নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

শহীদ আসাদের শার্ট

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৪


আজ শহীদ আসাদ দিবস। আজকের দিনেই ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ফিল্ড মার্শাল আইয়ুব খান বিরোধী মিছিলে যোগ দিয়ে, পুলিশের গুলিতে নিহত হন নরসিংদী জেলার এই ছাত্রনেতা। জানাজার পরে, আসাদের রক্তমাখা শার্ট নিয়ে মিছিল করে সংগ্রামী জনতা। নরসিংদী জেলার আরেক কৃতী ব্যক্তিত্ব কবি শামসুর রাহমান এই ঘটনাকে কেন্দ্র করে লিখেছিলেন তার বিখ্যাত "আসাদের শার্ট" কবিতাটি।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) স্বাধীনতা পদক পান।



আসাদের শার্ট
----------------
কবি শামসুর রাহমান


গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।

বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।

ডালীম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর- শোভিত
মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
শহরের প্রধান সড়কে
কারখানার চিমনি-চূড়োয়
গমগমে এভেন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম
আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,
চৈতন্যের প্রতিটি মোর্চায়।

আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।



১ম ছবি: যুগান্তর পত্রিকা
২য় ছবি: জাগো নিউজ ২৪

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: শহীদ আসাদের মৃত্যু ৬৯ এর গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছিলো।তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ। আত্নত্যাগ ছাড়া ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন সম্ভব নয়।

২| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: যদি দুঃখের বাটন থাকতো তাহলে সেটিই দিতাম। শহীদের জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।
কবি শামসুর রাহমানের কবিতাটি দুরন্ত। শেয়ার করার জন্য ধন্যবাদ রইল।

আমার সর্বশেষ পোস্টে প্রিয় ছোট ভাইয়ের সময়াভাবে কমেন্ট করা সম্ভব না হলেও পোস্টটিতে like'করাতে বা উপস্থিতি জ্ঞাপন করাতে প্রেরণা পেয়েছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি ব্লগ ফেসবুক কোথাও নিজের সংকীর্ণ বৃত্তের বাইরে খুব একটা এংগেজ করিনা। অনেক সময় এমনও হয়, একটা মন্তব্য/ কমেন্ট করতে অনেক ইচ্ছা হয়, কিন্তু করিনা। প্রিয় লেখকেরা লিখলে অবশ্যই চোখ বুলিয়ে নেই এবং প্রার্থনা প্রেরণ করি।
আন্তরিক যোগাযোগটা বজায় রাখার জন্য অনেক ধন্যবাদ। এবছর মিজোরাম সফরটা বোধহয় করোনা খেয়ে ফেললো, নয়তো আপনার সাথে দেখা হতে পারতো। তবে পশ্চিমবঙ্গে গেলে অবশ্যই আপনার সাথে দেখা করবো।
দোয়া করি, স্বপরিবারে ভালো ও সুস্থ থাকুন।

৩| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তাদের স্বপ্নগুলোর কাছেও যেতে পারিনি আমরা বরং কিছুটা দুরে চলে গেছি।তারা চেয়ে চিল অর্থনৈতিক মুক্তি কিন্তু বৈষম্য আরো বেড়েছে।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: একমত। তবে আমাদের যুব শক্তির উপর আমার আস্থা আছে। পুরাতন সফটওয়্যারগুলো আপডেট হলে নতুন কিছু আশা করতে পারি হয়তো। দিনশেষে অধিকাংশই রাজনীতির গুনগত মানের ওপর নির্ভরশীল। দেখা যাক।
ধন্যবাদ।

৪| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৭

স্প্যানকড বলেছেন: তাঁদের ঋণ শোধ করার মতো না। সকল শহীদ দের পরিপূর্ণ সম্মান আজও জাতি দিতে পারেনি যা অত্যন্ত দুঃখের বিষয়। এখন জাতি জাতির পিতার স্বপ্ন পূরণে ব্যস্ত তাতে সমস্যা ছিল না কিন্তু স্বপ্নে স্বপ্নদোষ হচ্ছে বড্ড!এইটার সুচিকিৎসার প্রয়োজন। ভালো থাকবেন।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: অপশাসন থেকে একদিন মুক্তি আসবেই। এখনো অপেক্ষার প্রহর শেষ হয়নি হয়তো..
আপনিও ভালো থাকুন।

৫| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: শহীদ আসাদ একজন নায়ক।
তাকে স্যলুট জানাই।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ

৬| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। ভাইয়ের কলকাতায় আসার অপেক্ষায় রইলাম।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আমিও অপেক্ষায় আছি, আপনার ঢাকা সফরের!

৭| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: এই ঐতিহাসিক শার্টের ছবিসহ কবি শামসুর রাহমানের এ কালজয়ী কবিতাটি ব্লগে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রথম চারটি বুদ্ধিদীপ্ত প্রতিমন্তব্য বেশ ভাল লেগেছে। +
প্রথম প্রতিমন্তব্যটি বিশেষভাবে প্রণিধানযোগ্য।
২ নং প্রতিমন্তব্য পাঠ করে এখন বেশ বুঝতে পারছি, কেন আমার পোস্টে মাঝে মাঝে আপনার প্লাস পাই, মন্তব্য নয়।
পোস্টে প্লাস + +।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১২:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ স্যার। আমাকে আপনার দোয়ায় স্মরণ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.