ব্রেইন নিজের আসল ভয়েসকে চিনতে পারে না বিধায় কনফিউসড হয়ে যায় এবং আপনার আনইজি ফিল হয়। এই সাইকোলজিকাল জিনিসটাকে পাঠ্য বইয়ে বলে voice confrontation.
কিন্তু রেকর্ডেড ভয়েসে আপনাকে যেমন শোনা যায়, সেটাই কিন্তু আপনার আসল ভয়েস। কারণ মানুষ সেই ভয়েসটাই শোনে যার যার কান দিয়ে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সাবাস
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: মজার জিনিস নিয়ে লিখেছেন। কথা ঠিক। নিজের আসল কণ্ঠ রেকর্ড না শুনলে বোঝা যায় না। অনেকে শুনে বিব্রত হয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫
ব্লগার_প্রান্ত বলেছেন: শুকরিয়া বড় ভাই। দোয়া রাখবেন। শুভকামনা।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১২
শায়মা বলেছেন: আমি তো একেক সময় একেক রকম শুনি।
রোজ রোজ অনলাইন ক্লাসের রের্কডিং শুনে ভাবি আল্লাহ বাঁচাইছে শুধু ভয়েস রেকর্ডিং না। হাসি হাসি মুখে কথা বলে ভুলাতে পারছি।
হাসি হাসি মুখের বিরাট সুবিধা তাহা বুঝিয়াছি.......
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: এই লেখাটা মূলত ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেয়ার পর ব্লগে শেয়ার করেছি, কিছু মানুষের কমেন্ট দেখেন:
Sufi Ahmed ফোনে কথা বলাই বন্ধ করে দিব!! মানুষকে আর কষ্ট দিতে চাই না!
Sabrin Sultana Aishorjo তাহলে যারা এতো বছর ধরে আমার কথা শুনে আসছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে
Sk Fahim নিজের ভয়েস নিজের কাছে জঘন্য লাগে। আবার এই ভয়েস শুনেই নাকি কেডা প্রেমে পড়ছে।
S M Remon এদিকে নিজেকে arijit singh
মনে করে নিজের ভয়েসে গান রেকর্ড করছিলাম,,বাকিটা ইতিহাস
Afra Anika মুখে পার্মানেন্ট সেলাই করতে যাচ্ছি আমি, আর কারোর কান কে কষ্ট দিতে চাই না
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৯
নূর আলম হিরণ বলেছেন: নিজের ভয়েস রেকর্ড মাঝে মাঝে ভালো লাগে মাঝে জগন্য লাগে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: সহমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০২
ভুয়া মফিজ বলেছেন: কথা সত্য। আমার ভয়েস আমার নিজেরই পছন্দ হয় না। মনে হয়, কে যেন নাকি সুরে কথা বলছে!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
ব্লগার_প্রান্ত বলেছেন:
আমার নিজের ভয়েস আমার ভালোই লাগতো একসময়, পরে এই জিনিসটা জানার পর বুঝতে পারি যে, অন্য মানুষদের কি জঘন্য নির্যাতন করছি প্রতিদিন!
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৪
শেরজা তপন বলেছেন: হ্যা মাঝে মাঝে হয় এমন। তবে প্রফেশনাল রেকর্ডিং-এ ভয়েস ভালই লাগে
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে অভিনন্দন। অনেক মানুষ নিম্নমানের রেকর্ডারের ভয়েস রেকর্ড করে ভ্রান্তিতে পড়তে পারেন।
ধন্যবাদ।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
নতুন নকিব বলেছেন:
ভালো গবেষনা! নিজের কাছে নিজের কন্ঠ আসলেই ভালো লাগে না। এই হার গড় করলে কত হবে কে জানে!
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ নতুন নকিব ভাই।
অনেক মানুষই এ বিষয়টি নিয়ে ভ্রান্তিতে ভোগেন।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো একটা পয়েন্ট তো! এটা জানতাম না। তবে, আমি অনেক রেকর্ড করি নিজের ভয়েস, ওটা অবশ্য আমার ভয়েসই মনে হয়, আর রেকর্ড করার আমার নিজস্ব কৌশল রপ্ত করা আছে বলে রেকর্ডেড ভয়েসটা যাতে ভালো শোনায়, সেই চেষ্টা করি।
আপনার লাস্ট প্যারাটা খুব গুরুত্বপূর্ণ। রেকর্ডেড ভয়েসটাই তাহলে আমার আসল ভয়েস, যেটা সবাই শুনতে পায়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। এই পয়েন্টটা আমিও জানতাম না আগে। বিজ্ঞানের ১০০০ প্রশ্ন নামের একটা বই পড়ে জেনেছিলাম।
অনেকদিন ধরে রেকর্ড করছেন বলে পার্থক্য মনে হয় না হয়তো।
আপনি লাস্ট লাইনের কথাটা পুণরায় উল্লেখ করায় ধন্যবাদ। আপনার মন্তব্যটি আমার পোস্টকে বিশেষায়িত করলো।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: সহমত। নিজের ভয়েস নিজেরই ভালো লাগেনা। তবে আমার মনে হয় রেকর্ডিং সিস্টেম যদি উন্নত হয় তাহলে মন্দ লাগবে না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯
ব্লগার_প্রান্ত বলেছেন: এটা একটা ভালো পয়েন্ট। যত ভালো ডিভাইস তত ভালো সাউন্ড কোয়ালিটি আসবে।
আশা করি আপনি শীঘ্রই এমন একটি রেকর্ডিং কিট সংগ্রহ করতে পারবেন।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি মাঝে মাঝে অবাক হই, মানুষ আমার বিটকিলে কন্ঠস্বর সহ্য করে কিভাবে!! আমার নিজেরইতো সহ্য হয় না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
ব্লগার_প্রান্ত বলেছেন:
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭
নেওয়াজ আলি বলেছেন: অনেক সময় কন্ঠ অপরিচিত মনে হয়
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সঠিক বলেছেন, সবই ব্রেইনের খেলা। ধন্যবাদ।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সাবাস
ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে ভাই
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৩০
ইসিয়াক বলেছেন: সত্যি ! আমার ভয়েজও খুব খারাপ। সেজন্য কেউ ম্যাসেঞ্জারে কথা বলতে চাইলেও আমি এড়িয়ে যাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮
ব্লগার_প্রান্ত বলেছেন: অযথা দুশ্চিন্তা করবেন না ভাই। অনেকে আছে কথাই বলতে পারে না
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:০৯
আনমোনা বলেছেন: আমার গলার রেকর্ডিং ভয়েস যে আমি যা শুনি তা নয়, জানি। কিন্তু আমার নিজের স্বর যে আমি পছন্দ করিনা, তা কিভাবে জানলেন?
যাক, জেনে আশস্ত হলাম এ অবস্থা আমার একার না, বেশীর ভাগ মানুষই নিজের স্বর পছন্দ করেনা ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার মতো আমিও নিজের ভয়েস নিয়ে বেশি আশাবাদী নই!
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৫
ঘনশ্যাম বলেছেন: বিষয়টা এভাবে ভাবা হয়নি! দারুণ একটা বিষয় জানলাম। ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: জানি তো।